MD Sagor Khin

MD Sagor Khin Digital Content creator block

22/05/2023

কেউ যদি প্রেমে ছেকা খেয়ে থাকেন তাহলে গানটা আপনার জন্য আপনার মন ভালো রাখার জন্য গানটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর page টা follow করতে ভুলবেন না আশা করি ধন্যবাদ

06/04/2023

হারিয়ে_খুজবে_আমায়
পর্ব_০২
সানজিদা ইসলাম

শাফিন ভাবছে কি করে পারল ও অনুর গায়ে হাত তুলতে দোষ তো তারই ছিল। গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে হয়তো ভালোবাসাটা নেই আগের মত। আচমকা শাফিন তার হাতে আঘাত করতে লাগলো এই হাত দিয়ে সে অনুকে মেরেছে কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে কিন্তু সেতো অনুকে ভালবাসেনা তাহলে কেন এমন হচ্ছে ?মায়ায় পরে? হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে তাই তার কষ্ট হচ্ছে।

মেয়েটার তো কোন দোষ নেই ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে শাফিনের ভালোলাগা খারাপ লাগা নজর দিয়েছে। অসুস্থ হলে সেবা করা,সকালে অফিসে যাওয়ার আগে সবকিছু গোছগাছ করা,রাত্রে নিজে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা সর্বোচ্চ চেষ্টা করেছেন মেয়েটা।

কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানে ভালোবাসাটা হারিয়ে গেছে মন থেকে।প হয়তো ইরার ঝাঁঝালো রুপ দেখে। তার স্টাইল দেখে কথাবার্তার আচরণ সবকিছুতেই শাফিন মুগ্ধ হয় যা আগে অনুর জন্য হত।

অনু মেয়েটা বড্ড সেকেলে সবসময় শাড়ি পড়ে থাকে। বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকে রান্না করে। সব কাজের জন্য শাফিনের ওপর নির্ভর থাকে। সবকিছুতে তাই অনুমতি লাগবে নিজস্ব কোন স্বাধীনতা নেই মেয়েটার মাঝে। বেশি সাজগোজ পছন্দ না তার হালকা কাজল আর কপালে টিপ, কাচের চুড়ি আর হালকা লিপস্টিক এই তার সাজ। সবসময় সাধারণ থাকতে পছন্দ করে সে। অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সাজে যেত, তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইত না,মিশতে চাইতো না,যা মাঝে মাঝে শাফিনকে বিব্রত করে দিত। তাইতো সে তাকে পার্টিতে নিত না।

অন্যদিকে ইরা মেয়েটা যেন কোন মডেলের থেকে কম নয় অফিসে সব সময় টিপ টপ করে চলে সবার সাথে হাসিমুখে কথা বলে যে কোন পার্টিতে সে থাকে মধ্যমণি তার রূপের চর্চা সবার মুখে মুখে আর সেই মেয়েটা শাফিন কে প্রপোজ করে তাইতো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুকেছে। আর সব থেকে বড় যা শাফিনকে মুগ্ধ করেছে তা হলো স্বাধীনতা মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে কারো উপর নির্ভর না। ফিজিক্যাল রিলেশনে যেতে চাইনি শাফিন ডিভোর্সের আগে কিন্তু ইরাক জোরজবস্তি করায় সে আর না করতে পারেনি এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ তারপর কোন ঘোরে জানো তাদের মধ্যে সম্পর্কটা হয়ে যায়।কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর শাফিন বিষণ

স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হ...
06/04/2023

স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু। তার স্বামী একটি মেয়ের সাথে বিবস্ত্র অবস্থায় শুয়ে আছে। হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনেই ফিরে তাকায় ও চমকে যায়। তাড়াতাড়ি করে এলোমেলো ভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশ রুমে চলে যায় অনুর স্বামী শাফিন কোন রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে

শাফিন:অ...অন..অনু তু..তুমি আজকে? তোমা.. তোমার তো পরশু আসার কথা ছিল।

অনুর বুক ফেটে কান্না আসছে তারপরেও নিজে কান্না কে সংযত রেখে সে বলল,

অনু: কেন আজকে এসে তোমাদের এই অবস্থায় দেখে কি খুব বেশি সমস্যা করে দিলাম?

শাফিন: দেখো অনু আই ক্যান এক্সপ্লাইন..
এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়ে টি বেরিয়ে এল অনু আর নিজেকে ঠিক রাখতে পারল না অঝোরে কান্না করতে লাগল আর আচমকা গিয়ে মেয়েটির গালে চর দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো

অনু: এই মেয়ে তুমি কে?এখানে এভাবে কি করছিলে? আর কতদিন ধরে চলছে এইসব? তোমাদের লজ্জা করে না এসব করতে?

এইবার শাফিনের দিকে ফিরে, আপনার শরীরে এতই তেজ যে তিন দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না,যে শরীরের তেজ মিটাতে পতিতা ঘরে তুললেন?
এইবার মেয়ে টি ফুসে উঠে বেশ ঝাঁঝালো কন্ঠে বলল,
মেয়ে: শাফিন তুমি চুপ করে বসে আছ কেন? তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে তুমি কি তাকে কিছু বলনি আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্স ব্যাপারে?
কথাটি শুনে অনুর মাথায় আকাশ ভেঙ্গে পরল,

শাফিন:ইরা সোনা আসলে আমি সময় পাইনি ওকে বলার। আমি ঠিক করেছিলাম ও বাবা বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যপারে কথা বলবো।
এর আগেই..

