Muaz vlog

Muaz vlog মুয়াজ

05/08/2023

আপনার যখন টাকা থাকবে না,তখন সময় থাকবে।আবার যখন টাকার পিছনে ছুটবেন,সময় তখন সংকুলান,টাকার পিছনে ছুটতে ছুটতে সময় চলে যাবে।

আবার যখন আপনার কাছে অনেক টাকা,তখন দেখবেন সময়টাই নেই!আপনি চাইলেই আর টাকা দিয়ে হারানো সময় কিনতে পারবেন না।বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন,তবে টাকা উপার্জন করতে করতে বয়সটাও আর ধরে রাখতে পারবেন না।

পৃথিবীতে মানুষ মূলত টাকা উপার্জন করে,তার পরিবারের জন্য।আর টাকা উপার্জন করতে গিয়ে,সেই পরিবারের সাথেই অনেকটা দূরত্বের সৃষ্টি হয়!যখন আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে,তখন পরিবার চাহিদা থাকবে অর্থের।আবার যখন অর্থের জন্য আপনি পরিবারের মায়া ত্যাগ করে,দূরে বহুদূরে টাকার সন্ধানে নামবেন,তখন আবার পরিবার চাইবে সময়।

সত্যি বলতে,
মানুষের যখন যেটার প্রয়োজন তাৎক্ষণিক ভাবেই মানুষ সেটা পায় না। মানুষ মূলত সেটাই পায়,যা কেবল তার বেঁচে থাকার জন্য প্রয়োজন।

বাংলাদেশের সুনামধন্য কন্টাক্টর মজিবর হকের কথা হয়তো সবার মনে আছে, অনেক টাকা ও সম্রাজে্র মালিক ছিলেন, অসুস্থ অবস্থায় ডাক্তারকে বলেছিলেন আমার পেটে এক টুকরা গস্ত যদি হজম করাইয়ে দিতে পারলে সারাজীবন তোমার সহ পরিবারের কাউকে কাজ করে খেতে হবে না, একবার চিন্তার বিষয় টাকায় কি সকল সুখের মুল।

জীবনভর শুধু টাকার পিছনে ছুটে পরিবার,বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কের দূরত্বের কোনো মানেই হয় না।জীবনে ভালো থাকার জন্য,টিকে থাকার জন্য টাকার প্রয়োজন।কিন্তু যে টাকার পিছনে ছুটে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হতে থাকে,সময় স্বল্পতার কারণে নিজের ভালো থাকাটাই হারিয়ে যায়,সেই উপার্জন দিয়ে কি লাভ আসলে?

'সময়' টাকার থেকেও মূল্যবান। টাকা চাইলেই আপনি উপার্জন করতে পারেন,তবে সময় চলে গেলে তা কখনোই টাকা দিয়েও কিনতে পারবেন না।যৌবনের ইচ্ছে-আকাঙ্খার সাথে কখনো বার্ধক্যের ইচ্ছে-আকাঙ্খা মিলাতে পারবেন না।সময় থাকতে যদি নিজের ব্যক্তিগত সম্পর্কগুলোর প্রতি যত্নশীল না হোন,তবে একটা সময় পর পর্যাপ্ত টাকা থাকার পরেও নিজেকে বড্ড অসুখীই মনে হবে ,টাকার বিছানায় শুয়েও মানসিক তৃপ্তিটা অন্তত পাবেন না!



05/08/2023

ইসলামিক গজল
#হামদে বারি
শিল্পি শুয়াইব বিন মুছা

শুভ সকালgood morning❣️❣️❣️
05/08/2023

শুভ সকাল
good morning
❣️❣️❣️

04/08/2023

ফলো করে পাসে থাকুন,
গজলটা কেমন লেগেছে?
কমেন্ট করে জানাতে ভুলবেন না

জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।“
04/08/2023

জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।“



goog morning ❣️
03/08/2023

goog morning ❣️

আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই,আশা করছি ভাল আছেন,আমার নতুন পেইজ,ফলো করে পাশেই থাকুনধন্যবাদ❣️
03/08/2023

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই,
আশা করছি ভাল আছেন,
আমার নতুন পেইজ,
ফলো করে পাশেই থাকুন
ধন্যবাদ❣️

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Muaz vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share