16/09/2023
আপনারা যে শিশুটিকে দেখতে পাচ্ছেন তার নাম আব্দুল্লাহ।তার এই কচি হাত দুটি এক মাস যাবত সুঁইয়ের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। এখন নার্সরা টেনশনে পড়ে যায় কোথায় সুঁই ঢুকাবে। এই এক মাসে প্রায় ৩০ বারের অধিক তার দুই হাতে সুঁই ঢুকেছে। পায়ের হাড্ডি থেকে রস নিয়ে বন ম্যারো টেস্ট করা হয়েছে।
এখন স্যাম্পল কালেকশন বুথে গেলেই সে ভয়ে অস্থির হয়ে যায়। শক্ত করে তার বাবা, মাকে জড়িয়ে ধরে। চিৎকার দিয়ে কান্না করে। তখন স্থির থাকা অনেক কঠিন হয়ে পড়ে।
আব্দুল্লাহর ব্লাড ক্যান্সার। ডাক্তারী ভাষায় এএলএল।বর্তমানে পিজি হসপিটালে ভর্তি আছে।তার চিকিৎসা খরচ প্রায় ৯-১০ লক্ষ টাকা।
তার বাবা একজন আলেম মানুষ।মাদরাসায় পড়ান।আর্থিকভাবে তেমন সচ্ছল নয়।এই চিকিৎসাভার তার দ্বারা বহন করা অসম্ভব।
আমরা চাচ্ছিলাম তাদের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে। আল্লাহর উপর ভরসা করে আমরা এই প্রজেক্টে হাত দিয়েছি| আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি|
আপনারা দোয়া করবেন এবং সর্বোচ্চ ডোনেট করবেন আপনাদের কাছে সেটাই প্রত্যাশা! আগামী পরশু রবিবার বাচ্চাকে দেখতে যাব ইনশাল্লাহ।বাবার হাতে আপাতত কিছু আর্থিক সহায়তা দেওয়ার ইচ্ছা আছে।আপনারাও চাইলে শরিক হতে পারেন।
01857546766-(bkash/nagad)