22/12/2025
বিরতি
শহরের এই কোলাহল আর মিথ্যে আলোর ভিড়ে,
আমি একলা পাখি ফিরতে চেয়েও পারি না ফিরতে নীড়ে।
প্রতিটি সকাল আসে নতুন এক যুদ্ধের বার্তা নিয়ে,
আমি ক্লান্ত অতি, নিজেকেই আজ দিয়েছি সব বিলিয়ে।
বলতে ইচ্ছে করে— 'আর নয়, এবার তবে থামি',
নিজের কাছেই নিজের জন্য হয়েছি বড্ড দামী।
সবাই খোঁজে সাফল্যের সিঁড়ি, আমি খুঁজি এক চিলতে ছায়া,
যেখানে নেই কোনো দেনা-পাওনা, নেই কোনো বৃথা মায়া।
ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে সময়,
অথচ আমার মনের ভেতর জমেছে কেবল সংশয়।
সব কিছু আজ অচেনা লাগে, নিজের প্রতিচ্ছবিও পর,
বালুচরে গড়া আমার এই তাসের রঙিন ঘর।
বাঁচতে চাওয়ার লড়াইটাতে আজ বড় বেশি ক্লান্তি,
নিভৃতে কোথাও একটু শুধু খুঁজছি নীরব শান্তি।
হয়তো এই না-থাকার মাঝেই লুকিয়ে আছে মুক্তি,
পৃথিবীর সাথে চুকিয়ে দিতে চাই সকল ভুল যুক্তি।