
13/08/2025
তোমার বেলায় আম্মু কখনোই ক্লান্ত নই😊
তোমাকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার মুহূর্তটা আমি কখনও ভুলতে পারি না। মনে হয়েছিল, এই ছোট্ট মানুষটা যেন আমার হৃদয়ের এক টুকরো — এতটাই আপন, এতটাই প্রিয়।
তুমি যখন ঘুমিয়ে থাকো, তোমার নিঃশ্বাসের শব্দও আমাকে শান্তি দেয়। আর যখন তোমার ছোট্ট আঙুল দিয়ে আমার হাত ধরো, তখন মনে হয়, এই পৃথিবীর সব ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায়।
তোমার জন্য আমি কোনো ট্রেনিং নিইনি, তবু— ভালোবাসা আমাকে সব শিখিয়ে দেয়।
তোমার বেলায় আসলে কিছুই ক্লান্তিকর না — রাত জেগে থাকা, খাওয়াতে বসা, হাজারবার জামা পাল্টানো... সবই ভালোবাসার একেকটা রঙ। মা হয়ে আমি বুঝেছি, এই ক্লান্তিগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান উপহার।
কারণ তুমি আছো, তাই জীবন এত সুন্দর। 🌸
— তোমার মা 💛