16/07/2024
বিশেষ বিজ্ঞপ্তি,
হে বাঙালি জাতি ভয় পেয়ো না আঁধারে আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।
** বাংলাদেশের চলমান কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণভাবে চলতেছিল।সাধারণ শিক্ষার্থীর উপর হঠাৎ করে এই সহিংসতা কেন হল তা জাতি জানতে চাই।
দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকরা এই সহিংসতার কারন।
**আমি মনে করি দেশের সর্বোচ্চ ক্ষমতায় থেকে
মাননীয় প্রধানমন্ত্রী
সম্পূর্ণ বাঙালি জাতিকে কটুক্তি করেছে এতে আমার মাতৃভূমি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। কারন উনি বলেছেন মুক্তিযোদ্ধার নাতিপুতি ছাড়া রাজাকারদের নাতি পতিদের চাকরি দেব নাকি। অর্থাৎ দেশ স্বাধীনের তিন দশক পরে আমার জন্ম তাহলে আমাকেও রাজাকার হিসাবে সংবর্ধনা দিল দেশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী।
**৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমার প্রিয় মাতৃভূমি প্রিয় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপরাধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনের আওতায় আনা উচিত।
২)দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি কাউয়া কাদের ওরফে কাদের কাক্কু তিনি বলেছেন আন্দোলন রুখে দেয়ার জন্য ছাত্রলীগ সব ধরনের ভাবে প্রস্তুত আছে।
**এখানে আমার প্রশ্ন বাংলাদেশ পুলিশ প্রশাসন থাকার পরে কাদের কাক্কু ছাত্রলীগের কথা কেন বলল পুলিশ প্রশাস ছাত্রলীগের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে জানতে চাই গোটা জাতি।
**কাদের কাক্কু এই সহিংসতা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।
**যৌতিক কোটা সংস্কার আন্দোলনে অনৈতিক প্রতিহিংসার সহিংসতার রাজনীতি কেন শুরু হল।
**দেশের সর্বোচ্চ নীতি নির্ধারকরা এরকম কথা এরকম বক্তব্য কেন বলতেছে তা আমার বোধগম্য নয়।
(একজন রেমিট্যান্স ফাইটার)