Alvi Ahammed Rubel

  • Home
  • Alvi Ahammed Rubel

Alvi Ahammed Rubel একদম সোজা কথা ভাই �
তুমি আমার সাথে যেমন আমি তোমার সাথে তেমন��

ছবিটি এডিটিং কেমন হয়েছে?
14/07/2025

ছবিটি এডিটিং কেমন হয়েছে?

আজ ভোর চারটা'র দিকে পাহাড়ি স*ন্ত্রা*সীদের সাথে গোলাগু*লি হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে।এতে একজন সেনাসদস্য আহত...
08/07/2025

আজ ভোর চারটা'র দিকে পাহাড়ি স*ন্ত্রা*সীদের সাথে গোলাগু*লি হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে।

এতে একজন সেনাসদস্য আহত হয়ে,৩ জন স*ন্ত্রাসী গ্রেফতার হয়েছে এবং আধুনিক অ*স্ত্র ও গু*লি উদ্ধার হয়েছে।কিন্তু এটি নিয়ে নিউজ নাই,পার্বত্যা অঞ্চলে ISI মদদপুষ্ট স্লিপার সেল গুলো এক্টিভেট হয়েছে বলে আসছি বেশ কয়েকদিন ধরে,যা পার্বত্য পাহাড়ি অঞ্চলে বসবাস করা বাঙালি ও অন্য সাধারণ সম্প্রদায়দের জন্য ভয়ংকর হুমকি।
এখন প্রয়োজন পার্বত্য অঞ্চলে কম্বাইন মিশন পরিচালনা কারা যা সেনাবাহিনী-বিজিবি-বিমানবাহিনী ও এম আই(মিলিটারি ইন্টেলিজেন্স) এর যৌথ অভিযান হবে এখানে লোকাল পুলিশকে যুক্ত না করে প্রয়োজনে SWAT ও RAB এর কমান্ডো ফোর্সকে যুক্ত করবে এবং অতিরিক্ত পুলিশ ফোর্স অভিযানের এলাকায় অভিযান চলাকালে কোনো স*ন্ত্রাসী যেনো লোকাল জনগণ, বসতি,স্থাপনায় হা*মলা করতে না পারে সেই কাজ করবে এবং লোকাল থানা পুলিশ তাদের থানা ও আশেপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।
এভাবে আরো উন্নত কৌশল পরিকল্পনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একটি ৩-৪ দিন বা পরিস্থিতি অনুযায়ী কমবেশি সময়ের জন্য অভিযান পরিচালিত করবে।
আর এভাবে বিচ্ছিন্ন অভিযান চালালে আমাদের সদস্যাই আহত-নি*হত হবে এতে ক্ষতি আমাদেরই বিপরীতে তারা পাহাড়ি অঞ্চলে চলাফেরা করায় দক্ষ সুতরাং তাদের সুবিধা বেশি এবং তাদের কেউ নি*হত হলেও তাদের ক্ষতি নাই তারা আবারো গা ঢাকা দিবে সময়ে সময়প আবারে প্রকাশ্যে এসে তাদের কর্মকান্ড চালাবে এতে যেই লাউ সেই কদুই থাকবে এবং পার্বত্য অঞ্চলের পাহাড়ি এলাকায় যেসব খ্রিস্টান মিশনারী হয়ে সেগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে সেই সাথে সেই এলাকার বিভিন্ন দেশী-বিদেশী এনজিও সদস্য ও কার্যক্রমেও গোয়েন্দা নজরদারি অত্যান্ত জুরুরি।

এখন সিদ্ধান্ত সেনাবাহিনীর তারা কী করবে দেশকে রক্ষা করবে নাকি বিচ্ছিন্নতাবাদীদের বড় হা*মলার শিকার হয়ে সেনাসদস্যরা নিহত ও দেশকে তাদের হাতে তুলে দিবে।
সম্প্রতি ১৯৯৭ এর পার্বত্য চুক্তি তারা মানে না এই চুক্তি তাদের মানবাধিকার হরণ করছে বলে এই চুক্তি বাতিল ও সেনাবাহিনী প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে যা সেখানে খ্রিস্টান-ইহুদি রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র পরিকল্পনার ২ ধাপ

