Gᴀᴍɪɴɢ Wɪᴛʜ Fᴀʜɪᴍ

Gᴀᴍɪɴɢ Wɪᴛʜ Fᴀʜɪᴍ Entrepreneur🔎
Freelancer💻
Digital Marketer🌍
Affiliate Marketer🤝
Blood (O-)🩸

🔰আসসালামুয়ালাইকুম, ✊আমাদের যারা ফ্রিল্যান্সিং করতে চাই , তাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে “কেন  ডিজিটাল মার্কেটিং  এর...
26/02/2023

🔰আসসালামুয়ালাইকুম,

✊আমাদের যারা ফ্রিল্যান্সিং করতে চাই , তাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে “কেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি ?

🤔ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন থাকবে ? “

🙋‍♂️আমি আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর দিব । বাংলাদেশসহ পুরো বিশ্ব এখন ইন্টারনেট নির্ভর । আচ্ছা বলুন তো , আপনি শেষ কবে পত্রিকা পড়েছেন ?

🔰এখন কিন্তু মানুষ আগের মতো পত্রিকা পড়ে না , টিভি দেখে না । তারা এখন বেশিরভাগ সময় ইন্টারনেটের পেছনে দিচ্ছে । তাই কোম্পানিরা তাদের পণ্যের বিজ্ঞাপন অনলাইনে দিচ্ছে ।

🤎আর যেহেতু ক্রমান্বয়ে সব কিছু ইন্টারনেট ভিত্তিক হচ্ছে , তাই আমরা বলতে পারি যে ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়বে ।




#দক্ষতা_অর্জনের_গুরুত্

𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞𝐫 𝐅𝐚𝐡𝐢𝐦

🔰 Assalamualaikum,

✊ For those of us who want to do freelancing, a question often arises in their minds "Why is the demand for digital marketing high?"

🤔 What will be the demand of digital marketing in the future? "

🙋‍♂️I will answer this question for you today. The whole world including Bangladesh is now dependent on the Internet. So tell me, when was the last time you read a newspaper?

🔰 But now people don't read newspaper like before, they don't watch TV. They are now spending most of their time behind the internet. So companies are advertising their products online.

🤎 And since everything is gradually becoming internet based, so we can say that the demand for digital marketing will increase in the future.




বয়স কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আমাদের মেন্টালিটির ! ১৫ বছর বয়সেই কেউ লাখ টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ...
06/02/2023

বয়স কোনো ফ্যাক্ট না
ফ্যাক্ট হচ্ছে আমাদের মেন্টালিটির !
১৫ বছর বয়সেই কেউ লাখ টাকার মালিক আবার ৩০ বছর বয়সেও কেউ বেকার বসে ডিপ্রেশনে ভূগছে তাহলে এর কারন টা কি ? 🤔
পার্থক্য শুধু এত টুকুই কেউ অল্প বয়সেই নিজের দ্বায়িত্ব বুজে নিয়েছে এবং সঠিক ভাবে কাজ করে গিয়েছে।
🥹অন্যদিকে যে ব্যাক্তিটা ৩০ বছর বয়সেও বেকার সে হয়তো দ্বায়িত্ব নিতে একটু লেট করেছে।
ভাবছে সময় হলে সব দ্বায়িত্ব একবারে নিবে, এখন পড়াশোনা করার সময় অন্য কোনো চাপ মাথায় নেওয়া যাবে না নিলে পড়াশোনার ক্ষতি হবে। এরকম ভ্রান্ত ধারণা অনেকেরই!
আমি বলবো না, ছাত্র অবস্থায় আপনাকে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করতে হবে টুকটাক ইনকাম করার অভ্যাস করতে হবে।
শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে থাকলে চলবে না।
প্রয়োজনে আইটি স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। বর্তমানে এই স্কিল ছাড়া কোথাও ভালো কিছু করা সম্ভব না।
সুতরাং সময় থাকতে সচেতন হতে হবে অন্যাথায় বয়স বাড়ার সাথে সাথে বেকারত্বের গ্লানি টানতে হবে।


#তরুণ_উদ্যোক্তা🤝


𝗪𝗵𝗮𝘁 𝗜𝘀 𝗙𝗿𝗲𝗲𝗹𝗲𝗻𝗰𝗶𝗻𝗴 ?       ফ্রিল্যান্সিং হল ক্লায়েন্টদের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই নির্দিষ্ট কা...
11/01/2023

𝗪𝗵𝗮𝘁 𝗜𝘀 𝗙𝗿𝗲𝗲𝗹𝗲𝗻𝗰𝗶𝗻𝗴 ?


