সাফিন আহমেদ রুবেল

সাফিন আহমেদ রুবেল Digital Content Creator Guidelines
YouTube Channel
https://youtube.co/
(12)

কখন যে কন্টেন্ট মনিটাইজেসন দিবে, সেই আশায় চোখ বন্ধ করে ভাবতেছি।পেইজ একদম পরিষ্কার,কোন কপিরাইট, ইস্যু, রিপোর্ট কোন কিছু ...
18/07/2025

কখন যে কন্টেন্ট মনিটাইজেসন দিবে, সেই আশায় চোখ বন্ধ করে ভাবতেছি।পেইজ একদম পরিষ্কার,কোন কপিরাইট, ইস্যু, রিপোর্ট কোন কিছু নেই। অবশেষে জুকারবার্গ মামার সাথে কথা বলবো?
পরামর্শ চাই বন্ধুরা।

18/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

03/06/2025

প্রিয় প্রবাসী ভাইগন।

31/05/2025

ফেইসবুকের পরিচয়ে কারো সাথে দেখা করা উচিত না। আমি করছিলাম! তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। 🙂

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Emon Chowdhury, Md Shahin Reza, Saiful Islam, Asif Kh...
28/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Emon Chowdhury, Md Shahin Reza, Saiful Islam, Asif Khan Pathan, Abul Hussain, Md Jahangir Alam Feni, মোঃ মুর্শেদ আলম, Mohammed Zaheer Mia

26/05/2025

জীবনে উন্নতি করতে চাইলে ধোকা খেতে হয়।

26/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

Shout out to my newest followers! Excited to have you onboard! শিহাব উদ্দীন টুটুল, Firoj Rahaman
25/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! শিহাব উদ্দীন টুটুল, Firoj Rahaman

21/05/2025

কথা বল‌লে গ্রেপ্তার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে মিশ‌রে ৩০ বছর স্বৈরশাসন
চালান হোসনি মোবারক।

২০১১ সালে গণঅভ‌্যুত্থা‌নে পতন হয় মোবার‌কের। তার ক‌য়েক মাস পর ক্ষমতায় আ‌সেন মোহাম্মদ মুরসি।

প্রথমবারের মতো গণতন্ত্র পেয়ে এটা চাই, ওটা চাই, এরকম সং‌বিধান চাই, ওরকম সং‌বিধান চাই, ডানপ‌ন্থি নিপাত যাক, বামপ‌ন্থি নিপাত যাক - এসব আ‌ন্দোলন কর‌তে কর‌তে এক পর্যা‌য়ে বামপ‌ন্থিরা দা‌বি তুলল মুর‌সি‌কেই চাই না।

এ দা‌বি‌তে প্রতি‌বে‌শী ইসরা‌ঈল, সৌ‌দি আরবসহ মুর‌সি বি‌রোধী অভ‌্যন্তরীন শক্তিও সমর্থনও দিয়ে‌ছিল। ফ‌লে ২০১৩ সা‌লে আবার রক্তপাত হয়।

সরকার অচল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দে‌শে কাজকর্ম সব বন্ধ অবস্থা। অ‌স্থিরতার সু‌যো‌গে ক্ষমতা দখল‌ কর‌লেন "জেনারেল সি‌সি"। এরপর থে‌কে মিশ‌রে আ‌ন্দোলন দূ‌রে থাক, টু শব্দও নাই! কোন বেডার সাহস নাই সরকার বিরোধিতা করে কিছু বলার।

মুর‌সি সমর্থকদের হত‌্যার পর, মুর‌সি বি‌রোধী বাম‌দের আদ‌র্শের স‌ঙ্গে পাছাও লাল ক‌রে দেন সি‌সি। স্বৈরাচার হোস‌নি মোবারকেও জেল থে‌কে ছে‌ড়ে দেন। তি‌নি আ‌য়ে‌শে বা‌কি জীবন কা‌টি‌য়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমা‌হিত হ‌য়ে‌ছেন।

‌"মোবারকের " আম‌লের নিপীড়করা জেল থে‌কে ছাড়া পে‌য়ে এখন সম্মানিত ব‌্যক্তি। কেউ বড় প‌দে, কেউ অবস‌রে। ডান, বাম, মধ‌্যপ‌ন্থীসহ সব ধারার অভ‌্যুত্থানকারী হয় জে‌লে, নয়তো বি‌দে‌শ কিংবা দৌ‌ড়ের ওপ‌রে।