কলেজে নাচার জন্য বিয়ে হলোনা এক পাত্রীর😐🙏
08/07/2025

কলেজে নাচার জন্য বিয়ে হলোনা এক পাত্রীর😐🙏

মসজিদের মিম্বর থেকে যারা জাহান্নামের সুসংবাদ পেয়েছিল! ১৯ জুলাই জুমার খুতবা চলাকালে পুলিশ যখন গুলি চালাচ্ছিল, এই ছেলেটা স...
08/07/2025

মসজিদের মিম্বর থেকে যারা জাহান্নামের সুসংবাদ পেয়েছিল!

১৯ জুলাই জুমার খুতবা চলাকালে পুলিশ যখন গুলি চালাচ্ছিল, এই ছেলেটা সামনে এগিয়ে যায় কথা বলতে, যাতে কিছুক্ষণের জন্য হলেও সংঘর্ষ বন্ধ থাকে।

পুলিশ সবাইকে অবাক করে দিয়ে হাসিমাখা ছেলেটার সামনে এসেই তারা কোমড়ে বন্দুক ঠেকিয়ে সবার সামনে গুলি করে দেয়। খুব সম্ভবত পেটের ডানপাশ থেকে নাড়ি-ভুঁড়ি বের হয়ে আসলে সে নিজের এক হাত দিয়ে তা চেপে ধরে ওখানেই পড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, ছেলেটার নাম রাতুল, নওয়াব হাবিবুল্লাহর ছাত্র।

ঘাতক পুলিশের ছবির বায়ে সংযুক্ত। (পরিচয় পেলে কমেন্টে দেয়ার অনুরোধ রইল)

গুলি চলার পড়ে মসজিদের মিম্বর থেকে খুতবায় ইমাম সাহেবের ঘোষণা আসে, যারা বাইরে গুলি চালাচ্ছে, তাদের জন্য আমি জাহান্নামের সুসংবাদ দিচ্ছি।

এমন হাজারও মসজিদের মিম্বর থেকে প্রতিরোধের ভাষা উচ্চারিত হয়েছিল। কত শত খতিবকে চাকরিচ্যুত করা হয়েছিল, অপমান ও লাঞ্ছিত করা হয়েছিল। আমরা সে ইতিহাস ভুলিনি। তারাই আমাদের প্রকৃত জুলাইয়ের ইমাম।

তুমি বিস্ময় তুমি নির্ভয়,জিয়া তুমি সোনালী ভোরের নতুন সূর্যোদয় ।১৯৮১ সালে ৩০ই মে বিতর্কিত সেনা সদস্যদের হাতে প্রাণ হারায় প...
31/05/2025

তুমি বিস্ময় তুমি নির্ভয়,
জিয়া তুমি সোনালী ভোরের নতুন সূর্যোদয় ।

১৯৮১ সালে ৩০ই মে বিতর্কিত সেনা সদস্যদের হাতে প্রাণ হারায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।

বাংলাদেশের এই অমিততেজা বীর যোদ্ধা রাষ্ট্রনায়ক শুধু এ দেশের ইতিহাসে এক উজ্জ্বল জ্যোতষ্কই নন । মুক্তিযুুদ্ধের সংগঠক ও সেক্টর কমান্ডার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, ইসলামি উম্মাহর ঐক্যপ্রচেষ্টার অগ্রদূত, সার্কের স্বপ্নদ্রষ্টা, তৃতীয় বিশ্বের অবিসংবাদিত নেতা ও আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সফল রাষ্ট্রনায়ক ।

বাঙ্গালির প্রতিটি ঘরে ঘরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম অমর হয়ে আছে ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জানাই বিনম্র শ্রদ্ধা...🏵️🏵️🏵️

