MASUD RANA Page

MASUD RANA Page Please Follow and Like My Page

13/03/2025

নিজেকে যতই বোঝাতে যাই, পুরনো স্মৃতিগুলো ততই বুকের বিতের আষ্টেপৃষ্টে ধরে রাখতে চায়!
30/12/2024

নিজেকে যতই বোঝাতে যাই, পুরনো স্মৃতিগুলো ততই বুকের বিতের আষ্টেপৃষ্টে ধরে রাখতে চায়!

কচু পাতা দেখেছেন নিশ্চয়ইউপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরাতেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জন...
29/12/2024

কচু পাতা দেখেছেন নিশ্চয়ই
উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা
তেমনি কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা

কথায় বলে ভালবাসার মরন হয় না। একটি নারীর ভালোবাসা পুরুষের জীবনকে সুন্দর এবং রোমান্টিক করে তোলে।
29/12/2024

কথায় বলে ভালবাসার মরন হয় না। একটি নারীর ভালোবাসা পুরুষের জীবনকে সুন্দর এবং রোমান্টিক করে তোলে।

কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে, সত্য বলে কাঁদানো অনেক ভালো।
28/12/2024

কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে, সত্য বলে কাঁদানো অনেক ভালো।

28/12/2024

বিদায়
আমি কবিতায় বাঁধি সংসার,
কবিতায় রচি ঘর।
কবিতা যখন পাশাপাশি হাঁটে আসুক তুমুল ঝড়।
কিন্তু, কবিতা বড়ো ভাববাদী, পেট ভরে না তো তাতে। কবিতা তোমায় বিদায় দিলাম তুমুল ঝড়ের রাতে।
তুমি তো পারোনা দিতে ফল ছায়া আর নিরাপদ আশ্রয়।
তাই তো তোমার হাতটা ধরতে লাগছে ভীষণ ভয়। আজকে আমার বাস্তব মাটি নড়বড়ে মনে হয়।
অভাবী প্রেমিক কবিতাকে তাই বলছে আজ বিদায়।

মাসুম রানা💘👭👭

28/12/2024

“ কিছু কথা ভাবতে ভাবতে
চোখে এলো জল,
জলকে বলিলাম
তুই হঠাৎ কেন বাইরে এলি বল?
জল বললো চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়,
কি করে সইবো বলো এত কষ্টের ভীড় ??
💔🥀😢🥺

MASUD RANA Page

সুখ পাখি তুই কোথায় গেলি আমায় একা রেখে।
28/12/2024

সুখ পাখি তুই কোথায় গেলি আমায় একা রেখে।

বাংলা কবিতা - MASUD RANA Page কবিতা সম্পর্কে কিছু কথাকিছু কিছু দুঃখ, কিছু কিছু সুখ ভেসে উঠে দু'চোখে কিছু কিছু মুখ।কিছু ক...
27/12/2024

বাংলা কবিতা - MASUD RANA Page
কবিতা সম্পর্কে কিছু কথা
কিছু কিছু দুঃখ, কিছু কিছু সুখ ভেসে উঠে দু'চোখে কিছু কিছু মুখ।
কিছু কিছু রাগ আর কিছু কিছু আশা কিছু কিছু স্বপ্ন আর কিছু ভালোবাসা।
কিছু কিছু হতাশা, কিছুটা বিবেক কিছু কিছু ভাবনা, কিছুটা আবেগ।
কিছু কিছু কষ্ট, কিছুটা বেদন কিছু কিছু নিরাশা, কিছুটা কাঁদন।
যা ভাবি সবই লিখি আবেগ যে সবই তা এসব নিয়েই আমার ক্ষুদ্র কবিতা।

27/12/2024

স্বপ্ন দেখে পৌলোমী
এখানে ঘাসের বড্ড বাড়, তবু ফুটতে চাইছে পদ্ম ফুল। তার মাঝে তুই তুলতে গেলি সব্বোনেশী গোলাপফুল?
এ ফুল কার? কার ফুল মা? কে ফোটায় অমন মরণবীজও?
কোন পুজোতে সাজায় ওরা? পুজোয় বসেন কেমন দ্বিজ?
ও আমাদের যন্ত্রণা মা, ওই পুজোয় মোদের বড্ড খরচ। এবার থেকে ফুল নয় মা, শুধু বেঁচে থাকার স্বপ্ন কুড়োস।
মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, ভোরের স্বপ্ন দেখে পৌলোমী। জাদুর ছোঁয়ায় হাত ফিরেছে, রঙ্গীন ফুল ঢেকেছে বন ভূমি।

Address

Dammam

Telephone

+966530105751

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUD RANA Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MASUD RANA Page:

Share