Ahdia's world

Ahdia's world Ahdia Siddique...

আজকে বিশ্বজুড়ে ২৪,০০০ এরও বেশি বিমান একসাথে একই সময় ট্র্যাক করা হলো।বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে, সম্ভবত আজকের দিনট...
19/06/2025

আজকে বিশ্বজুড়ে ২৪,০০০ এরও বেশি বিমান একসাথে একই সময় ট্র্যাক করা হলো।

বর্তমান প্রবণতার উপর ভিত্তি করে, সম্ভবত আজকের দিনটি সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইটের জন্য একটি দৈনিক রেকর্ডও তৈরি করবে।

Kindness makes you the most beautiful person in the world no matter what you look like.😘
19/06/2025

Kindness makes you the most beautiful person in the world no matter what you look like.😘

Breaking news 🌧️বৃষ্টিহীনতার আয়রন ডোম ভেদ করে খুলনা বিভাগে আঘাত হেনেছে শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম। তবে  উত্তপ্ত খুলনায় ...
18/06/2025

Breaking news 🌧️
বৃষ্টিহীনতার আয়রন ডোম ভেদ করে খুলনা বিভাগে আঘাত হেনেছে শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম। তবে উত্তপ্ত খুলনায় এত বৃষ্টি যেন মরুভূমিতে প্রাণ ফিরে আসার মতো।

এবার এপ্রিল থেকেই সারাদেশে ব্যপক বৃষ্টি হলেও খুলনা বিভাগ যেন ছিলো একদমই অবহেলিত। কারন এখানে শুধু নামমাত্রই বৃষ্টি হতো।

কয়েকদিন ধরেই খুলনা বিভাগ নিয়মিত মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে তীব্র ভ্যাপসা গরম কমে জনমনে স্বস্তি ফিরে এসেছে।কিছুকিছু জায়গায় জলাবদ্ধতায় সাময়িক ভোগান্তি তৈরি হলেও সেটা যেন বৃষ্টির এই আনন্দের কাছে কিছুই নয়।

তবে শুধু খুলনা বিভাগই নয় এবার বৃষ্টি হবে সারাদেশে। ১৬-২৮ জুনের মধ্যে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই।
সেটা হলো বৃষ্টি বলয় রিমঝিম শুরু হলেও সে কিন্তু তার সর্বোচ্চ শক্তি এখনো প্রদর্শন করেনি।
সে তার আসল রূপ দেখাতে পারে ২২-২৭ জুনের মধ্যে।

তখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো অঞ্চলের জনগনই আর আশাহত থাকবেন না।
উল্টো চিন্তার ভাজ পড়তে পারে কপালে।

কারন ঐ সময়ে অতিরিক্ত বৃষ্টির ফলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অতি বন্যা প্রবন নিচু এলাকায় সাময়িক বন্যা পরিস্থিতির তৈরি হতেপারে।

তাই কোনো গুজবে আতঙ্কিত না হয়ে নিয়মিত আমাদের আপডেট গুলো ফলো করুন।পাশাপাশি অবশ্যই আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকল সতর্কতা মেনে চলুন।

এই মুহুর্তে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি চলছে।আজকে এই ৩ বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বর্ষন হতেপারে।
তাই আপাতত উপভোগ করুন বর্ষার রিমঝিম এই ধারা ❤️
ধন্যবাদ
Bangladesh weather observation team Ltd

18/06/2025

সৌদির কর্নেশ পারের পেংগুইন এর হাটা।।।

বনের রাজা সিংহ ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল: কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। সব ছ...
16/06/2025

বনের রাজা সিংহ ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিল: কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না। সবার জন্য যথাযথ শিক্ষা নিশ্চিত করতে হবে। সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে। পড়াশুনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।

শুরু হলো শিক্ষা অভিযান!
হাতির বাচ্চা স্কুলে এলো। বাঁদর, কচ্ছপ, উট, হরিণ, মাছ, জিরাফ, সবার বাচ্চাই স্কুলে পৌঁছে গেল। ধুমধাম করে চলছে পড়ালেখা।‌

