Md.Abed Jahangir

Md.Abed Jahangir "সৎ পথে চলার চেষ্টা করি, স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার, আর বিশ্বাস করি যে কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। জীবন একটাই, তাই প্রতিটি মুহূর্তকে সেরা করার জন্য বাঁচি।"

☀️ সূর্য কখনো নিজের আলো ধরে রাখে না…সূর্য প্রতিদিন উঠে—অজস্র আলোর ছোঁয়ায় জাগিয়ে তোলে পৃথিবীকে,তবুও নিজে একা, জ্বলন্ত,...
29/07/2025

☀️ সূর্য কখনো নিজের আলো ধরে রাখে না…

সূর্য প্রতিদিন উঠে—
অজস্র আলোর ছোঁয়ায় জাগিয়ে তোলে পৃথিবীকে,
তবুও নিজে একা, জ্বলন্ত, তপ্ত!

🔥 সে জানে, নিজের আলো ছড়িয়ে দিলেই অন্যেরা আলোকিত হয়।
তাই তো দিনের পর দিন,
কখনো ক্লান্ত না হয়ে সে শুধু দিয়ে যায়…

জীবনে আমরা যদি সূর্যের মতো হই,
তাহলে আলোর অভাব থাকবে না কারও জীবনে।

তাই,
নিজের জ্বলে ওঠা শুধু নিজের জন্য না—
আলো হোক, আশার, সাহসের আর পথ দেখানোর…

#সূর্য #আলো #জীবনবোধ #অনুপ্রেরণা #সত্যিকথা

29/07/2025

আমি কুরআন ছাড়া কিছুই বিশ্বাস করি না।
এখানে বিজ্ঞান থেকে নেয়া কথাগুলো আমার মতে মোটেও সত্য নয়

🌌 আমরা কোথা থেকে এলাম? সবকিছু কিভাবে শুরু হলো? – একটি সৃষ্টির গল্প (বিজ্ঞানের আলোকে)

❝ পৃথিবীর শুরুটা কীভাবে হলো? মানুষ কিভাবে এলো? বিজ্ঞান সবকিছু জানে কীভাবে? তাহলে ঈশ্বর কোথায়? ❞
এই প্রশ্নগুলো যখন মাথায় আসে, তখন শুরু হয় একটি অসাধারণ চিন্তার যাত্রা...

---

🔥 ১. সবকিছুর শুরু — বিগ ব্যাং

প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে, শূন্য থেকে ঘটে এক বিশাল বিস্ফোরণ — "Big Bang"।
এর আগে কিছুই ছিল না — না সময়, না স্থান, না পদার্থ।
এই বিস্ফোরণ থেকেই তৈরি হলো স্থান, সময়, গ্যাস, আলো... এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়লো কোটি কোটি গ্যালাক্সি।

---

☀️ ২. সূর্য ও পৃথিবীর জন্ম

প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে, একটি গ্যাস ও ধূলার মেঘ (Nebula) থেকে জন্ম নেয় সূর্য।
তার চারপাশে জমা হতে থাকে পাথর, ধুলো — এভাবেই জন্ম নেয় আমাদের ছোট্ট গ্রহ "পৃথিবী"।

---

🌊 ৩. জীবনের জন্ম — কোষ থেকে প্রাণ

পৃথিবীর গরম জল, বজ্রপাত, আগ্নেয়গিরির মধ্যে একদিন কিছু রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় জীবনের বীজ —
অর্থাৎ, প্রথম কোষ (Single-celled organism)।
এই কোষ একা না থেকে ভাগ হতে শেখে, বাঁচতে শেখে, ছড়িয়ে পড়ে — এভাবেই শুরু হয় জীবনের যাত্রা।

---

🐒 ৪. প্রাণীর বিবর্তন — মাছ থেকে বানর, বানর থেকে মানুষ

লাখ লাখ বছর ধরে:

মাছ জল থেকে স্থলে এলো 🐟

সরীসৃপ থেকে পাখি হলো 🐦

গাছের ডালে চলাফেরা করতে করতে বানরের মতো প্রাণী তৈরি হলো 🐒

তারপর একদিন, সেই প্রাণী দাঁড়িয়ে হাঁটতে শিখল, আগুন জ্বালাল, কথা বলল —
এভাবেই এল আধুনিক মানুষ — Homo sapiens।

---

🧠 ৫. মানুষ — যে নিজেকে ও বিশ্বকে জানে

মানুষ শুধু খায়, ঘুমায় না — সে চিন্তা করে, প্রশ্ন করে:

আমি কে?

