
10/07/2025
বেওয়ারিশ উদ্ধার পর্ব (৯২৮)
তারিখঃ ০৯ জুলাই ২০২৫
স্থানঃ গোলাবাড়ি স্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
আলহামদুলিল্লাহ!
আজ আমরা আবারও একটি বড় মানবিক দায়িত্ব পালন করতে পেরেছি।
গোলাবাড়ি স্টেশনে এক মানসিক ও শারীরিকভাবে দুর্বল অবস্থায় এই বোনকে পড়ে থাকতে দেখা যায়।
অত্র এলাকার কিছু শুভাকাঙ্ক্ষী মুরুব্বিদের সহায়তায় আমরা তাকে উদ্ধার করি।
প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে কথা বললে সে কিছু তথ্য জানায়—
নামঃ মোসাম্মৎ শর্মা খাতুন
বয়সঃ ২৮ বছর
পিতাঃ মোঃ শুকুর আলী
মাতাঃ রোহিদা বেগম
ঠিকানাঃ মালিগাঁও হাট, গুয়াবাড়ি, থানা চোপড়া, জেলা উত্তর দিনাজপুর — ভারতের অন্তর্গত।
তার কথা ও ঠিকানা শুনে আমরা নিশ্চিত হই যে, সে ভারতের নাগরিক। সঙ্গে সঙ্গে যোগাযোগ করি
আমাদের নিকটবর্তী থানা পুলিশের সাথে ও
ভারতের জনপ্রিয় মানবিক প্ল্যাটফর্ম ' হ্যাম রেডিও'-এর অন্যতম কর্ণধার নাগ বিশ্বাস দাদার সঙ্গে মেয়েটির পরিবার খোঁজার জন্য।
সকল প্রশংসা মহান আল্লাহর অল্প সময়ের মধ্যেই হ্যাম রেডিওর মাধ্যমে তার পরিবারকে খুঁজে পাওয়া যায়।
ভিডিও কলে তার মা-বাবার সাথে আমাদের কথা হয়, আর তখনই নিশ্চিত হওয়া যায় যে এটি তাদেরই বহু খোঁজাখুঁজি করা মেয়ে শর্মা খাতুন।
তাদের বক্তব্য অনুযায়ী, প্রায় চার মাস আগে মানসিক ভারসাম্য হারিয়ে মেয়েটি বাড়ি থেকে হারিয়ে যায়। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
তার মা-বাবা কান্নাভেজা কণ্ঠে বলেন,
> “আমরা জানতাম না কিভাবে মেয়েটি বাংলাদেশে চলে এসেছে, ও মানসিক রোগী, হয়তো পথ ভুলে চলে গিয়েছে... এখন ওকে খুঁজে পেয়ে আমাদের জীবন ফিরে পেলাম।”
বর্তমানে শর্মা খাতুন আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের হেফাজতে সুরক্ষিতভাবে আছেন।
আমরা ইতোমধ্যে নিকটবর্তী থানা-পুলিশকে বিষয়টি অবহিত করেছি এবং ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।
এটাই মানবতার জয়।
কোনো সীমানা নয়, হৃদয়ের বন্ধনই বড়।
মোঃ আব্দুল গনি ফিটু
প্রতিষ্ঠাতা সভাপতি
মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিম
গোলাবাড়ি স্টেশন, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
মোবাইল ০১৭৬১-৭০৫৬১৮