
26/10/2024
বিশ্বব্যাপী অভূতপূর্ব সাড়া মিলেছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘তুফান’র। সেই সাফল্যে রীতিমত উড়ছেন ঢাকাই সিনেমার এই মেগাস্টার। পূর্বের সাফল্যকে ছাড়িয়ে যেতে এবার শাকিব তার নতুন সিনেমা ‘বরবাদ’র শুটিং করছেন।
তার এ সিনেমাতে পশ্চিমবাংলার অভিনেতা যীশু সেনগুপ্ত থাকবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেল সেই গুঞ্জনই সত্য। জানা গেল শাকিব খানের 'বরবাদ'এ আছেন যীশু সেনগুপ্ত। এর আগে শাকিবের ‘তুফান’এ যীশু সেনগুপ্তের অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু শিডিউল জটিলতায় সেটি সম্ভব হয়নি। তবে ‘বরবাদ’-এ ব্যাটে বলে টাইমিং মিলেছে। এ কারণে একসঙ্গে দেখা যাবে শাকিব-যীশুকে