ফ্রিল্যান্সিং হল ক্লায়েন্টদের জন্য পূর্ণকালীন কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছাড়াই নির্দিষ্ট কাজ করা। ফ্রিল্যান্সাররা প্রায়ই একই সাথে বিভিন্ন ক্লায়েন্টের সাথে একাধিক প্রকল্প গ্রহণ করে। অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (IRS) ফ্রিল্যান্সারদের স্ব-নিযুক্ত ব্যক্তি হিসাবে বিবেচনা করে

ফ্রিল্যান্সাররা পার্ট-টাইম বা পূর্ণ-সময়ের ভিত্তিতে চুক্তির কাজ পরিচালনা করে এবং প্রায়শই প্রকল্প শুরু করার আগে চুক্তি স্বাক্ষর করে।

ফ্রিল্যান্সিংয়ের সাথে, ক্লায়েন্ট চুক্তির উপর নির্ভর করে প্রতি প্রকল্প, প্রতি টাস্ক বা প্রতি ঘন্টা অর্থ প্রদান করে। ফ্রিল্যান্স প্রজেক্টে সাধারণত স্বল্পমেয়াদী অ্যাসাইনমেন্ট জড়িত থাকে, যদিও সন্তুষ্ট ক্লায়েন্টরা প্রায়ই ফলো-অন কাজের জন্য অনুরোধ করে। বেশিরভাগ ফ্রিল্যান্স চাকরি দক্ষতা, পরিষেবা এবং সৃজনশীল খাতে পাওয়া যায়, যেমন কপিরাইটিং, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং এবং মার্কেটিং..!!

𝐅𝐫𝐞𝐞𝐥𝐞𝐧𝐜𝐞𝐫 𝐅𝐚𝐡𝐢𝐦 ফ্রিল্যান্সিং এর বিষয় আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেইজ টা ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ..!! 🌺🌺

যারা ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু কিভাবে শিখবেন বুজতে পারছেন না তারাই ইনবক্সে এ নক দিবেন বিস্তারিত জানিয়ে দেব!!🌺🌺

What is Freelancing?


Freelancing is doing specific work for clients without committing to full-time employment. Freelancers often take on multiple projects with different clients simultaneously. The Internal Revenue Service (IRS) considers freelancers to be self-employed

Freelancers perform contract work on a part-time or full-time basis and often sign contracts before starting the project.

With freelancing, the client pays per project, per task, or per hour, depending on the contract. Freelance projects usually involve short-term assignments, although satisfied clients often request follow-on work. Most freelance jobs are available in skilled, service and creative sectors, such as copywriting, programming, engineering and marketing..!!

𝐅𝐫𝐞𝐚𝐥𝐞𝐧𝐜𝐞𝐫 𝐅𝐡𝐡𝐢𝐦 to get more important information about freelancing, follow the page, thank you..!! 🌺🌺

Those who want to learn freelancing but can't understand how to learn, they will give this knock in the inbox, I will tell you the details!!🌺🌺

🍂🍂....ফ্রিল্যান্সিং কাজ কিভাবে পাবো.!! স্কিল ডেভলপ করার পর সবথেকে প্রয়োজন হলো কাজ পাওয়া। আপনি লোকাল বিভিন্ন কম্পানি গুলি...
06/01/2023

🍂🍂....ফ্রিল্যান্সিং কাজ কিভাবে পাবো.!!

স্কিল ডেভলপ করার পর সবথেকে প্রয়োজন হলো কাজ পাওয়া। আপনি লোকাল বিভিন্ন কম্পানি গুলিতে ফ্রিল্যান্সিং এর কাজ খুঁজে দেখতে পারেন, কিন্তু সবথেকে ভালো উপায় হলো অনলাইন ফ্রিল্যান্সিং সাইটগুলিতে একাউন্ট বানিয়ে নিজেদের সার্ভিস প্রোভাইড করা।

ফ্রিল্যান্সিং সাইটগুলিতে সারা বিশ্বের লোক নিজেদের প্রয়োজন মতন ফ্রিল্যান্সার নিয়োগ করে, এর ফলে আপনার কাজ পাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যায়। মনেরাখতে হবে আপনি যত ভালোভাবে সার্ভিসগুলি প্রোভাইড করবেন তার ওপর আপনার রেটিং বা জনপ্রিয়তা নির্ভর করবে। রেটিং ভালো থাকলে বেশি করে কাজ পাবেন আর খারাপ থাকলে পাবেন না।

প্রতিযোগিতা সব ক্ষেত্রেই রয়েছে, তাই যেই বিষয়ে আপনি সত্যি পারদর্শী সেই বিষয়েই কাজ করুন। নিজের স্কিল ঠিকমতন ডেভলপ না করে কাজ করতে গেলে খারাপ রেটিং পাওয়ার সম্ভাবনা খুবই বেশি যা পরবর্তীতে আপনার কাজ না পাওয়ার কারন হতে পারে।

ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে পাবো –
সাধারণত ফ্রিল্যান্সিং করা হয় বিভিন্ন অনলাইন ফ্রিল্যান্সিং সাইটগুলি বিশ্বব্যাপী কাজ করে ফলে সেখানে পেমেন্ট হিসাবে USD ব্যবহার করা হয়। তবে বেশ কয়েকটি বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেম রয়েছে যেগুলির মাধ্যমে আপনি আপনার উপার্জেনের টাকা নিজের কারেন্সিতে নিজের ব্যাংক একাউন্টে পায়ে যাবেন।

ফ্রিল্যান্সিং এ একটা প্রজেক্ট এর জন্য $5 থেকে শুরু করে $100 বা তারও বেশি টাকা উপার্জন করা যেতে পারে। টাকার পরিমান নির্ভর করে আপনি কি কাজ করছেন এবং তাতে আপনি কতটা পারদর্শী..!!🌺🌺

💥পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস। ✅ইন্টার্নীতে থা...
05/01/2023

💥পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

✅ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি।
✅আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থা #*ড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।

✅যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার

 #হ্যাপি ফ্রিল্যান্সিং লাইফ 🥰 #বই পড়লে জ্ঞানী হয় জ্ঞানী লোক বেকার রয় #আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ❝job oriented❞ নয় ব...
05/01/2023

#হ্যাপি ফ্রিল্যান্সিং লাইফ 🥰
#বই পড়লে জ্ঞানী হয় জ্ঞানী লোক বেকার রয় #

আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ❝job oriented❞ নয় বরং
❝degree oriented❞এরপ্রভাবে বাংলাদেশ শিক্ষিত বেকার এর হার বৃদ্ধি পাচ্ছে।

গ্রামের এর একটা প্রবাদ ছিল অল্প বিদ্যা ভয়ংকর বাট এখন ডিজিটাল বাংলাদেশের মনে হয় সুশিক্ষিত জাতি একটা উন্নত দেশের জন্য ভয়ঙ্কর অবস্থা প্রাণী যা বিলুপ্ত ডাইনোসরের চেয়েও ভয়ঙ্কর।
সো আমরা শিক্ষিত বেকার হতে চাই নাহ,আমরা দেশ এর বুঝা হইতে চাই নাহ,আমরা মূর্খ হইয়ে দেশ ও জাতীয় উন্নয়ন জন্য কাজ করতে চাই।

আমরা না হয় আনগ্রেজ্যুয়েট পারসন বাংলাদেশের।বাট আমরা শিক্ষিত বেকার নাহ🥰

আপনারা শিক্ষিত বেকার হতে রাজি বাট কর্ম করতে রাজি নাহ।
# ফ্রিল্যান্সিং লাইফ ইজ বেস্ট 🥰
#হ্যাপি লাইফ 🥰

💥 বর্তমান বিশ্ব যেহেতু ইন্টারনেট নির্ভর হয়ে উঠছে, দক্ষ গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বাড়ছে।⭐ একজন দক্ষ গ্রাফিক ডিজাই...
02/01/2023

💥 বর্তমান বিশ্ব যেহেতু ইন্টারনেট নির্ভর হয়ে উঠছে, দক্ষ গ্রাফিক ডিজাইনের চাহিদা দিন দিন বাড়ছে।

⭐ একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার একটি কোম্পানির অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে অনেক দূর এগিয়ে যেতে পারেন। এই বাস্তবতা উপলব্ধি করে অনেক কোম্পানি গ্রাফিক ডিজাইনের প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করেছে।
⭐ তাই, অনলাইন মার্কেটপ্লেস এবং চাকরির বাজারে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা বেশি। গ্রাফিক ডিজাইন শেখার মাধ্যমে আপনি স্বাবলম্বী হতে পারেন এবং একজন ফ্রিল্যান্সার বা চাকরির অধিকারী হিসেবে কাজ করতে পারেন।

⭐ আপনি যদি গ্রাফিক ডিজাইন সেক্টরে নিজেকে দক্ষ করে তুলতে চান, তাহলে আমাদের এই কোর্সটি আপনার প্রথম পছন্দ হতে পারে

✨ As the current world is becoming internet dependent, the demand for skilled graphic design is increasing day by day.

⭐ A skilled graphic designer can go a long way in strengthening a company's online presence. Realizing this fact, many companies have started to feel the need for graphic design.

⭐ Hence, graphic designers are in high demand in the online marketplace and job market. By learning graphic design you can also become self-reliant and work as a freelancer or job holder.

⭐ If you want to make yourself proficient in the graphic design sector, then this course of ours can be your first choice

31/12/2022

ভাই, বিদায় মানেই দায়।
ছোট্ট এই জীবন থেকে মহামূল্যবান একটা বছর বিদায় নিয়ে যাচ্ছে,
এটা সুখের নাকি শোকের,বন্ধু?