নিতান্তই বাস্তব
26/05/2025

নিতান্তই বাস্তব

জাহান্নামী ৬ নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিনযদি মিল থাকে তবে পরিহার করুন....?তওবা করুণ ফিরে আসেন ইসলামের ছায়া তলে...
25/05/2025

জাহান্নামী ৬ নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন
যদি মিল থাকে তবে পরিহার করুন....?
তওবা করুণ ফিরে আসেন ইসলামের ছায়া তলে....
একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ ও
আর থাকবে না.........?
আসল জীবন পরকাল তাই আসুন পরকাল মূখি হই....?
একবার আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজী সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাকী বসে কাঁদছেন।
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেনো?
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন জানালেন যে, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আজাবে গ্রেফতার দেখতে পেয়েছি।তারপর নবীজী নারীদের শাস্তির বর্ণনা করলেন, লম্বা হাদিস।
ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাদের গোনাহ সম্পর্কে জানতে চাইলে নবীজী বলেন, তারা হলোঃ
১★ঐ নারী যে মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়,
২★ঐ নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করেনা,
৩★ঐ নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে,
৪★ঐ নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ কাজা করে ফেলে (জাহান্নামে এদের চেহারা শুকরের মতো ও শরীর গাধার মতো হবে),
৫★ঐ নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে (জাহান্নামে এদের মুখ দিয়ে আগুন প্রবেশ করিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করা হবে এবং একজন ফেরেশতা তাকে প্রহার করতে থাকবে)
এবং
৬★ঐ নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। (এদের চেহারা কুকুরের মতো হবে)
★ইয়া আল্লাহ উপরে উল্লেখিত সব আজাব থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি তুমি আমাদের সবাইকে হেফাজত করিও এবং এই ৬ প্রকার গুনাহ থেকে বেচেঁ থাকার তৌফিক দিয় আমাদের মা বোনদেরকে [ আমিন আমিন ছুম্মা আমিন ]

মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটি হলেন বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান।...
22/05/2025

মেঝেতে পড়ে থাকা ব্যক্তিটি হলেন বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান।
আজ যে সকল বিএনপি নেতা - কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীদের টাকার বিনিময়ে পুনর্বাসন করার ধান্দায় লিপ্ত আছেন তারা যদি দলকে এতটুকু ভালোবেসে থাকেন তবে সেই দিনগুলোর কথা ভুলে যাইয়েন না।
ফিরে আসুন লোভের জায়গা থেকে।
এতে করে আপনার এবং দল, উভয়ের জন্যই মঙ্গল বয়ে আনবে।

ধুম*পান ছেড়ে দেবার পর ৭ বছরে ধুম*পান বাবদ জমানো টাকা ২ লক্ষ ৪৫ হাজার ৯৫ টাকা! চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহিন নামের এক...
20/05/2025

ধুম*পান ছেড়ে দেবার পর ৭ বছরে ধুম*পান বাবদ জমানো টাকা ২ লক্ষ ৪৫ হাজার ৯৫ টাকা!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহিন নামের এক ভদ্রলোক। ২০১৪ সালের ১০ ডিসেম্বর তিনি স্ত্রীকে কথা দেন, তিন আর ধুম*পান করবেন না।

স্ত্রী জিজ্ঞেস করেন, "সিগা*রেট কেনার পেছনে প্রতিদিন আপনার কতো টাকা খরচ হয়?"

শাহিন জবাব দেন, "কোনোদিন ৫০ টাকা, কোনোদিন ১০০ টাকা, কোনোদিন ১৫০ টাকা।"

স্ত্রী পরামর্শ দিলেন, "ঠিক আছে, এখন থেকে আপনার সিগা*রেট কেনার খরচ আমার কাছে জমা রাখবেন। ঠিক আছে?"