কথা বল‌লে গ্রেপ্তার, প্রতিবাদ কর‌লে গুম আর রাজপ‌থে নামলে গু‌লি - এই নিয়‌মে বিগত ১২ বছর মিশ‌র চালা‌চ্ছেন "জেনারেল সি‌সি"।(মনসূর আলী)

এবার আসেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের ও ভবিষ্যত কল্পনা করি।

বিগত ১৬ বছর হাসিনা কার্যক্রম ছিলো ঠিক ৩০ বছরের স্বৈরশাসক "হোস‌নি মোবারকের "মতো অবস্থা।
বিএনপি ,ডান ,বাম,জামাত কাউকে ছাড় দেয়নি গ্রেফতার ,গুম ,খুন,মামলার কথা সবাই জানেন।

তারপর হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন , ক্ষমতায় আসে ঠিক ড. মোহাম্মদ মুরসির মতো ড. মোহাম্মদ ইউনূস।

তারপর পূর্ণ গণতন্ত্র পাইলো বাংলাদেশ!
ক্ষমতা নেয়ার ১০ মাস, সবার এই চাই ,সেই চাই ,অবরোধ , ব্লকেড , মার্চ টু যমুনা এরকম সংবিধান চাই, ঐরকম সংবিধান চাই, এদিকে বিএনপি, জাতীয় পার্টির নির্বাচনের প্রেশার, গুজব লীগের কথা বাদই দিলাম ইত্যাদি।

বিএনপি ইউনূসকে একটা কাজও ঠিক মতো করতে দিচ্ছেনা ,দৌড়ের উপরে রাখছে সব সময়। ঐদিকে ভারত ইউনুস বিরোধী , করিডোর ইস্যুতে ইউনূসের বিরুদ্ধে জনগণকে দিচ্ছে লেলিয়ে। অজানা কোন কারণে নারী নীতির সংস্কার বিরোধী আন্দোলনকে আমলে নিচ্ছে না সরকার!
হয়তো তা রাজনৈতিক দলগুলো সমালোচনা ছাড়াই আলোচনা করে সমাধান করতে পারতো।

একদিন হুট করে শুনবেন , ড.ইউনূস আউট। মানে মিশরের মুরসির মতো অবস্থা।

তারপর হুট করে শুনবেন, হয়তো পরবর্তী নির্বাচিত সরকার কিংবা তৃতীয় একটা শক্তি জেনারেল সিসি এর মতো কেউ ক্ষমতায় আসবে।

তারপর এই অভাগা জাতি কঠোর স্বৈরাচারী আচরণের শিকার হবে। ২৪ এর আন্দোলনকারীরা জেল ,গুম, খুনের স্বীকার হবে। যারা সরকারের কাছে ন্যায্য অধিকার চাইতে যাবে তাদেরকেও ইচ্ছেমতো দমন করা হবে। সরকারের বিরোধিতা করলে তো দেশ ছাড়া করবেই।

এই জাতির ক্ষমতার লোভ বেশি। গোলামী করার স্বভাবের কারণে কখনো ভাগ্য পরিবর্তন করতে পারবেনা।
এই অভাগা প্রজম্মের ভবিষ্যত অন্ধকার বলেই মনে হয়! সামনে ভয়ংকর বিপদ অপেক্ষা করছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলছে ,আমাদের ভাগ্যে সুখ বলতে কিছু আসবে বলে মনে হচ্ছেনা।
সামনের পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।

অতএব, সাধু সাবধান! সময় এখনো হয়তো আছে! আল্লাহ আমাদের হেফাজত করুন। নীতি নির্ধারকদের শুভ বোধদয় ঘটুক/ আমিন।

20/05/2025

আমি বড়ই ক্লান্ত এক ক্লান্ত কবে যে শেষ হবে।
#সাফিনআহমেদরুবেল

19/05/2025

কি অদ্ভুত গাড়ী
#সাফিনআহমেদরুবেল ゚viralシ

Address

Al Jubail
Dammam
35513

Alerts

Be the first to know and let us send you an email when সাফিন আহমেদ রুবেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাফিন আহমেদ রুবেল:

Share