
29/07/2025
ওনাকে নিয়ে আর কারো কোন চিন্তা নেই। আর কাউকে কোন কষ্ট দিবে না। চিরতরের জন্যই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন মক্কা মিস ফালা ব্রিজের নিচে পড়ে থাকা এই যুবক সাইফুল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাইফুল রিয়াদে কাজ করতেন। কাজে থাকা অবস্থায় সে অসুস্থ হয়ে গেলে সেখান থেকে বেতন নিয়ে মক্কায় যায়। দালাল ধরে দেশে চলে যাওয়ার জন্য। তবে যে দালালকে টাকা দিয়েছে সে দালাল সাইফুলের টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এক পর্যায়ে সাইফুলের কাছে কোন টাকা পয়সা না থাকার কারণে, অসুস্থ শরীর নিয়ে সে পড়ে থাকেন মক্কার মিসফালা ব্রিজের নিচে। এই তীব্র গরমে সাইফুলের অবস্থা আরো করুণ হয়ে যায়। সাইফুলের বিষয়টি জানতে পেরে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী আমরা যখন আমাদের পেজে পোস্ট করি, এর দুইদিন পরেই মোহাম্মদ শিপন নামে এক প্রবাসী সাইফুলকে ব্রিজের নিচ থেকে তুলে নিয়ে তার দায়িত্ব নেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তী সাইফুলের পরিবারের সাথে আলাপ করে তাকে দেশে পাঠানোর জন্য মক্কা থেকে আল কাছিম দিয়ে আসেন। সেখানে কথা ছিল তাকে ২/৩ দিনের মধ্যে দেশে পাঠাবে। কিন্তু সর্বশেষ জীবিত আর দেশে ফেরা হলো না সাইফুলের।
এর দায় কে নিবে?
আমার দেশের সিস্টেম এর কারণে এমন আর কতো সাইফুল এর জীবন বলি দিতে হবে, বলতে পারেন কেউ?
© আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী
#প্রবাসি