08/09/2025
যখন আপনি সব সময় Unconditionally উপস্থিত থাকেন, মানুষ আপনাকে taken for granted ভাবে। তারা ধরে নেয় আপনি সব সময় থাকবেন, তাই অবহেলা করতে দ্বিধা করে না। মাঝে মাঝে গুরুত্ব দিলেও, আবার আগের মতোই অবহেলা শুরু হয়।
আসল কারণ হলো আপনার অতি-আন্তরিকতা। বেশি Care বা ভালোবাসা দেখাতে দেখাতে আপনি নিজেই Easy হয়ে যান। তাই ভালোবাসুন, Care করুন, কিন্তু সীমার ভেতর।
লাইফে অনেক মানুষ আসবে যাবে। But নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে কারো উপস্থিতি, অনুপস্থিতি যেন জীবনে কোনো প্রভাব ফেলতে না পারে। নিজেকে ভালো রাখতে একটু স্বার্থপর হওয়া খারাপ না।
একটা কথা আছে, "Invest in yourself" কথাটা প্রচন্ড রকমের সত্যি। নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, এর উপরে আর কিচ্ছু নেই। নিজেই নিজের ফাস্ট প্রায়োরিটি হোন। No one can beat you.
মনে রাখবেন, Healthy সম্পর্ক কখনও একতরফা হয় না। বোঝানোর পরও যদি কেউ না বোঝে, তবে তাকে ছেড়ে দিন। নিজের Value নিজেকেই তৈরি করতে হবে, আর সঠিক মানুষ সেটাই Respect করবে।