Imam Muazzin official ksa

Imam Muazzin official ksa Halp

 #এক  #হতভাগা  #প্রবাসী,এই সাত স্বজন মরার পিছনে (তাদের বক্তব্য মতে) ঐ ড্রাইভারের দায়িত্ব অবহেলার জন্য সর্বোচ্চ শাস্তি চ...
07/08/2025

#এক #হতভাগা #প্রবাসী,এই সাত স্বজন মরার পিছনে (তাদের বক্তব্য মতে) ঐ ড্রাইভারের দায়িত্ব অবহেলার জন্য সর্বোচ্চ শাস্তি চাই।আমি চাই(প্রবাসী বাহার উদ্দিন)ড্রাইভারের বিরুদ্ধে মামলা করুন।

আসসালামুআলাইকুম আমাদের ইমাম মুয়াজ্জিন গ্রুপের সদস্য  নতুন আসছেন দুই মাস বেকার ছিল গতকাল 01/08/2025,চাকরি হয়েছে, বেতন দ...
02/08/2025

আসসালামুআলাইকুম আমাদের ইমাম মুয়াজ্জিন গ্রুপের সদস্য
নতুন আসছেন দুই মাস বেকার ছিল
গতকাল 01/08/2025,চাকরি হয়েছে, বেতন দুই হাজার দুই শত রিয়াল আলহামদুলিল্লাহ।

বাহরাইনে কেন অর্ধযুগ ধরে বাংলাদেশীদের ভিসা বন্ধ জানেন?বাহরাইনী একজন ইমামকে হত্যার অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয...
30/07/2025

বাহরাইনে কেন অর্ধযুগ ধরে বাংলাদেশীদের ভিসা বন্ধ জানেন?
বাহরাইনী একজন ইমামকে হত্যার অভিযোগে এক বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৮ সালের আগস্ট মাসে, বাহরাইনের আসকার এলাকায় মসজিদের ইমাম আবদুল জলিল হামদকে হত্যা করার অভিযোগে বাংলাদেশি মুয়াজ্জিন কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণ:
ইমাম আবদুল জলিল হামদকে মসজিদের ভেতরেই হত্যা করা হয়, এবং তার লাশ গুম করার জন্য বস্তাবন্দী করে ফেলে রাখা হয়েছিল।
কামাল উদ্দিনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন।
এই ঘটনার পর বাহরাইন সরকার দেশটিতে কর্মরত বাংলাদেশী ইমাম ও মুয়াজ্জিনদের ফেরত পাঠানো শুরু করে।
কিছু সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এই ঘটনার জের ধরে প্রায় আড়াইশ'র বেশি বাংলাদেশী ইমাম ও মুয়াজ্জিনকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ঈদ মুবারক 30/03/2025,সুলাই রিয়াদ
30/03/2025

ঈদ মুবারক 30/03/2025,সুলাই রিয়াদ

01/05/2024

আজ যোহর আছর এক সাথে ও মাগরিব এশা এক সাথে এজমা পড়লাম দাম্মাম ০১/০৫/২০২৪,রাস্তা ঘাট বৃষ্টির পানি জমে আছে।আলহামদুলিল্লাহ

আসসালামুআলাইকুম,দেশে এবং প্রবাসের ইমাম মুয়াজ্জিনদের কে ইদের শুভেচ্ছা ও ইদ মোবারক।১০/০৪/২০২৪,ইংরেজী كل عام وأنتم بخير 💐💐❤...
09/04/2024

আসসালামুআলাইকুম,দেশে এবং প্রবাসের ইমাম মুয়াজ্জিনদের কে ইদের শুভেচ্ছা ও ইদ মোবারক।১০/০৪/২০২৪,ইংরেজী كل عام وأنتم بخير 💐💐❤️❤️
عيدكم سعيد ❤️❤️🌹🌹💐❣️

تقبل الله منا ومنكم صالح الاعمال ❣️❣️

আল্লামা জুনাইদ বাবুনগরী (রঃ) হুজুরের সুযোগ্য ভাগিনা, এবং হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্যের সুনামধন্য ওস্তাদ ...
18/03/2024

আল্লামা জুনাইদ বাবুনগরী (রঃ) হুজুরের সুযোগ্য ভাগিনা, এবং হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের আরবী সাহিত্যের সুনামধন্য ওস্তাদ
হযরত মাওলানাঃ আনোয়ার শাহ
(আল-আজহারি) হুজুরের দাম্মামে আগমন উপলক্ষে, ইমাম মুয়াজ্জিন গ্রুপের পক্ষ থেকে একটি সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উত্ত সভায় উপস্থিত ছিলেন ইমাম মুয়াজ্জিন গ্রুপ সভাপতিঃ এইচ এম শহিদুল ইসলাম। সহ সভাপতিঃ এইচ এম নাছির পাটোয়ারী। ও ইমাম মুয়াজ্জিন গ্রুপের সদস্য বৃন্দ ১৭/০৪/২০২৪

মাহে রমাযানের প্রথম জুমা হাফার আল বাতেন,আলহামদুলিল্লাহ আছি তারাবিহ পর্যন্ত তার পর গন্তব্য। 15/03/2024
15/03/2024

