
26/02/2023
🔰আসসালামুয়ালাইকুম,
✊আমাদের যারা ফ্রিল্যান্সিং করতে চাই , তাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে “কেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বেশি ?
🤔ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন থাকবে ? “
🙋♂️আমি আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর দিব । বাংলাদেশসহ পুরো বিশ্ব এখন ইন্টারনেট নির্ভর । আচ্ছা বলুন তো , আপনি শেষ কবে পত্রিকা পড়েছেন ?
🔰এখন কিন্তু মানুষ আগের মতো পত্রিকা পড়ে না , টিভি দেখে না । তারা এখন বেশিরভাগ সময় ইন্টারনেটের পেছনে দিচ্ছে । তাই কোম্পানিরা তাদের পণ্যের বিজ্ঞাপন অনলাইনে দিচ্ছে ।
🤎আর যেহেতু ক্রমান্বয়ে সব কিছু ইন্টারনেট ভিত্তিক হচ্ছে , তাই আমরা বলতে পারি যে ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বাড়বে ।
#দক্ষতা_অর্জনের_গুরুত্
𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞𝐫 𝐅𝐚𝐡𝐢𝐦
🔰 Assalamualaikum,
✊ For those of us who want to do freelancing, a question often arises in their minds "Why is the demand for digital marketing high?"
🤔 What will be the demand of digital marketing in the future? "
🙋♂️I will answer this question for you today. The whole world including Bangladesh is now dependent on the Internet. So tell me, when was the last time you read a newspaper?
🔰 But now people don't read newspaper like before, they don't watch TV. They are now spending most of their time behind the internet. So companies are advertising their products online.
🤎 And since everything is gradually becoming internet based, so we can say that the demand for digital marketing will increase in the future.