এই চাঁদ-সূর্য কীভাবে চলে?

বৃষ্টি হয় কেন?

মৃত্যুর পর কী?

এই চিন্তা থেকেই জন্ম নিল বিজ্ঞান।

---

🔬 ৬. বিজ্ঞান কীভাবে শিখে?

বিজ্ঞানীরা প্রকৃতি পর্যবেক্ষণ করে, পরীক্ষা করে, প্রমাণ খোঁজে।
তারা নিজের মাথা দিয়ে কিছু কল্পনা করে না, তারা বাস্তবতা থেকে সত্য বের করে আনে।

বিজ্ঞান হলো আল্লাহর সৃষ্টি করা নিয়মের ভাষা, আর মানুষ সেই ভাষার পাঠক।

---

📖 ৭. তাহলে কুরআন আগে, না বিজ্ঞান?

বিজ্ঞান তো প্রকৃতির নিয়ম — যা সৃষ্টি শুরুর দিন থেকেই ছিল।

কিন্তু কুরআন এসেছে ১৪০০ বছর আগে — মানুষের জন্য পথনির্দেশ হিসেবে।

আশ্চর্যের বিষয়, কুরআনে এমন অনেক বৈজ্ঞানিক সত্য বলা হয়েছে, যা মানুষ পরে আবিষ্কার করেছে।
যেমন: ভ্রূণের সৃষ্টি, মহাবিশ্বের প্রসারণ, পাহাড়ের ভূমিকা।

---

🌟 ৮. মানুষ না থাকলে বিজ্ঞানকে কেউ বুঝতে পারত না

বিজ্ঞান তো ছিল — কিন্তু বুঝতে হতো একজন চিন্তাশীল পাঠক।
তাই মানুষই একমাত্র জীব, যে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মগুলো চিনতে পারে, প্রশ্ন করতে পারে, আর ঈশ্বরকে খুঁজে পেতে পারে।

---

🧘‍♂️ শেষ কথা:

> বিজ্ঞান আর ধর্ম একে অপরের বিরোধী নয় — বরং দুটি পথ, যা সত্যকে খুঁজে পেতে আমাদের সাহায্য করে।
বিজ্ঞান বলে "কীভাবে", আর ধর্ম বলে "কেন"।

---

📝 আপনার ভাবনা কী?

আমরা কি শুধুই মাটি, না আরও কিছু?
আপনার মতামত কমেন্টে জানান... ⬇️

#মানবজীবন #বিজ্ঞান_ও_ধর্ম #জ্ঞানচর্চা #বিশ্বাস_ও_বুঝ

29/07/2025

জীবনে হার না মানলেই

29/07/2025

টক জাতীয় খাবার এই আইটেমের খাবার খুব বেশি চলে

29/07/2025

🔮 ভবিষ্যত অনিশ্চিত, কিন্তু আল্লাহ নিশ্চয়ই আছেন!

আমরা কেউ জানি না আগামীকাল আমাদের সঙ্গে কী হবে।
আনন্দ নাকি অশ্রু… সফলতা নাকি ব্যর্থতা… জীবন নাকি বিদায়।
সবকিছুই এক অজানা অধ্যায়ের অপেক্ষা।

তবুও আমরা চেষ্টা করি, স্বপ্ন দেখি, দোয়া করি।
কারণ আমরা বিশ্বাস করি—
“যে ভবিষ্যত অজানা, সেই ভবিষ্যতের মালিক আল্লাহ।”

🕊️ তাই দুশ্চিন্তা নয়, আল্লাহর ওপর ভরসা করো।
তুমি যেটা হারিয়েছো, আল্লাহ চাইলে তার থেকেও ভালো কিছু দিয়ে দিবেন।

💬 মনে রেখো:
“তুমি দেরিতে পাচ্ছো মানে এই নয় যে, তুমি হারিয়ে গেছো।”

---

#ভবিষ্যত #আল্লাহর_উপর_ভরসা #অনিশ্চয়তা #ভালোথাকো #ইসলামিকপোস্ট #বাংলাপোস্ট

29/07/2025

🇧🇩 সত্য ইতিহাস: শহীদ রুমির আত্মত্যাগ (১৯৭১)