সেই থেকে টাকা জমানো শুরু।

৭ বছর পর সঞ্চিত অর্থ ভেঙ্গে দেখা গেলো মোট ২,৪৫,০৯৫ টাকা হয়েছে। এই সাত বছর জনাব শাহিন যে টাকাগুলো ব্যয় করতেন সিগা*রেট কেনার পেছনে, সেই টাকা জমিয়ে রাখায় একসাথে এতো টাকা হয়েছে।

টাকাগুলো তিনি তার সন্তানদের পড়ালেখার পেছনে ব্যয় করবেন বলে জানান।

ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল... কবিতার মতো দেখা যায় জনাব শাহিনের জমানো টাকা তার কাছে অনেকটা মহাদেশ, সাগরের মতো হয়ে গেছে।

যেকোনো বদ* অভ্যাস ত্যাগ করার পর সেই অভ্যাসের পেছনে আগে যতো টাকা খরচ হতো, সেগুলো জমানো শুরু হলে একসময় মোটা অংকের টাকা হয়ে যাবে। জনাব শাহিনের গল্প সিগা*রেট খোরদের জন্য যেমন শিক্ষণীয়, সাধারণ মানুষের জন্যও শিক্ষণীয়।
💙
মিম্বার-Minbar

Copied✅

দলমত নির্বিশেষে তিনি আপোষহীন নেত্রী, গৃহিনী থেকে তিনি সফল রাজনীতিবিদ হয়েছেন, যার কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে, এ দ...
13/05/2025

দলমত নির্বিশেষে তিনি আপোষহীন নেত্রী,
গৃহিনী থেকে তিনি সফল রাজনীতিবিদ হয়েছেন, যার কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে, এ দেশের জন্য ওনার ত্যাগ অপরিশোধিত হয়ে থাকবে, ভালো থাকুন আপনি🤲

13/05/2025

অবশেষে মমতাজা আপাও গ্রেপ্তার হয়ে গেল 🥸

মেয়ের হাতে বাবা খু*ন হওয়ার ঘটনা।একেতো মেয়েটি বাম দ্বিতীয়ত, সে একজন লে*স*বি*য়ান (তার দেওয়া স্বীকারোক্তি)সাবলেটের নামে পা...
10/05/2025

মেয়ের হাতে বাবা খু*ন হওয়ার ঘটনা।
একেতো মেয়েটি বাম
দ্বিতীয়ত, সে একজন লে*স*বি*য়ান (তার দেওয়া স্বীকারোক্তি)
সাবলেটের নামে পাশের রুমেই তার সঙ্গী নিয়ে অ*নৈ*তিক কাজ করতো মেয়েটি।
এতে বাধা দিলে,
বাবাকে ঘুমের ঔষধ খাইয়ে ছু*রি*কা*ঘা*ত করে নির্মমভাবে হ*ত্যা করে মেয়েটি।
এবং বাবাকে ধ*র্ষ*ক হিসেবে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।
পুলিশের জিজ্ঞেসাবাদে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
এর আগেও নিজের বাবাকে ধ*র্ষ*ক বলে অভিযোগ করে অনেকদিন জেল খাটায় সে,
আদলত অভিযোগের প্রমান না পাওয়ায় তাকে জামিন দেয়।

"ঐ*শি নামে এক মা*দ*কা*স*ক্ত মেয়ের হাতে আপন মা বাপ খু*নে*র ঘটনা মনে আছে.?
দয়াকরে দায় দেওয়ার আগে অন্তত কিছু সময় অপেক্ষা করুন।
ছেলে মেয়ে বড় হওয়ার আগে অন্তত নুন্যতম ধর্মীয় শিক্ষা দিন!
মনে রাখবেন,পৃথিবীর কোন ধর্ম মানুষকে খারাপ এবং সহিংসতা শেখায়না। ©

Address


Telephone

+966504630886

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alvi Ahammed Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alvi Ahammed Rubel:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share