Alamin The Mezo Bhai

Alamin The Mezo Bhai ঘড়ি মানুষকে 'সময়' দেখায়, আর 'সময়' মানুষের আসল রূপ দেখায়।⏰🗿

22/11/2025

এটা খুবই স্বাভাবিক, আপনি আপনার জীবন থেকে বহু মানুষকেই হারিয়ে ফেলবেন। বহু মানুষের ডাবল ফেইস দেখবেন। সব দিক দিয়ে চরম ভাবে হতাশ হয়ে আপনার কাছে আসবে। নিজের সর্বচ্চটুকু দিয়ে আপনি তার জন‍্য করবেন। কিন্তু এরপর….যখন সব কিছু ঠিক হয়ে যাবে, তাদের চিনেও না চেনার অভিনয় তত প্রকট হবে।

বহু মানুষ এমন আছে যারা ভুল বুঝবে। ভুল বোঝার উপরই তারা অটল থাকবে। আপনি শত চেষ্টা করেও তাদের ভুল ভাঙাতে পারবেন না।

আসলে এটার নামই জীবন। মানুষের এই যে নানা রকম চরিত্র, এগুলো আমাদের এটাই শিখিয়ে দেয়, যা চৌদ্দশ বছর আগে আল্লাহর রাসুল তার প্রিয় সাহাবীকে শিখিয়েছিলেন। যখন তুমি ভরসা করবে শুধু আল্লাহর উপরই ভরসা করবে। যখন তুমি কিছু চাইবে শুধু তার কাছেই চাইবে।

যাদের হারানোতে আপনি ব্যথিত, আল্লাহ আপনাকে তাদের চেয়েও আরও শতগুন উত্তম কাউকে মিলিয়ে দিতে পারেন। যা না পেয়ে আপনি আজ হতাশায় ভুগছেন, হয়তো পরবর্তীতে যা পাবেন, আপনার অন্তর সাক্ষ্য দিবে, সেই না পাওয়া বস্তুর সেদিন না পাওয়াটা কতই না ভাল ছিল। যারা চলে গিয়েছে, তারা যদি রয়ে যেতো, তাতেই বরং জীবনটা হয়ে যেতো আরও অগোছালো।

নিশ্চয়ই যেই রব নিতে জানেন, সেই রব দিতেও জানেন। অপেক্ষা কেবল কিছুদিনের…..

___সংগৃহীত

22/11/2025

জীবনে কিছু ইগোবিহীন মানুষ থাকা ভীষণ প্রয়োজন। যাদের কাছে হুটহাট যখনতখন দ্বিধাহীনভাবে আশ্রয় মেলে, সময় মেলে, গুরুত্ব মেলে।

যাদের কাছে শিরোনাম ছাড়াই বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যায়। যাদের কাছে ভালো না লাগার কারণ হিসেবে 'কেন?' এর মতন তীব্র অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই। যাদের জন্য সাজাতে হয় না, কী বলব? কেন বলব?

যাদের কাছে বিরামচিহ্নের নিয়ম ভাঙা যায়।

যাদের কাছে আহত পাখির মতন ডানা ঝাপটিয়ে ক্ষত বোঝানো যায়। যাদের কাছে নির্দ্বিধায় ঝরে পড়া যায়, তারা কুড়িয়ে নেবে এই বিশ্বাসে।

16/09/2025
👀
28/08/2025

👀

27/08/2025

Us🙃

Rasel Alam  খুবই দুঃখ জনক ঘ'টনা 🙂
27/08/2025

Rasel Alam খুবই দুঃখ জনক ঘ'টনা 🙂

প্রত্যেকে নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ!
01/08/2025

প্রত্যেকে নিজ স্বার্থ পর্যন্ত সীমাবদ্ধ!

25/07/2025

আমি বেচেঁ আছি..! 🙂

Money is life🫂
24/07/2025

Money is life🫂

24/07/2025

নজর দেওয়ার মতো জামাই 🙂

Address

Dammam
3879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alamin The Mezo Bhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share