শহীদ শাফি ইমাম রুমী ছিলেন মুক্তিযুদ্ধের একজন তরুণ বীর। তাঁর বয়স তখন মাত্র ১৯ বছর। ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি আমেরিকান ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পান। কিন্তু তিনি পড়াশোনা ছেড়ে দেশের জন্য যুদ্ধ করার সিদ্ধান্ত নেন।

🔥 যুদ্ধের ময়দানে:

রুমী ছিলেন "ক্র্যাক প্লাটুন" নামক একটি গেরিলা বাহিনীর অন্যতম সদস্য। তারা ঢাকার মধ্যে পাকিস্তানি বাহিনীর উপর গোপন হামলা চালাত। রুমী অনেক সাহসী অভিযান পরিচালনা করেন।

🚨 গ্রেপ্তার ও শহীদ হওয়া:

১৯৭১ সালের ২৯ আগস্ট রাতে পাকিস্তানি বাহিনী তাঁর বাসা ঘেরাও করে। রুমী, তাঁর বন্ধু জামীল ও আজাদকে ধরে নিয়ে যায়। তারপর থেকে আর কোনোদিন রুমী ফিরে আসেননি।

তাঁর মা জাহানারা ইমাম পরবর্তীতে লিখেছিলেন সেই বুকভাঙা দিনগুলোর কাহিনি — "একাত্তরের দিনগুলি" নামে এক অসাধারণ বইতে।

---

🎗️ আমাদের শিক্ষা:

দেশমাতৃকার জন্য নিজের জীবন উৎসর্গ করার নামই দেশপ্রেম।

আজ আমরা স্বাধীন, কারণ রুমির মতো লাখো তরুণ জীবনের মায়া ত্যাগ করে লড়েছেন।

শহীদ রুমি বেঁচে নেই, কিন্তু তাঁর সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ চিরদিন বেঁচে থাকবে।

28/07/2025

ফেসবুক এমন একটা জিনিস, যতো পাগলামী করতে পারেন ততই ভাইরাল হতে পারবেন ‌।

"যাকে টিভিতে দেখতাম, আজ সে আমার পাশে দাঁড়িয়ে — জীবন সত্যিই চমকপ্রদ! 🐐⚽"
28/07/2025

"যাকে টিভিতে দেখতাম, আজ সে আমার পাশে দাঁড়িয়ে — জীবন সত্যিই চমকপ্রদ! 🐐⚽"

😋 তালের পিঠা দেখলেই জিভে জল এসে যায়... 😋এই ছবিটা দেখে মনটা কেমন যেন হু হু করে উঠলো!২৫ বছর আগের সেই স্বাদ, সেই ঘ্রাণ — ম...
28/07/2025

😋 তালের পিঠা দেখলেই জিভে জল এসে যায়... 😋

এই ছবিটা দেখে মনটা কেমন যেন হু হু করে উঠলো!
২৫ বছর আগের সেই স্বাদ, সেই ঘ্রাণ — মনে পড়তেই একটাই কথা মাথায় ঘুরছে...
👉 "খাইতে ইচ্ছা করছে ভাই!"

তালের পাকা রস, নারকেলের সুগন্ধ আর মায়ের মমতার ছোঁয়ায় তৈরি এই পিঠা —
এইটা শুধু একটা খাবার না, এটা একটা মাধুর্য মাখা স্মৃতি।
জীবন যতই এগিয়ে যাক, কিছু স্বাদ আর কিছু মুহূর্ত কখনো ভুলা যায় না।

🍂 "পিঠা খাই না অনেক দিন, কিন্তু মন খায় প্রতিদিন..." 🍂

---

#খাইতেইচ্ছাকরছে #তালেরপিঠা #বাংলারস্বাদ #মায়েরস্বাদ #জীবনেরমিঠেমুহূর্ত

ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি গাড়ির অপেক্ষায় এই জায়গাটা ঢাকা শহরের গলির মতো দেখতে
28/07/2025

ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছি গাড়ির অপেক্ষায় এই জায়গাটা ঢাকা শহরের গলির মতো দেখতে

Address

Dammam

Alerts

Be the first to know and let us send you an email when Md.Abed Jahangir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share