20/04/2025
গুজবকারী যে গণহারে বাংলাদেশী ধরে পাঠিয়ে দেবার খবর দেয়, সৌদি প্রবাসী হিসেবে আপনিই বলুন, আপনি কোথায় আছেন, এবং আপনার আশপার্শ্ব থেকে ক'জন বৈধ লোককে ধরতে দেখেছেন?
যাদের ধরে পাঠাচ্ছে তারা বেশির সৌদি আরবের শ্রম লঙ্ঘন করছে বিথাই তাদেরকে পাঠিয়ে দিচ্ছে।
ধরুন আপনি হাউস ড্রাইভার অথবা আমেল মঞ্জিল ভিসায় এসেছেন এখন যদি কোন দোকানে মার্কেটে কাজ করেন সেখানে যদি পুলিশ মক্তব আল আমেল রেইড দিয়ে আপনাকে ধরে তাহলে তো অবশ্য আপনাকে দেশে পাঠিয়ে দিবে কেননা আপনার থাকার কথা ছিল আপনার কফিলের বাসায় অথবা হাউস ড্রাইভার হিসেবে কাজ করার,আপনি শ্রম আইন ভঙ্গ করেছেন।
বাংলাদেশের যেসব মিডিয়া নিউজ করে তাদের এসব খোলামেলা প্রকাশ করা দরকার সৌদি আরবের শ্রম আইন সম্পর্কে অবগত থাকা দরকার বাংলাদেশ মিডিয়া গুলোর।