BM.Abu Jafor

BM.Abu Jafor Islam is the best. Islami Andolon Bangladesh

____খুবই প্রশংসনীয় কাজদিন বদলেছে,এখন আর দারি টুপি ওয়ালারা শুধু মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ নেই,মসজিদ মাদ্রাসার গন্ডি পে...
05/04/2024

____খুবই প্রশংসনীয় কাজ

দিন বদলেছে,এখন আর দারি টুপি ওয়ালারা শুধু মসজিদ আর মাদ্রাসায় সীমাবদ্ধ নেই,

মসজিদ মাদ্রাসার গন্ডি পেরিয়ে দেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া,দেশের প্রতিটি কোনায় কোনায় তারা ছড়িয়ে দিচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর সুমহান আদর্শ।

সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে ইফতার

আয়োজনে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর দক্ষিণ

সাধুবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কে।

ইসলাম ও দেশবিরোধী সকল আধিপত্যবাদীশক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফত...
02/04/2024

ইসলাম ও দেশবিরোধী সকল আধিপত্যবাদী
শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।
পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশবিরোধী সকল আধিপত্যবাদী শক্তিকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। দেশ স্বাধীন হয়েছে দিল্লির গোলামির জন্য নয়; মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগের হাতেই আজ স্বাধীনতা ও দেশ বিপন্ন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নওগাঁ সীমান্ত এলাকায় ভারতের বিএসএফ আল আমীন নামের এক যুবককে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে ভারত। প্রতিনিয়ত সীমান্তে ভারতের বিএসএফ বাংলাদেশীদের পাখির মত গুলি করে হত্যা করেই যাচ্ছে, কিন্তু ভারতের পদলেহি সরকার প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। বরং সরকারের শীর্ষ নেতারা ভারত বন্দনায় ব্যস্ত। তিনি ঐতিহাসিক বদরের চেতনাকে ধারণ করে ইসলাম ও দেশবিরোধী সকল শক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। দেশীয় নব্য ভারতীয় রাজাকারদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাঈল গণহত্যা চালিয়ে ফিলিস্তিনীদের নিশ্চিহ্ন করতে চায় এটা বিশ্বাবাসীকে বুঝতে হবে। গণহত্যার অভিযোগ জাতিসংঘে গেলেও জাতিসংঘের পক্ষ থেকে এখনো কেন ইসরাঈলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে বলা হয়নি। তিনি বলেন, ইফতার ও কোরআন শিক্ষার আসর বন্ধ করে আওয়ামী লীগ ইসরাইলের দোসরে পরিণত হয়েছে।

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকার ভুলুণ্ঠিত করে আওয়ামী লীগ জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ফলে এখনো বাংলার মানুষ প্রকৃত অর্থে পরাধীন ও শোষণ বৈষম্যের শিকার। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে স্বাধীনতা যুদ্ধ ও বিজয় অর্জিত হয়েছিল, আওয়ামী লীগ সেই সব অর্জনকে ধ্বংস করেছে। তিনি বলেন, ‘১৯৬২, ’৬৯ ও ’৭১ সালে মুক্তিযোদ্ধারা বৈষম্যের বিরুদ্ধে যে স্লোগান ও দাবি তুলেছিলেন, দুঃখজনকভাবে এখন আমাদের আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে একই দাবি তুলতে হচ্ছে। যা কখনো কাম্য ছিলো না।

এভাবেই চলতে থাকুক,ওদেরকে বুঝিয়ে দিতে হবে এটা ৯২% মুসলমানদের দেশ।আলহামদুলিল্লাহ.!! ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার!ইসলামী ছা...
29/03/2024

এভাবেই চলতে থাকুক,
ওদেরকে বুঝিয়ে দিতে হবে এটা ৯২% মুসলমানদের দেশ।

আলহামদুলিল্লাহ.!!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার!

ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখার কার্জনের সামনে উম্মুক্ত ইফতার সবুজ ঘাসের জায়নামাজ ♥️ প্রশান্তিদায়ক এবং ভীষণ সুন্দর দৃশ্য।
এভাবেই যেন দ্বীনের আলো ছড়িয়ে যায় সব যায়গায়।।। ধন্যবাদ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাবি শাখা।।।

খুব বেশি মনে পড়ে গেল আজ 🥹🥹কিছু তেই ভুলতে পারছি না,কোন ভাবেই মানতে পারছিনা আপনার চলে যাও।🥲🥲যাদের অবদানে আমার এই ছোট্ট জীব...
27/03/2024

খুব বেশি মনে পড়ে গেল আজ 🥹🥹

কিছু তেই ভুলতে পারছি না,কোন ভাবেই মানতে পারছিনা আপনার চলে যাও।🥲🥲

যাদের অবদানে আমার এই ছোট্ট জীবনে এতো পরিবর্তন, শায়েখ আপনি তাদের অন্যতম। যদি ও কখনো দেখিনি তবুও আপনি ছিলেন চিরচেনা এক নক্ষত্র, আপনার মত একজন শায়েখ পেয়ে জাতি মনে করেছিল হীরার খনি পেয়েছে কিন্তু কেন চলে গেলেন 🥹🥹

আজও দোলা দেয় আপনার সেই মধু মাখা দরদী কন্ঠের প্রতিভা। আপনার এক ✒ কলম ও বৃথা না, প্রতি টা অক্ষর লেখা আজ বাস্তবে রুপ নিচ্ছে যদি ও লিখে ছিলেন সেই ১৪ বছর আগে। সত্যি ই শায়েখ আপনাকে হারিয়ে জাতি আজ তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে। কই পাইবো আপনার ওই ইমানি বলিয়ান।

আপনি না থাকায় মনে হচ্ছে এক কোন এখনো আঁধার, জানিনা আঁধার জগৎ এ কখনো কি দ্বিতীয় আজাদ আলো নিয়ে আসবে কী?

জানি দ্বিতীয় আজাদ আসবে না, তবুও একবুক আশা নিয়ে বেঁচে আছি গালিবের প্রতিভার দৃষ্টি কোনে তাকিয়ে।ইনশাআল্লাহ! গালিব একদিন আপনার রেখে যাওয়া ডায়েরির পাতায় রেখে যাওয়া সৃতি ভাজ গুলো একটি একটি খুলে, জনতার সম্মুখে উড্ডীন করবে। এই প্রত্যাশায় ই তো বেঁচে আছে বাংলার তৌহিদি জনতা। 🥺🥲💔

নওগাঁ সীমান্তে বাংলাদেশী হত্যা ও ভারতের উত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধের প্রতিবাদ।ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাড়াত...
27/03/2024

নওগাঁ সীমান্তে বাংলাদেশী হত্যা ও ভারতের
উত্তর প্রদেশে মাদরাসা নিষিদ্ধের প্রতিবাদ।
ভারতের আধিপত্যবাদের
বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে বাংলাদেশি আল-আমিন নামক এক তরুণকে বিএসএফ গুলি করে হত্যার ঘটনায় গভীল উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় আল-আমিনসহ কয়েকজন ঘোরাঘুরি করছিলেন এটাই তাদের অপরাধ। এভাবেই বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত বাংলাদেশীদের হত্যা করছে বিএসএফ। আর সরকার ভারত বন্দনায় ব্যস্ত। বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা করেছে ভারতের বিএসএফ। সরকারের ভারত তোষণনীতির কারণে দিন দিন ভারতের আগ্রাসী মনোভাব জাহির করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ভারতের উত্তর প্রদেশে মাদরাসা শিক্ষা বন্ধে আদালত রায় দিয়ে মুসলমানদের নাগরিক ও ধর্মী অধিকার হরণ করেছে। মাদরাসা ও ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থা নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। তিনি বলেন, ভারত সরকার দেশকে মুসলিম ও ইসলাম শূণ্য করার লক্ষ্যে মুসলমানদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করছে। মুসলিম সন্তানদের হিন্দু বানানোর পাঁয়তারার অংশ হিসেবে ধর্মীয় ও মাদরাসা শিক্ষা নিষদ্ধ করা হচ্ছে। মুসলমানরা তাদের জীবন দিবে তবুও ঈমান হরণের সুযোগ দিবে না। তিনি ভারত সরকারকে হুশিয়ার করে বলেন, ইসলাম ও মুসলিম বিদ্বেষী মনোভাব পরিহার করুন, অন্যথায় গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুতি নিন।