31/12/2022

//হ্যারা আসমানে বাজি না ফুটায়া যদি আমাগো শরিলে মারতো তাইলে ইট্টু গরম লাগত, তাই নারে মা?// --শীতে কাতর এক পথশিশু..!!🥲🌺

👉আসনু আমরা জানি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আয় করা যায়...!!🌍ফ্রিল্যান্সিং-এ  বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "ব...
31/12/2022

👉আসনু আমরা জানি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আয় করা যায়...!!

🌍ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"।

💰বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশের ফ্রিল্যান্সেররা।

👉সেটা বাংলাদেশ সরকার ২০২৫ এর মধ্যে ১০০০ মিলিয়ন ডলার হবে বলে মনে করেন।

👉তাই আজই বেকারত্ব জীবনকে বিদায় জানিয়ে ফ্রিল্যান্সিং শুরু করুন, "

👉চাকরি নয় ফ্রীল্যান্সার হন ফ্রিল্যান্সিয়ের মাধ্যমে হাজার হাজার টাকা আয় করুন।🌐

👉এখন ছাত্র থেকে শিক্ষক প্রায় সবাই-ই ঝুঁকছে ফ্রিল্যান্সিং পেশায়। এই মুক্তপেশাকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিজের স্কিল ডেভেলপের মধ্যে দিয়ে আপনিও হতে পারেন একজন টপ ফ্রীল্যান্সার।
ইনশাআল্লাহ 🤲

👉কিছুদিনের মধ্যে ফ্রিল্যান্সাররা প্রথম স্থান দখল করবে।🌍ফ্রিল্যান্সিং-এ বিশ্ব র‍্যাংকিং এ দ্বিতীয় স্থানে আছে "বাংলাদেশ"😍

👩‍💻ফ্রিল্যান্সিং বিষয় কারো প্রশ্ন থাকলে বলতে পারেন😊😊


💥ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:-✅ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কো...
30/12/2022

💥ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:-

✅ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

✅ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

✅কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি টাকা।

✅মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

✅একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

✅কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

✅কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

💥প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে😇

☆☆☆ সফলতার ১০ শর্ত:১. প্রতিদিন অন্তত ১% করে হলেও নিজেকে উন্নত করো, বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন ৩৬৫%।২. সাফল্য তখনই আসে...
29/12/2022

☆☆☆ সফলতার ১০ শর্ত:
১. প্রতিদিন অন্তত ১% করে হলেও নিজেকে উন্নত করো, বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন ৩৬৫%।
২. সাফল্য তখনই আসে, যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটাই কোন কাজে বিলিয়ে দেয়।
৩. মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে আর সেটা পায় না যেটার জন্য সে চেষ্টা না করে কেবল স্বপ্নই দেখে।
৪. জীবনে যার লক্ষ্য যত বড় তার সফলতাও তত বড়, তাই নিজের লক্ষ্যকে বড় করো- সফল তুমি হবেই
৫. মানুষের জীবনে সমস্যা আসে সফলতার দ্বার খুলে দিতে, যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে সমাধানের পথ খুঁজে পাবে না।
৬. সঠিক সিদ্ধান্ত অনেক সময় ভুল হয় যদি সিদ্ধান্ত নিতে দেরি হয়! সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে- সফল তুমি হবেই।
৭. জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবেই, যেদিন তুমি ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে।
৮. জীবনে কখনো হাল ছেড়ে দিও না! যে হাল ছেড়ে দেয় সে কখনো জিতে না, আর যে জিতে, সে কখনো হাল ছেড়ে দেয় না।
৯. পরিশ্রম সফলতার চাবিকাঠি! যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সফলতা তার কাছে এসে ধরা দেয়।
১০. যত দূরেই এগো না কেন, জীবনে কখনো এক জায়গায় থেমে থেকো না- চলতে থাকলে সফল একদিন হবেই।।।

অনেক অসত্য নিউজের ভীড়ে একখানা সত্য নিউজ পেলাম, //দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে। গরু বেশি ছাগল কিঞ্চিৎ কম বেড়েছে// ছাগল ক...
29/12/2022

অনেক অসত্য নিউজের ভীড়ে একখানা সত্য নিউজ পেলাম, //দেশে গরু ছাগলের সংখ্যা বেড়েছে। গরু বেশি ছাগল কিঞ্চিৎ কম বেড়েছে//
ছাগল কম কেনে? নাকি এখানেও...!?🐸

Greetings everyone! Sharing for those who are interestedStart your freelancing journey with us!! 💜  From Home Jobs
29/12/2022

Greetings everyone! Sharing for those who are interested

Start your freelancing journey with us!! 💜

From Home Jobs

Address

Dammam

Telephone

+966597089554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gᴀᴍɪɴɢ Wɪᴛʜ Fᴀʜɪᴍ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share