মাহে রমাযানের প্রথম জুমা হাফার আল বাতেন,আলহামদুলিল্লাহ আছি তারাবিহ পর্যন্ত তার পর গন্তব্য। 15/03/2024

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,বাঘের নাই কোন ইনকাম… ...
23/02/2024

সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,বাঘের নাই কোন ইনকাম… নাই কোনো চিন্তা…কিন্তু আপনি ভাত খান ২৫০ গ্রাম,
তার জন্য আপনি​ চুরি করেন,সুদ খান,ঘুষ খান,অন্যের হক নষ্ট করেন। আরো কত কী .......
​আপনার একাউন্টে অনেক টাকা,আপনার শরীরে অনেক রোগ,আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো! আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….
আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক আমীন।

এই হাদিসটি  আগে কখনো চোখে পড়েনি! ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই...
18/01/2024

এই হাদিসটি আগে কখনো চোখে পড়েনি!

ধরুন, আপনি কাউকে দুই মাসের জন্য ১ হাজার টাকা ধার দিলেন। তো হাদিসের ভাষ্যমতে আপনি এখন এই দুই মাস পর্যন্ত প্রতিদিন ১ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী দারুণ তাই না? আরো ইন্টারেস্টিং ব্যাপার হল, দুইমাস পর যদি ঋণগ্রহীতা টাকা ফেরত দিতে অপারগ হয় এবং আপনি যদি বলেন, যাও! আরো কিছুদিন সময় দিলাম। যখন সামর্থ হয় ফেরত দিও। তাহলে দুই মাস পর থেকে পরে যতদিন সময় বাড়বে তার বিনিময়ে প্রতিদিন ২ হাজার টাকা দান করার সাওয়াব পাবেন। কী অবাক হলেন?

আসুন এবার হাদিসখানা একটু পড়ে নিই।

عَنْ بريدة، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
হযরত বুরায়দা রা. থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি আল্লাহর রাসুল থেকে বলতে শুনেছি....
" مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ ".
যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে...
قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
হযরত বুরায়দা রা. বলেন, অতঃপর আমি আল্লাহর রাসুলকে [আবার] বলতে শুনলাম, যে ব্যক্তি কোনো অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে... قُلْتُ : سَمِعْتُكَ يَا رَسُولَ اللَّهِ تَقُولُ: " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةٌ "، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ : " مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ"
আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি আপনাকে একবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] অবকাশ দিবে সে প্রতিদিন ওই পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। এরপর আবার বলতে শুনলাম, যে ব্যক্তি অভাবীকে [ঋণ আদায়ে] সুযোগ দিবে সে প্রতিদিন উক্ত ঋণের দিগুণ পরিমাণ সম্পদ সদকার সাওয়াব পাবে। [এর ব্যাখ্যা কী?]
قَالَ لَهُ : " بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ فَأَنْظَرَهُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلَيْهِ صَدَقَةٌ ".
তখন আল্লাহর রাসুল বললেন, ঋণের মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন ঋণের সমপরিমাণ দানের সাওয়াব হবে। অতঃপর যখন মেয়াদ পূর্ণ হয়ে যাবে—কিন্তু ঋণ আদায়ে অক্ষমতা প্রকাশ করবে—তখন যদি আবার সময় বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতিদিন ডবল দানের সাওয়াব হবে।

[মুসনাদে আহমাদ: ২৩০৪৬]🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

আমরা ইমাম মোয়াজ্জিন গ্রুপ, গতকাল দাম্মাম  হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও তাহার সফর সংগী হাফেজ মাওলানা মোহাম্মদ ...
07/01/2024

আমরা ইমাম মোয়াজ্জিন গ্রুপ, গতকাল দাম্মাম হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও তাহার সফর সংগী হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফিজ কাতারে মসজিদের ইমাম ও খতিব, তাদের সাথে এক সৌজন্যো সাক্ষাতে মিলিত হই ০৬/০১/২০২৪,ইংরেজি

রফিকুল ইসলাম নামের এই ভাই দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে গতকাল, ২৪ ডিসেম্বর মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজ...
25/12/2023

রফিকুল ইসলাম নামের এই ভাই দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে গতকাল, ২৪ ডিসেম্বর মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। দুইদিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ অবস্থায় ওনাকে এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। ওনার রুমমেট এম্বুলেন্সে কল করেন। কিন্তু ওনার কোন আত্মীয় পরিজনের সন্ধান মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষ ওনার আত্মীয় পরিজনের সন্ধান চাইছেন।

রফিকুল ইসলামের দেশের বাড়ি কুমিল্লা নাংগলকোট। পড়াশোনা এবং বসবাস ছিল চট্টগ্রাম পটিয়াতে।

উনার পরিচিত কোন ব্যাক্তি অথবা পরিবারের সন্ধান দিতে পারলে অনুগ্রহ করে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী পেইজের ইনবক্সে জানান। অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন, প্লিজ।

যোগাযোগ :
0506089458

মানবিক দিক বিবেচনা করে পোস্ট অনেক বেশি শেয়ার করে রফিক ভাইয়ের পরিবারকে পেতে সাহায্য করুন।

Address

Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam Muazzin official ksa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share