26/03/2024

শিক্ষা এবং সংস্কৃতি রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে-

ইউসুফ আহমাদ মানসুর
কেন্দ্রীয় সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইতিহাসের ভয়ংকর সময়ে প্রবেশ করেছি আমরা----আমরা “তলে তলে আপোষ হয়েছে” মর্মে ঘোষণা শুনেছিলাম। তখন তার মর্ম না বুঝলেও দেখা গে...
26/03/2024

ইতিহাসের ভয়ংকর সময়ে প্রবেশ করেছি আমরা----

আমরা “তলে তলে আপোষ হয়েছে” মর্মে ঘোষণা শুনেছিলাম। তখন তার মর্ম না বুঝলেও দেখা গেলো, আমেরিকা বহু হাম্বি-তম্বি করেও পিছিয়ে গেলো। যা অনেকের কাছেই ব্যাখ্যাতীত ছিলো।

মুসলিম বিশ্বের রাজনৈতিক ইতিহাস দেখলে একটা বিষয় পরিস্কার যে, মুসলিম বিশ্বের যে কোন দেশে গণতন্ত্র ও সেকুলারিজম মুখোমুখি দাড়ালে আমেরিকা ও পশ্চিমা বিশ্ব সর্বদাই সেকুলারিজমের পক্ষে নিয়েছে।

তিউনিসিয়া, আলজেরিয়া, মিসরে যে কোন গণতান্ত্রিক যাত্রায় ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছিলো। আর এর বিপরিতে বারগুইবা, বেন আলী, সিসি, হোসনী মোবারকরা চরম ও নিষ্ঠুর স্বৈরাচার হওয়া সত্বেও আমেরিকা ও পশ্চিমা সমর্থন পেয়েছে।

আমেরিকা-দিল্লি-পশ্চিমাদের কাছে গণতন্ত্র গুরুত্বপূর্ণ কিন্তু তাতে যদি ইসলামপন্থা বা ইসলাম সহনীয় কেউ ক্ষমতায় আসার সম্ভবনা তৈরি হয় তাহলে তারা গণতন্ত্রের বিপরিতে স্বৈরতন্ত্রকে বাছাই করে।

বাংলাদেশেও তাই হয়েছে। এই সরকার তার দল ও সরকারকে উগ্র সেকুলার করার মুচলেকা দিয়েছে এবং বাংলাদেশের সমাজ থেকে ইসলাম-ইসলামী সংস্কৃতি মুছে ফেলার মুচলেকা দিয়েই “তলে তলে আপোষ” করেছে।

সেজন্য এই দফায় তারা ক্ষমতায় আসার পরে এমন উগ্রভাবে ইসলাম ও ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রমজান মাসে দলীয় ইফতার মাহফিল বহু বছরের রাজনৈতিক সংস্কৃতি। আর রাষ্ট্রীয় ইফতার মাহফিল তো অমুসলিম দেশেও আজকাল রীতি হয়ে দাড়িয়েছে।

এই সরকার দলীয় ও রাষ্ট্রীয় উভয় ইফতার মাহফিল থেকে সরে এসেছে। মানে হলো তারা সরকার ও দলীয়ভাবে ইসলামী রীতি-নীতির সাথে সম্পর্কচ্ছেদ করলো।

বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে সরকারি পরিপত্র জারি করে ইফতার আয়োজন নিষিদ্ধ করেছে।

আগে যেখানে ছাত্রলীগও ইফতার বিতরণ করতো এখন সেখানে ছাত্রদের স্বতস্ফুর্ত ইফতার আয়োজনে ছাত্রলীগকে দিয়ে হামলা করানো হচ্ছে।

কোরআন পাঠের আয়োজনকে হুমকি-ধমকি ও প্রশাসনিক চিঠি চালাচালি করে অপরাধের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিহাস-ঐতিহ্যের মাথা খেয়ে আদালতের সাথে যুদ্ধ করে রোজায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যবস্থা করেছে।

পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার-ইতিহাস বিকৃতি ও নারী পুরুষের নিয়ন্ত্রণহীন মেলামেশাকে প্রমোট করা হয়েছে।

