
13/08/2025
সবাই আপন হয়ে আসে না—
কেউ আসে স্বার্থের জন্য, কেউ শুধু সময় কাটাতে,
আসল আপন সে-ই,
যে সুখে-দুঃখে পাশে থাকে নিঃস্বার্থভাবে।
রক্তের সম্পর্কও অনেক সময় মলিন হয়ে যায়,
কিন্তু ভালোবাসা আর মমতার বন্ধনই আসল আপন বানায়,
তাই সবার সাথে মিশো, কিন্তু মনটা দাও কেবল সেইজনকে,
যে প্রমাণ দিয়েছে—সে সত্যিই আপনার।