16/10/2024
আসসামুলাইকুম আলাইকুম, কেমন আছেন আপনারা,
অনেক কিছু লিখার বা বলার জন্য কেমন জানি মন ছোটফট করছে তবে কী লিখবো বা বলবো বা কথাই থেকে শুরু করবো তা বুঝে উঠতে পাড়ছি না,
আমার মতো বয়সে প্রায় সব ছেলেরাই জীবন নিয়ে অনেক চিন্তিত বা তারা জীবনের অনেক রঙিন অধ্যায় পার করে কেউ হয়তো আজ প্রবাসে বা কেউ তার নিজ বাসস্থান ছেড়ে অন্য কোথাই,
আমাদের জীবনটা যেই ভাবেই হোক হয়তো কেটে যাবে তবে মাঝে মাঝে ভাবি এই যে আমাদের ছোট ভাই বা যারা সধ্য জন্মগ্রহণ করছে তাদের জীবন আমাদের এই বয়সে এসে কোন পর্যায়ে আসবে আমরা হয়তো অনেকেই ভাবি না
দেশের দ্রব্য মূল্য বা চাকরির যে পরিস্থিতি তাতে মাঝে মাঝে আমরা যারা প্রবাসে থেকে মাসে ২৫/৩০/৪০ হাজার টাকা পাঠাই এতে হয়তো পরিবার সাজছন্দ ভাবে চলে যাই তবে আমার প্রশ্ন হলো আমি যে ৫/১০/ বছর দেশে গিয়ে দেখি আমার কামানো অর্থ সব পরিবার এর খাদ্য দ্রব্য বা পোশাক এর পিছনে চলে গিয়েছে তাহলে আমার প্রশ্ন এতো দিব মা - বাবা - স্ত্রী প্রতিবেশি ছাড়া যে দেশের বাহিরে কাটিয়ে লাভ কী (?)
আমি যে একটা মানুষ মাঝে মাঝে মনে হয় এর চেয়ে যদি কোনো পাখি বা অন্য প্রাণী হলে ভালো হতো জীবন
না থাকতো কোনো জীবন নিয়ে টেনশন না থাকতো কোনো ভয়, যে দিকে তাকায় মারা- মারি, হিংসা - খোপ- মানুষকে হেনস্তা সহ সকল প্রকারের অশান্তি, আর অশ্লীলতা আছেই- আল্লাহর রহমত যে আমাদের বোন দাই নি হয়তো বোন দিলে তাকে নিয়ে আরো চিন্তা হতো, যাই হোক, আসেন চিকিৎসা খাতে, বিস্বাস করেন বা না করেন বাংলাদেশ চিকিৎসা খাতের যে আবস্থা এর চেয়ে ভালো রোগ হলে নাপা খেয়ে সরিষার তেল মাখিয়ে জীবন কেটে দাওয়া তাও ডাক্তারের কাছে না যাওয়াই ভালো, 💔
আপনারা যারা দেশের বড় বড় পজিশনে আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো যে আপনার না পাড়লে দেশ ঠিক করলে দয়া করে সেখান থেকে নেমে আসুন, আসলে বুঝি না দেশের সব মানুষের মনমানসিকতা এমন কেমন যে আজ আমার দলের শক্তি নাই অন্য দলের শক্তি আছে বিপরীত দলের নামে লাগা বদনাম, কেস, মামলা, যত যা আছে সব, এটা সব দলের একই কাজ, আজ যারা দেশের মূলবান পদে আছে, বিস্বাস করেন শুধু নির্বাচন হতে দিন দেখবেন একটার ও খোজ পাওয়া যাবে না, দেশ নতুন করে স্বাধীন হয়ছে প্রায় দুই মাস আমার প্রশ্ন দুই মাসে তোমরা একটা বাজার নিয়ন্ত্রণ করতে পাড়ো না, তোমরা খালি ফেসবুকে এসে আর মানুষ সামনে মানুষের আবেগ নিয়ে খেলা করো,
আমার দেশ আমার সোনার বাংলাদেশে যখনি যেই মাদারচো**** রা আসছে তারা সবাই তাদের সার্থ পূরণ করে দেশকে ফাকা করে চলে গিয়েছে,