
31/03/2025
🔥বিন মিশাল ভাই কে নিয়ে নানা দিকে নানান পোষ্ট দেখতেছি,বুঝতে পারলাম সাময়িক ঝামেলার মধ্যে পড়েছে,আমি যতটুকু জানি বিন মিশাল সৎ ও পরিশ্রমী একজন মানুষ,একটা কথা স্পষ্ট বলতে চাই : বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করবেন না,যদি কোন মন মালিন্য বা ঝামেলা থাকে সেগুলো আলোচনা করে মিটিয়ে ফেলা যেতে পারে,যদি সৌদি আরবের আইনি কোন জটিলতা হয় সেটি আলাদা ব্যাপার,কিন্তু ব্যক্তিগত জাতিগত কোন কোন্দলের বলি যেন আর কোন বাংলাদেশী না হয়।
বিন মিশালের জন্য দোয়া ও ভালোবাসা রইলো,আশা করি অচিরেই সকল সমস্যার সমাধান করে আবারো প্রবাসীদের কল্যাণে কাজ করবে।
সকল প্রবাসী ভাইদের ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক 🤩