09/07/2024
একজন প্রবাসীর কখনোই প্রবাস জীবনের শুরুতে এই ৩ টি কাজ না করাই উত্তম ।
১। বাড়ি তৈরি করা : অনেক প্রবাসীরই স্বপ্ন থাকে একটা সুন্দর ও নিজের বাড়ি তৈরি করার । তাই অনেক প্রবাসী কোন রকম ধারদেনা পরিশোধ করা শেষে, শুরু করে দেয় বাড়ি তৈরি করা কিংবা বাবা মা প্রেসার দেয় নতুন বাড়ি তৈরি করার জন্য । কিন্তু প্রবাস জীবন অনেকটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়, এই ভালো এই খারাপ । তাই আগে নিজের জন্য সেভিংস রেখে কিংবা কিছু জমি ক্রয় করে তারপর বাড়ি তৈরি করা যেতে পারে । তা না হলে পরবর্তীতে আফসোস এবং দেশে গিয়ে অন্যের কাছে হাত পেতে চলতে হবে । আর দেশে একেবারে গিয়ে কখনোই নিজের সব টাকা দিয়ে বাড়ি বানানো উচিত নয় । মনে রাখবেন, বাড়ি থেকে কোন ইনকাম না আসলে সৌখিন করে লাখ লাখ টাকা খরচ করে বাড়ি না বানানো উত্তম ।
২। বিয়ের খরচ : অনেক প্রবাসী কষ্ট করে লাখ লাখ টাকা ইনকাম করে দেশে গিয়ে বিয়ে করে বেশীর ভাগ টাকা খরচ করে ফেলে , এমন কি আরও টাকা পরিবার বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে, তা মোটেও ঠিক নয় । যতটুকু পারা যায় কম খরচে বিয়ের কাজ সম্পূর্ণ করাই উত্তম কারন যত বেশী খরচ করে আয়োজন করবেন, দেখবেন ততোবেশী আপনার আত্নীয় স্বজনের মধ্যে মনোমালিণ্য তৈরি হবে ।
৩। ইলেকট্রিক দামী পূণ্য : প্রবাসী হিসাবে প্রয়োজন ছাড়া দামী টেলিভিশন, ল্যাপটপ কিংবা মোবাইল ফোন না কিনাই ভালো । কারণ ইলেকট্রিক পূণ্য আজ ক্রয় করলে আগামীকাল সেই মূল্য থাকে না । এই সকল দামী জিনিসপত্র ক্রয় না করে আপনি আপনার স্ত্রী কিংবা পরিবারের জন্য স্বর্ণ অলংকার কিনতে পারেন, যা আপনার বিপদের সময় কাজে লাগবে ।
তাই প্রবাসে ৮-১০ বছর কাটিয়ে দেওয়ার পর দেশে গিয়ে যেনো অন্যের কাছে হাত পাততে না হয়, তার জন্যে প্রতিটা প্রবাসীর হিসাব করে টাকা খরচ করা উচিত । তা না হলেও দুর্বিষহ জীবন যাপন করতে হবে ॥
ধন্যবাদ সবাইকে
#প্রবাসে #প্রবাসি #প্রবাসজীবন #বাড়ি #মালয়েশিয়া