Kazi Mehedi

Kazi Mehedi এটা বর্তমান বাংলাদেশ,এখানে সবকিছুই আপনার ইচ্ছা এবং কল্পনার বিপরীত হবে.

বাংলাদেশে বিলুপ্ত সিলন মাছ। সঠিক ওজন বলতে পারলে ১ কেজি ইলিশ দিব। দেখি কে পারে।
27/09/2025

বাংলাদেশে বিলুপ্ত সিলন মাছ। সঠিক ওজন বলতে পারলে ১ কেজি ইলিশ দিব। দেখি কে পারে।

Hasnat Abdullah What You Want To Say or Thinking About It?  #নুরুল_হক_নূর  #গণঅধিকার  #পরিষদ  #আসিফ  #নজরুল  #হাসনাত  #জ...
30/08/2025

Hasnat Abdullah What You Want To Say or Thinking About It?
#নুরুল_হক_নূর
#গণঅধিকার #পরিষদ #আসিফ #নজরুল #হাসনাত #জাতীয় #পার্টি

হায়রে মানুষ! নিজের পেটের সন্তানকে নিজেই মে'রে দিলি! দিনে দিনে পর'কী'য়া এমন একটা পর্যায়ে পৌছিয়েছে যে, মানুষের নীতি, নৈতিক...
24/08/2025

হায়রে মানুষ! নিজের পেটের সন্তানকে নিজেই মে'রে দিলি! দিনে দিনে পর'কী'য়া এমন একটা পর্যায়ে পৌছিয়েছে যে, মানুষের নীতি, নৈতিকতা, বিবেক সবকিছু নিম্ন পর্যায়ে চলে গেছে।
#সমাজ #বিবেক #পরকীয়া

Great Leader..
02/08/2025

Great Leader..

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা, শুধু থাকতে হবে সেখানে.।ভাবুন তো, কেউ আপনাকে বলছে- চলুন, এক নতুন শহরে গিয়ে থাকুন, আর এর...
31/07/2025

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা, শুধু থাকতে হবে সেখানে.।
ভাবুন তো, কেউ আপনাকে বলছে- চলুন, এক নতুন শহরে গিয়ে থাকুন, আর এর বিনিময়ে পাওয়া যাবে প্রায় ৬০ লাখ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা একেবারেই সত্যি। যুক্তরাষ্ট্রের একটি ছোট শহর ‘পোউনি’, এখন নতুন বাসিন্দাদেরকে সেখানে বসবাসের জন্য প্রলুব্ধ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ দিয়ে। কঠিন কোনো কাজ করতে হবে না, শুধু থাকতে হবে সেখানেই।

নতুন জীবনের খোঁজে যারা শহর ছাড়তে আগ্রহী, তাদের জন্য পোউনি হতে পারে আদর্শ গন্তব্য। শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব করা হচ্ছে ৫০,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। এই টাকাটা নগদ হাতে না পেলেও, এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। অর্থাৎ, সরকার বাড়ি কেনার জন্য অর্থ সহায়তা দেবে, বাকি খরচ বহন করতে হবে আপনাকে।

শহরের বিশেষত্ব হলো- বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছুই রয়েছে কাছাকাছি। হাঁটার দূরত্বেই মিলবে স্কুল, হাসপাতাল, সুইমিং পুল, লাইব্রেরি এবং আরও অনেক সুযোগ-সুবিধা। বিনোদনের দিক থেকেও পিছিয়ে নেই পোউনি। শহরটির আশপাশে রয়েছে হাইকিংয়ের পথ, মাছ ধরার জায়গা, আর মনোরম প্রাকৃতিক দৃশ্য।

তাহলে প্রশ্ন জাগতেই পারে শহরটি কেন এতটা উদার হচ্ছে? এর পেছনে রয়েছে জনসংখ্যা হ্রাসের বাস্তবতা।

একটা বার চিন্তা করেন তো! একটা মানুষের আর কতকিছু লাগতে পারে? যাদের দু'মুঠো ভাত জোটেনা, পরনের কাপড় জোটেনা, তারা কিভাবে সইব...
25/07/2025

একটা বার চিন্তা করেন তো! একটা মানুষের আর কতকিছু লাগতে পারে? যাদের দু'মুঠো ভাত জোটেনা, পরনের কাপড় জোটেনা, তারা কিভাবে সইবে এই লুটপাটের হোতাদেরকে?

#বেনজির #আইজিপি #পুলিশ #লুটপাট #বাংলাদেশ

16/07/2025
সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ছবিটি শেয়ার ক'রে কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু লিখেছেন, সাবেক সিইসি নুরুল হুদা...
26/06/2025

সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ছবিটি শেয়ার ক'রে কবি ও বুদ্ধিজীবী ব্রাত্য রাইসু লিখেছেন, সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মা'রা ঘটনারে যারা বি'প্লব মনে করেন, তারাই জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ করতেছেন।'

আবার শেষ প্যারায় উনি বুদ্ধিজীবীদের জিজ্ঞেস করতেছেন, 'এই ঘটনা বিপ্লব নাকি ম'ব?'

আমি রাইসু ভাইয়ের পোস্টে একটা ছোটো মন্তব্য করেছি। মন্তব্যে লিখেছি, এই ঘটনা কোনোভাবেই মব না, বরং এই ঘটনা বিপ্ল'ব। সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতা ঝুলানো ও তারে জুতা মারা'র দৃশ্য ও ঘটনা আগামী ৫০ বছর পর্যন্ত সমাজে বর্তমান থাকবে। আগামী দিনের কোনো নতুন সিইসি যখন সরকারের গোলা'মী করতে যাবে তখন এই দৃশ্য ও ঘটনা তাকে প্রহা'র করবে৷ ফলে সে সংযমী হতে বাধ্য হবে।

আর আমরা যারা এই ন্যায়সঙ্গত জনরো'ষকে ম'ব নয়, বিপ্লব মনে করতেছি তারা জুলাই-আগস্ট বিপ্লবরে প্রশ্নবিদ্ধ নয়, বরং জুলাই-আগস্ট বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছি ও জারি রাখতেছি।

বিপ্লব দীর্ঘজীবী হোক।

Address

Dammam
9657

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Mehedi:

Share

Category