03/08/2023
যেইদেশে বিনোদনের নামে দিনে রাতে যৌনতার সুড়সুড়ি দেয় সেই দেশের পাগল,উন্মাদ, ধর্ষককে কিভাবে ঠেকাবেন?
যেই দেশে বিয়েকে কঠিন করে দেয়া হয়েছে, আর ব্যভিচারকে সহজ করে দেয়া হয়েছে সেই দেশে ধর্ষণকে কিভাবে ঠেকাবেন?
যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, নগদে বিচার হয়না সেই দেশে সাধারণ মানুষ গুলোও যৌনতার ছড়াছড়ি দেখে পাগল হয়ে যায়,,,,,
চারদিকে যৌনতার সুড়সুড়ি বন্ধ না করে ধর্ষণ হয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি আফসোস করে লাভ নেই,,
নিম্নের কারণ বা মাধ্যম গুলোই যৌনতাকে উস্কে দিচ্ছে, ফলে উন্মাদগুলো শিশু ও নারীর মধ্যে পার্থক্য বুঝেনা। কেবল মাংসপিন্ড হিসেবে বিবেচনা করে,,৷
টিভিভর্তি যৌনতা ? সে তো সিনেমা!
কাগজভর্তি যৌনতা ? সে তো কবিতা!
ক্যাসেটভর্তি যৌনতা ? সে তো সঙ্গীত!
বিলবোর্ডভর্তি যৌনতা ? সে তো বিজ্ঞাপন!
ক্যানভাসভর্তি যৌনতা ? সে তো পেইন্টিং!
পাথরভর্তি যৌনতা ? সে তো ভাস্কর্য!
স্টেজভর্তি যৌনতা ? সে তো বিনোদন!
সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতাই
যৌনতা!!
#ফলাফল
বাসে ধর্ষণ-বাসায় ধর্ষণ,
রেলে ধর্ষণ-রেল স্টেশনে ধর্ষণ,
খেলায় ধর্ষণ-মেলায় ধর্ষণ,
মাঠে ধর্ষণ-পাঠশালায় ধর্ষণ
ক্ষেতে ধর্ষণ-খামারে ধর্ষণ,
গাঁয়ে ধর্ষণ-শহরে ধর্ষণ,
কিশোরী ধর্ষণ-তরুনী ধর্ষণ,
মধ্যা ধর্ষণ-বৃদ্ধা ধর্ষণ,
কোচিংয়ের নামে ধর্ষণ-পড়ানোর নামে ধর্ষণ,
রাজনীতির নামে ধর্ষণ-নেত্রী বানানোর নামে ধর্ষণ,
মডেলিংয়ের নামে ধর্ষণ-অভিনয়ের নামে ধর্ষণ….
#পরিত্রাণ:
মহান আল্লাহ বলেন >>
হে নবী! তোমার স্ত্রীদের, কন্যাদের ও মু’মিনদের নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের প্রান্ত তাদের ওপর টেনে নেয়। এটি অধিকতর উপযোগী পদ্ধতি, যাতে তাদেরকে চিনে নেয়া যায় (যে তারা রাস্তার মেয়ে নয়, বরং সম্ভ্রান্ত মু'মিনা) এবং (এই বিধান এজন্য যেন তাদেরকে) উত্যাক্ত করা না হয়।"
(সুরা আহযাব - ৫৯)