28/02/2024
আসসালামু আলাইকুম।
রহমতের মাস রমজান। ক্ষমা ও নাজাতের মাস রমজান মাস। এ মাসের বিশেষ আমল অন্যকে ইফতার করানো। একজন রোজাদারকে ইফতার করালে সম পরিমাণ রোজার সওয়াব পাওয়া যায়।
আসছে রমযান মাসে গ্রাম এর দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের সাথে ইফতার ও ঈদ আনন্দ ভাগ করে নিতে
প্রতি বছরের মত এবার ও ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাব এর কার্যক্রম বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
উক্ত কার্যক্রম সফল করতে আপনাদের নিকট আর্থিক সহায়তার আবেদন করছি
আপনার প্রেরিত অর্থে একজন দরিদ্র ও অস্বচ্ছল রোজাদার মায়ের মুখে ইফতার তুলে দিতে ঈদের খুশি ভাগ করে নিতে আমরা ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাব আছি সবসময় দরিদ্র ও অস্বচ্ছল মানুষের পাশে।
বিকাশ + নগদ নাম্বার ঃ 01615014775
খেলাধুলা ও মানবতার পাশে মানবিক কাজে এগিয়ে যাচ্ছে তরুণ সংঘ।
আপনি চাইলে একজনের সমপরিমাণ ইফতারের খরচ দিতে পারেন । বা তার অধিক বা কম দিতে পারেন । আমরা
আপনার সহযোগীতার টাকা রোজাদারদের কাছে পৌছে দিবো ইনশাল্লাহ
বুট = ২ কেজি = ২০০ টাকা
মুড়ি = ১ কেজি = ৯০ টাকা
খেজুর = ৫০০ গ্রাম = ১৭৫ টাকা
চিনি = ১ কেজি = ১৪০ টাকা
চিড়া = ১ কেজি = ৬০ টাকা
তৈল = ১ কেজি = ১৪৫ টাকা
আলু = ৩ কেজি = ১২০ টাকা
পেয়াজ= ১ কেজি = ১২০ টাকা
---------------------------------------------
মোট = ১০.৫ কেজি = ১,০৫০টাকা