23/09/2025
إنا لله وإنا إليه راجعون
শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলুশ শাইখ কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন।
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং ১৯৮১ সাল ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫ বছর যাবত আরাফাত দিবসে হজ্জের খুতবাহ প্রদানকারী বিশ্বখ্যাত আলেম।
আজ (২৩ সেপ্টেম্বর ২০২৫) ৮২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। দীর্ঘ জীবন তিনি আল্লাহর দ্বীনের খেদমতে উৎসর্গ করেছেন। হজের আরাফার ময়দানে তাঁর খুতবা কোটি কোটি মুসলমানের জন্য ছিল দিকনির্দেশনার বাতিঘর।