Zahid js Official

Zahid js Official আমি জাহিদ সৌদি আরব প্রবাসী,পেইজে সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেখতে পাবেন
প্রয়োজনে WhatsApp +966567801857

20/04/2025

গুজবকারী যে গণহারে বাংলাদেশী ধরে পাঠিয়ে দেবার খবর দেয়, সৌদি প্রবাসী হিসেবে আপনিই বলুন, আপনি কোথায় আছেন, এবং আপনার আশপার্শ্ব থেকে ক'জন বৈধ লোককে ধরতে দেখেছেন?
যাদের ধরে পাঠাচ্ছে তারা বেশির সৌদি আরবের শ্রম লঙ্ঘন করছে বিথাই তাদেরকে পাঠিয়ে দিচ্ছে।

ধরুন আপনি হাউস ড্রাইভার অথবা আমেল মঞ্জিল ভিসায় এসেছেন এখন যদি কোন দোকানে মার্কেটে কাজ করেন সেখানে যদি পুলিশ মক্তব আল আমেল রেইড দিয়ে আপনাকে ধরে তাহলে তো অবশ্য আপনাকে দেশে পাঠিয়ে দিবে কেননা আপনার থাকার কথা ছিল আপনার কফিলের বাসায় অথবা হাউস ড্রাইভার হিসেবে কাজ করার,আপনি শ্রম আইন ভঙ্গ করেছেন।

বাংলাদেশের যেসব মিডিয়া নিউজ করে তাদের এসব খোলামেলা প্রকাশ করা দরকার সৌদি আরবের শ্রম আইন সম্পর্কে অবগত থাকা দরকার বাংলাদেশ মিডিয়া গুলোর।

🔥বিন মিশাল ভাই কে নিয়ে নানা দিকে নানান পোষ্ট দেখতেছি,বুঝতে পারলাম সাময়িক ঝামেলার মধ্যে পড়েছে,আমি যতটুকু জানি বিন মিশাল...
31/03/2025

🔥বিন মিশাল ভাই কে নিয়ে নানা দিকে নানান পোষ্ট দেখতেছি,বুঝতে পারলাম সাময়িক ঝামেলার মধ্যে পড়েছে,আমি যতটুকু জানি বিন মিশাল সৎ ও পরিশ্রমী একজন মানুষ,একটা কথা স্পষ্ট বলতে চাই : বাঙালি হয়ে বাঙালির ক্ষতি করবেন না,যদি কোন মন মালিন্য বা ঝামেলা থাকে সেগুলো আলোচনা করে মিটিয়ে ফেলা যেতে পারে,যদি সৌদি আরবের আইনি কোন জটিলতা হয় সেটি আলাদা ব্যাপার,কিন্তু ব্যক্তিগত জাতিগত কোন কোন্দলের বলি যেন আর কোন বাংলাদেশী না হয়।
বিন মিশালের জন্য দোয়া ও ভালোবাসা রইলো,আশা করি অচিরেই সকল সমস্যার সমাধান করে আবারো প্রবাসীদের কল্যাণে কাজ করবে।
সকল প্রবাসী ভাইদের ঈদুল ফিতরের শুভেচ্ছা "ঈদ মোবারক 🤩

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Zahid js Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share