সার্বিক বিশ্লেষণে এটা খুবই পরিস্কার যে, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশরে যেভাবে ইসলামকে প্রতিহত করার মুচলেকায় স্বৈরাচাররা পশ্চিমা সমর্থনে টিকে ছিলো বা রয়েছে বাংলাদেশেও একই ভাবে এই সরকার ইসলামকে প্রতিহত করা এবং মুছে দেয়ার মুচলেকায় সর্বশেষ নির্বাচন পাড় করেছে।

সেজন্যই রাতারাতি আওয়ামী লীগ সরকার এমন তীব্র ও আগ্রাশীভাবে ইসলাম সংশ্লিষ্ট আচার-প্রথার ওপরে চড়াও হয়েছে।

তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের মতো অরাজনৈতিক নিরিহ খাওয়া-দাওয়া ধরণের আয়োজনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইফতারের আয়োজন আলাদা করে কোন ইবাদত না হলেও ইফতার ও ইফতারের আয়োজন শেয়ারে ইসলাম।

আর কোন শেয়ারে ইসলামের ওপরে নিষেধাজ্ঞার অর্থ সামগ্রিক ইসলামের ওপরে নিষেধাজ্ঞা দেয়া। তুরস্কে আরবীতে আজান দেয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয়ার মতোই এটাও একই মাত্রার নিষেধাজ্ঞা।

অতএব
-
-
-
-

নাসরুম মিলাল্লাহি ওয়া ফাতহুন করীব

✍শেখ ফজলুল করীম মারুফ ভাই 💖

যেখানে ফেরাউন-সেখানে মুসাযেখানে নমরুদ-সেখানে ইব্রাহীমসাবাস, ইসলামী আন্দোলন বাংলাদেশফেনী জেলা
26/03/2024

যেখানে ফেরাউন-সেখানে মুসা
যেখানে নমরুদ-সেখানে ইব্রাহীম
সাবাস, ইসলামী আন্দোলন বাংলাদেশ
ফেনী জেলা

জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম:প্রেক্ষিত“মুক্তিযুদ্ধ” শীর্ষক লোকবক্তৃতা২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, বিকাল ৪ টাসৈয়দ ফজলুল ক...
26/03/2024

জালেমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম:প্রেক্ষিত“মুক্তিযুদ্ধ” শীর্ষক লোকবক্তৃতা

২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, বিকাল ৪ টা
সৈয়দ ফজলুল করিম রহ. রিসার্চ সেন্টার,
পুরানা পল্টন, ঢাকা

মুখ্য আলোচক
শাহ ইফতেখার তারিক
রাষ্ট্র চিন্তক, গবেষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব

সূত্রধর
নূরুল বশর আজিজী
গবেষক ও প্রধান উপদেষ্টা, চিন্তাঙ্গণ

সভাপতি
সুলতান মাহমুদ
পরিচালক, চিন্তাঙ্গণ

আয়োজনে
চিন্তাঙ্গন
বিস্তৃত চিন্তার উন্মুক্ত প্রাঙ্গণ

26/03/2024

➖আলহামদুলিল্লাহ আজ চরমোনাই মাদ্রাসায় মুফতি ফয়জুল করিম শায়েখে চরমোনাই এর হাতে হাত রেখে কালিমা পড়ে তিন সন্তানসহ এক ভাই শান্তির ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলেন [আলহামদুলিল্লাহ]➖🤲

➖মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের দায় হিসেবে কবুল করে নিক [আমিন]➖🤲

সিলেট সদর থানায়; রমজানের ইফতারি তার গরীব বাবা ভালোভাবে না দিতে পারায় শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া লজ্জা পেয়ে একজন মুসল...
26/03/2024

সিলেট সদর থানায়;
রমজানের ইফতারি তার গরীব বাবা ভালোভাবে না দিতে পারায় শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া লজ্জা পেয়ে একজন মুসলিম বোন আ ত্ম হ ত্যা করেছেন। 😢

আমাদের বিবেক কখন যে জাগ্রত হবে একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।

Address

Dammam

Website

Alerts

Be the first to know and let us send you an email when BM.Abu Jafor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BM.Abu Jafor:

Share