ক্লাস টেস্টে হাতির বাচ্চা ফেল।

"কোন সাবজেক্টে ফেল?", হাতি এসে প্রশ্ন করে।‌
"গাছে ওঠা সাবজেক্টে", স্কুল কর্তৃপক্ষের জবাব।

হাতি পড়ল মহা চিন্তায়। তার ছেলে ফেল? এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ভালো টিউটর নিয়োগ করতে হবে। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।

হাতির এখন একটাই টেনশন, যেভাবেই হোক, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে! 'গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।

ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট বের হলো। দেখা গেল হাতি, উট, জিরাফ, মাছ, সবার বাচ্চাই ফেল।

বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে। প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি, উট, জিরাফ নিজ নিজ সন্তানকে বেদম পিটুনি দিল।
এত টিউশন, এত খরচ, এর পরেও এই রেজাল্ট!

- ফাঁকিবাজ, এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না? অপদার্থ কোথাকার। বাঁদরের বাচ্চার কাছ থেকে শিক্ষা নে, কিভাবে গাছে চড়তে হয়!

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল, কেবলমাত্র সাঁতার কাটা ছাড়া।

প্রিন্সিপাল বলল, আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম। পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না।

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত দৃষ্টি হেনে তাকিয়ে রইল।

ছেলে বলে, "মা, দম নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না?"

মাছ বলে, "চুপ কর বেয়াদব। এত ভালো স্কুল আর কোথাও পাবি? পড়াশোনায় মন দে, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না!"

হাতি, উট, জিরাফ, নিজের নিজের ফেল্টুস বাচ্চাকে ধোলাই দিতে দিতে দিতে বাড়ি ফিরে চলেছে। পথের মধ্যে শিয়ালের সঙ্গে দেখা।

শিয়াল বলে, "কি হয়েছে সেটা তো বলো!"

হাতি বলে, এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না। বাঁদরের ছেলে টপার হলো, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকল না!

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।
কোনমতে হাসি থামিয়ে বলে, "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌। শোনো হাতি ভায়া, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো, গাছের সবচেয়ে বড় ফলটি পেড়ে ভক্ষণ করো। তোমার গাছে ওঠার কি দরকার?"

"উট ভাই, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে। ঘাড় বাড়িয়ে দাও, গাছের সেরা ফলপাতাগুলো পেড়ে খাও।"

"বোন মাছ, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও। ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও। দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে। সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করবে। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না। ও মারা যাবে।

মনে রাখতে হবে, শিক্ষা আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য আপনার সন্তান নয়। প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে। আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা, তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

16/06/2025

বাবার কোন দিবস হয়না, আমি সব সময় বাবা কে ভালবাসি। ইফেক্ট তোমার থেকে বেশিই ভালবাসি আম্মু। ।
বানীতে আহদিয়া
Ahdia's world

16/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

15/06/2025
14/06/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤ like follow diay আসবো

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ayman Maliha, Ibn Siddiq Mahadi, Monir H...
02/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ayman Maliha, Ibn Siddiq Mahadi, Monir Hossain

02/05/2024

সূরা কুরাইশ কুরআনের ১০৬ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি।
সূরাটি মক্কায় আধিপত্য বিস্তারকারী কুরাইশ গোত্রকে তাদের নিজেদের ভবিষ্যতের স্বার্থে আল্লাহর সেবা করার জন্য আহ্বান জানায়। এটি 4টি আয়াত সম্বলিত দুটি সূরার একটি; অন্যটি আল-ইখলাস। এটি পূর্ববর্তী সূরা আল-ফিলের সাথে একটি জুটি গঠন করে, যা কুরাইশদেরকে আল্লাহ তাদের দেওয়া অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়।

Shout out to my newest followers! Excited to have you onboard! মোশাররফ হোসেন রিয়াদ, MD Nuralom MD Nuralom, Mohammad Mah...
30/04/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! মোশাররফ হোসেন রিয়াদ, MD Nuralom MD Nuralom, Mohammad Mahin, Fewana Akter Riya, Raisa Akter Keya, Piyoush Quit, MD Rahul Sheikh, Mohommad Munna, Naziya Noor, Faizun Nesha Lorin

Address

Dammam

Telephone

+8801685031713

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahdia's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahdia's world:

Share