অনু: ডিভোর্স কিসের ডিভোর্স শাফিন কি বলছে এই রাস্তার মেয়েটা, একটা রক্ষিতার কথায় তুমি আমা..ঠাসসসস
আর কিছু বলতে পারল না অনু তার আগেই শাফিন এলোপাথাড়ি মারতে লাগল,

শাফিন: তোর সাহস তো কম না তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস রক্ষিত বলছিস। আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবি, বলে আর শাফিন ঘরে থাকলো না বাইরে বের হয়ে গেল।

এবার ইরা অনুর সামনে গেল
ইরা: দেখলে তো কার স্থান কোথায়, হুহ
তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে।

দরজার পাশে বসে কান্না করছে অনু ওঠার শক্তি টুকু নেই শরীরে এর আগে কখনো গায়ে হাত তোলে নি শাফিন। কখনো জোর গলায় কথা পর্যন্ত বলনি। আর আজ সব শেষ হয়ে গেল কি কমতি ছিল তার মধ্যে?

কিছুদিন ধরেই অনু শাফিনের ব্যবহার লক্ষ করছিল আগে অনু দুষ্টুমি করলে শাফিন খুশি হতো আর এখন বিরক্ত হয় । প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা সোনায় যার তার সাথে তুলনা করে আর খারাপ ব্যবহার করে। কিন্তু কিছুক্ষণ পর আবার মাফ চেয়ে নিত বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে। তাই অনু শাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল।

শাফিন আর অনু বিয়ে ছিল প্রেমের বিয়ে। দুই বছর সম্পর্কের পর শাফিন আর অনু পালিয়ে বিয়ে করে। শাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি। তাইতো 22 বছরের ভালোবাসাকে পায় ঠেলে শাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল ভেবেছে কিছুদিন পর সবাই মেনে নেবে আর মেনে নিয়েছিল তাদের বিয়ের এক বছর পর।

শাফিনের পরিবার বলতে ওর মা বড় ভাই ভাবি ছিল কিন্তু চাকরি হবার পর শাফিন আলাদা হয়ে যায়। অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না। উঠতে-বসতে নানা ধরনের কথা শোনা তো।ভালো ব্যবহার করতেন না কিন্তু তবুও কখনোই তার মুখের উপরে কোন কথা বলেনি ,তার সব কথা মানতে চেষ্টা করতো অনু। যথেষ্ট সম্মান করতো অনু তার শাশুড়িকে।

শাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর।সম্পর্কে জা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল দুই বোনের মত। অনু ভাবীর নাম রিধি।অনু বাবা-মায়ের একমাত্র সন্তান আর রিধি অনুকে নিজের ছোট বোনের মত স্নেহ করতো। আর শাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মত আদর করত।

বিয়ের এক বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয় অনুকে তাই প্রায়ই যাওয়া-আসা করত কিন্তু থাকতে পারত না শাফিনের কারণে। তাঁর কথামতো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না। তাই অনু সারাদিন তার বাবার বাসায় থাকলেও রাতে শাফিন তাকে নিয়ে যেত।

কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছু দিনের জন্য থাকতে গিয়েছিল।আর দুদিন পর আসার কথা ছিল। কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয়। রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগন্যান্ট। তার জন্যই অনু শাফিনকে সারপ্রাইজ দিতে দুদিন আগেই বাসায় এসেছিল কিন্তু তারপর যা হল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিলোনা।

অনুর শরীরের আঘাতের থেকে মনের আঘাত টা বেশি ছিল সে শাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না।

বহুকষ্টে উঠে দাঁড়ালো অনু।তারপর বারান্দায় দোলনায় বসে পরলো।তার প্রেগনেন্সির খবর আর দেওয়া হলোনা শাফিনকে। শাফিনের সাথে কথা বলতেই হবে তার পর সে যাবে শাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে শাফিনকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল অনু জানেনা।
অন্যদিকে শাফিন ভাবছে.....

চলবে....?

হারিয়ে_খুজবে_আমায়
পর্ব_০১
ইফরান মাহমুদ সবার সারা পেলে পর্বতি পরবো দিবো

পুড়ে ছাই হয়ে নি:স্ব, অসহায়, হতাশ, কপর্দকহীন, বে সাহারা, বুকফাটা আর্তনাদে চোখের পানিতে বুক ভাঁসিয়ে আকাশের দিকে মুখ তুলে ত...
05/04/2023

পুড়ে ছাই হয়ে নি:স্ব, অসহায়, হতাশ, কপর্দকহীন, বে সাহারা, বুকফাটা আর্তনাদে চোখের পানিতে বুক ভাঁসিয়ে আকাশের দিকে মুখ তুলে তখনো বলছে "ওরে আল্লাহরে!" "ও আমার মাবুদ!" "আমার সব কিছু শেষ হয়ে গেছে দয়ার আল্লাহ!"
যারা সহায় সম্বল হারিয়েও তোমায় ডাকে এই বান্দাগুলির উপর তুমি দয়া না করলে আমরা কোথায় যাবো মাবুদ! হে আরশের মালিক আমাদের ফরিয়াদ কবুল করো।

26/03/2023

হে আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘর দেখার এবং তোয়াফ করার তৌফিক দান করুন আমীন

Address

Dammam King Fahad International Airport
Dammam

Alerts

Be the first to know and let us send you an email when MD Sagor Khin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Sagor Khin:

Share