আলমগীর হোসেন

আলমগীর হোসেন SAUDI ARAB
(1)

30/07/2025

🌿👉 ছেলেরা শুধু মেয়ে পছন্দ করে না, ভালোবাসা আর সম্মানও চায়...

✋ তুমি কি একমত ?"

30/07/2025

🌿👉বিয়ে একটা লটারি!
তফাত শুধু এই—👇
এই লটারিতে জেতলেও কান্না, হারলেও কান্না! 😅😉

Shout out to my newest followers! Excited to have you onboard! Sayeed Ahmed Chowdhury, Ibrahim Khan, Jamal Hossen, Joyna...
30/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sayeed Ahmed Chowdhury, Ibrahim Khan, Jamal Hossen, Joynal Abden, বিশাল আহামেদ জনি, Mizanur Rahman Mizan, Bishwa Das, Šḱ Ẫňišuř, Md Jakir Khan, MD Fazul Miya Karim, Md Zakir, Mohammad Osman Goni, স্বপ্ন কন্যা, Joy Samorin Benlot, Md Abuhanif, Anamul Islam, আমিনুল ইসলাম, Juwel Rana, Md Mustakin, Montu Tulchiary, মোঃ জাবেদ পাটোয়ারী, MD Sobuj Hassan, PK Pk, অচিন দেশের প্রাচিন মানুষ, Snigdha Blogging, Munju Ho, গ্রামের রিফাত, Shapla S R Ssltd, মোঃ মাহবুবুল হক মিনার

29/07/2025

👉🌿 তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়🥀🌿

👉❤️________ হযরত আলী (রাঃ🌹

29/07/2025

🌿👉"𝐘𝐚𝐚 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞....🙂
𝐑𝐞𝐦𝐨𝐯𝐞 𝐓𝐡𝐞 𝐇𝐚𝐫𝐚𝐦 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐅𝐫𝐨𝐦 𝐎𝐮𝐫 𝐌𝐢𝐧𝐝...!!🌼🙂

❤️__𝐀𝐦𝐢𝐧.🤲💝

28/07/2025

হে আমাদের প্রতিপালক আমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা আপনি সবার মনের আশা পূরণ করে দেন
#আমিন 🤲🤲

28/07/2025

👉 আসসালামু আলাইকুম,
নতুন সকাল, আল্লাহর নতুন রহমত,,🌿❤️

📖 হাদিস:
"যে ব্যক্তি সকালে তিনবার এই দোয়া পড়ে,
সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে।”
— (আবু দাউদ)

দোয়া:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ
فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

🔊 বাংলা উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাযি লা-ইয়াদুরُّ মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস্‌সামা-ই।
ওয়া হুয়াস্‌ সামিয়ুল আলীম।

🕊️ দিনটা শুরু করুন আল্লাহর জিকির দিয়ে।
Follow দিতে ভুলবেন না। 🤲

#সুপ্রভাত
#হাদিস
#সকালদোয়া
#আল্লাহ_ভরসা

27/07/2025

👉 সৌন্দর্য কখনো শব্দে নয়, আচরণে ফুটে ওঠে
যার ভেতর আল্লাহভীতি আর নম্রতা আছে 🥀🥀

তার চারপাশ এমনিতেই আলো ছড়ায়…✍️✍️🌿

❝  #পরকীয়া  এটা প্রেম না, এটা জাহান্নামের আগুনে ঝাঁপ দেয়া!❞🔴 তুমি ভাবো কেউ জানে না?আল্লাহর ফেরেশতারা তোমার প্রতিটা কল, ...
26/07/2025

❝ #পরকীয়া এটা প্রেম না, এটা জাহান্নামের আগুনে ঝাঁপ দেয়া!❞

🔴 তুমি ভাবো কেউ জানে না?
আল্লাহর ফেরেশতারা তোমার প্রতিটা কল, মেসেজ, দেখা-সাক্ষাত—সব লিখে রাখছে।

"যে কোনো কথা মুখে উচ্চারণ করে, সাথে সাথেই তত্ত্বাবধায়ক ফেরেশতা লিখে রাখে।"
(সূরা ক্বাফ, আয়াত ১৮)

---

❝পরকীয়া—এটা গুনাহ না, এটা খোদার সাথে যুদ্ধ!❞

তুমি কারো স্ত্রী হয়েও পরের সঙ্গে লুকিয়ে কথা বলো?
কারো স্বামী হয়েও রাতের পর রাত হারাম প্রেমে ঘুরে বেড়াও?

আল্লাহর ওয়াদা—

"ব্যভিচার করো না। এটা অশ্লীল কাজ এবং ভয়ংকর পথ।"
(সূরা ইসরা, আয়াত ৩২)

তোমার পরকীয়া প্রেমের প্রতিটা কথা কেয়ামতের দিন তোমার গলায় ফাঁসির দড়ি হবে।

তোমার প্রেমিক/প্রেমিকা তোমাকে ফেলে পালাবে,
কিন্তু তোমার পাপ তোমার সাথে যাবে।
কবরের মধ্যে তোমার হারাম প্রেমের ভিডিও চলে।
তোমার হারাম মেসেজ ফেরেশতারা পড়ে শুনাবে!

আল্লাহ বলেছেন—

"যারা অশ্লীল কাজ করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।"
(সূরা নূর, আয়াত ১৯)

**তুমি পরকীয়া করতে করতে হাসো—

কিন্তু মনে রেখো, আল্লাহর আজাব যখন আসবে,
তখন সেই হাসি গলায় আটকে যাবে।**

আল্লাহর হুশিয়ারি শুনে নাও—

"যেদিন তাদের জিহ্বা, হাত ও পা নিজেদের কর্মের সাক্ষ্য দেবে।"
(সূরা নূর, আয়াত ২৪)

**❝মনে রেখো—

যে নারীর হারাম প্রেম আছে,
তার মুখের সৌন্দর্য কেয়ামতের দিন ঘৃণিত হবে।
যে পুরুষ পরকীয়া করে, তার চোখ জাহান্নামে আগুনের গোলা দিয়ে পোড়ানো হবে।❞**

আল্লাহ বলছেন—

"যে ব্যভিচার করবে, কিয়ামতের দিন সে আগুনের জামা পড়বে।
তার শরীরে গরম সীসা ঢালা হবে।"
(হাদিস শরীফ)

*আজই তওবা করো!

হারাম প্রেম ছেড়ে দাও।
নইলে কবরের ভিতরও তোমার মোবাইলের সেই নোংরা কথাগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে।**

*যদি আজ মরে যাও?
যদি আজ রাতে জান কবজ হয়?
তোমার প্রিয় প্রেমিক/প্রেমিকা তোমার কবরে আসবে না।
আসবে শুধু আজাব।

ভয় পেয়ে ফিরে এসো।
আর না হয়, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে

---

🕋 এই লেখা যারা পরকীয়া করে তাদের জন্য
পড়ে যদি তওবা না করে, তাহলে শাস্তির জন্য নিজেকেই দায়ী করতে হবে👈🆗

#পরকীয়া_হারাম
#আল্লাহর_ভয়
#জাহান্নামের_আযাব
#ইসলামিক_সচেতনতা

#হারাম_ভালোবাসার_পরিণতি
#নাফরমানি_থেকে_বাঁচুন
#সাবধান

25/07/2025

👉❤️আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ (সাঃ)❤️

24/07/2025
24/07/2025

🌄GOOD MORNIN🇧🇩

🥀 BANGLADESH ❤️

Address

SAUDI
Buraydah
00966

Telephone

0504243886

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলমগীর হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share