MR Rony Ahmed

MR Rony Ahmed I � Bangladesh

23/07/2024

পলকে পলকে যখন তোমাকে জনগণ ঝলক দেখতে পারবে তখন এই হাহাকার হৃদয় শান্তি অনুভব করবে!

23/07/2024

এই মহিলাটা মা-বাবা-জামাই/আত্তীয় স্বজন ছেরে খুব কষ্টে আছে।
চেহারার দিকে তাকালে আমাদের ও খুব কষ্ট লাগে।
আল্লাহ যত তারাতাড়ি পারেন বাংলার জমিন থেকে উনাকে উনার আত্মীয় স্বজনের কাছে উটিয়ে নিন।
সবাই বলেন আমিন।

22/07/2024

উদীয়মান তরুণ প্রজন্মের কাছে আওয়ামীলীগের নৈতিক পরাজয় ইতমধ্যে হয়ে গেছে। স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা অন্য দল করুক না করুক ছাত্রলীগকে ঘৃণা করবে। শেখ হাসিনাকে ঘৃণা করবে। পুলিশকে ঘৃণা করবে।

তারা নিজের চোখে বারবার এদের পশুত্বের সাক্ষী হচ্ছে। কেউ কেউ ঠেকায় পড়ে পারিপার্শ্বিক কারণে জীবনের কোন পর্যায়ে গিয়ে এ দল করলেও মন থেকে কখনোই এ দলকে ভালোবাসবে না, হৃদয়ে ধারণ করবে না এটি এখন সুনিশ্চিত।

ইনশাআল্লাহ।

22/07/2024

তোদের মত লোক যদি মন্ত্রীর পর্যায়ে থাকে তাহলে দেশের অবস্থা এই হবে। তোরা নিজেও জানিস নিজেকে নিজে প্রশ্ন করলে বুঝতে পারবি আসলে আমাদের অবস্থা কি। কিন্তু মিথ্যা তোদের শরীরে এমন ভাবে ঢুকে গেছে প্রতিটা শিরায় শিরয় তোদের মিথ্যাবাদী।
কোন অপরাধ ছাড়া নিজের দেশের পুলিশ নিজের বুকে গুলি চালাবে এটা কোন ড্রাগ এডিক্টেড না এটা এটা বিশ্বস্ততা। বাট তোদের মত কুলাঙ্গার এসব বিশ্বাসের মর্যাদা দিতে জানে না।

22/07/2024

Hello there! Let's continue building our community with interesting discussions and engaging posts.

Address

Saudi Arabia Dammam Al Nur
Dammam
1210

Website

Alerts

Be the first to know and let us send you an email when MR Rony Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share