News Copy Post

News Copy Post News Copy Post

ঈদের জন্য সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রীরনিজস্ব প্রতিবেদক০৪ মে, ২০২০, ১২:০০আপডেট: ০৪ মে, ২০২০, ১২:০৯প...
04/05/2020

ঈদের জন্য সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২০, ১২:০০

আপডেট: ০৪ মে, ২০২০, ১২:০৯



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঈদের কেনাকাটার জন্য দোকানপাট সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে দোকানপাট খোলা রাখার বিষয়ে বলা হয়েছে।

আজ সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রংপুর বিভাগের অন্তর্ভুক্ত জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা সতর্কমূলক ব্যবস্থা নিয়েছি বলেই সবাই অন্য দেশ থেকে ভালো আছি। এখন দেশের অর্থনীতির চাকাও চালু রাখতে হবে। এ জন্য সীমিত আকারে ব্যবসা-বাণিজ্য ও অফিস-আদালত খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘হাঁচি-কাশি থেকে রক্ষা পেতে সবাই মাস্ক পরবেন। নিজেকে রক্ষা করবেন। অপরকেও রক্ষা করবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

আজ বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী ছয় ধাপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেছেন।

করোনায় থেমে নেই পদ্মা সেতুর কাজ, নতুন স্প্যানে দৃশ্যমান ৪৩৫০ মিটারবাসস০৪ মে, ২০২০, ১৮:২০আপডেট: ০৪ মে, ২০২০, ১৮:২৩মুন্সী...
04/05/2020

করোনায় থেমে নেই পদ্মা সেতুর কাজ, নতুন স্প্যানে দৃশ্যমান ৪৩৫০ মিটার

বাসস

০৪ মে, ২০২০, ১৮:২০

আপডেট: ০৪ মে, ২০২০, ১৮:২৩



মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে আজ সোমবার পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। ছবি : এনটিভি

পদ্মা সেতুর ২৯তম স্প্যান স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর চার হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হয়েছে। আজ সোমবার সকালে মাওয়া অংশের ১৯ ও ২০তম খুঁটির উপর বসিয়ে দেওয়া হয় ‘৪এ’ নম্বর স্প্যানটি। ১৫০ মিটার দীর্ঘ এবং ৩১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই সেতু অগ্রগতির আরেক ধাপ এগিয়ে গেল।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, সকাল থেকেই স্প্যানটি পজিশনিং করে ইঞ্চি ইঞ্চি মেপে এরপর খুঁটির উপর তুলে দেওয়া হয়। যখন খুঁটিতে পুরোপুরি স্প্যানটি সেট হয়ে যায়, তখন ঘড়ির কাঁটায় বেলা পৌনে ১১টা। করোনা মহামারির কারণে চারদিক স্তব্ধ। এরই মধ্যে গ্রীষ্মের রৌদ্রকরোজ্জ্বল সকালের স্প্যান উঠে যাওয়ার ক্ষণটি ছিল বেশ আকর্ষণীয়।

প্রকৌশলী বলেন, পদ্মা এখন আগাম বর্ষার পানিতে টলটল করছে। চারদিকে প্রকৃতিতেও সতেজ অবস্থা। এরই মধ্যে বিশাল ভারি ভারি যন্ত্রপাতির সমাবেশ আর শব্দহীন বিশেষ এক ছন্দে বিশাল স্প্যানটি বসে যায়। মাওয়া থেকেই এই দৃশ্য দেখা যাচ্ছিল।

এর আগে রোববার সকাল ৮টার দিকে স্প্যানটিকে মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে খুঁটির সামনে রাখা হয়। আজ সকাল ৭টা থেকেই স্প্যানটিকে পিলারের উপর বসানোর কাজ শুরু হয়।

সোমবার ২৯তম স্প্যান স্থাপন ছাড়াও করোনার মধ্যেই গত ২৮ মার্চ সেতুর ২৭তম ¯প্যান এবং ১২ এপ্রিল ২৮তম স্প্যান খুঁটিতে উঠে। এরপর ৩১ মার্চ ২৬ নম্বর খুঁটি বসানোর মধ্য দিয়ে সেতুর সব খুঁটি সম্পন্ন হয়ে গেছে। ভিত সম্পন্ন হয়ে এবং অনবরত স্প্যান বসে যাওয়ায় পদ্মা সেতু বাস্তবায়নে বড় ধাপগুলো অতিক্রম করে এগিয়ে যাচ্ছে।

এ ছাড়া চলতি মাসেই ৩০তম ¯প্যানও বসে যাওয়ার কথা রয়েছে। বসানো ¯প্যানগুলোতে হরদম কাজ চলছে। এখানে এখনও দেশি-বিদেশি প্রায় দুহাজার কর্মী কাজ করছে।

মোট ছয় দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘে্যর সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম।

বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ম

দিল্লি ও চেন্নাই থেকে ফিরলেন আটকে পড়া আরও ৩২৮ বাংলাদেশি  কূটনৈতিক রিপোর্টার ২৪ এপ্রিল ২০২০, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ‌দি‌ল...
24/04/2020

দিল্লি ও চেন্নাই থেকে ফিরলেন আটকে পড়া আরও ৩২৮ বাংলাদেশি

কূটনৈতিক রিপোর্টার ২৪ এপ্রিল ২০২০, ১৫:৩৯ | অনলাইন সংস্করণ



‌দি‌ল্লি‌র ই‌ন্দিরা গান্ধী আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে আটকে পড়া বাংলা‌দেশি‌দের বিদায় জানান ভার‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের হাই ক‌মিশনার মোহাম্মদ ইমরান। ছবি-যুগান্তর

ভারতের দিল্লি ও চেন্নাই থেকে আরও ৩২৮ জন আটকে পড়া বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার দুটি পৃথক ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়েছে।

ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন তথা বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়। দিল্লি থেকে বাংলাদেশ বিমানে ১৬২ জন ও চেন্নাই থেকে ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে ১৬৬ জন দেশে প্রত্যাবর্তন করেছেন। এদের মধ্যে অধিকাংশই চিকিৎসাধীন রোগী। তবে বেশ কিছু ছাত্র-ছাত্রী রয়েছেন।

দিল্লি থেকে যাত্রার পূর্বে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

শনিবার আরও একটি ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে; যাদের অধিকাংশ যাত্রী বেঙ্গালুরু নারায়না হাসপাতালে চিকিৎসার জন্য এসে আটকে পড়েছিলেন। উভয় দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরুর পর নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশন এবং কলকাতা, মুম্বাই, গোয়াহাটি ও ত্রিপুরার মিশনগুলোর সহযোগিতায় প্রায় এক হাজার বাংলাদেশি বিমান ও স্থল পথে দেশে ফিরেছেন। যারা এখনও ভারতে অবস্থান করছেন তাদের দেশে ফেরানোর জন্য বাংলাদেশ হাই কমিশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে উভয় দেশের কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় তথ্যাদি যথাসময়ে দূতাবাসের ওয়েবসাইট, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। ছাত্র-ছাত্রীদের তাদের হোয়াটস অ্যাপ গ্রুপে জানানো হবে।

উল্লেখ্য ভারত সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিমান, রেল বা গণপরিবহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। বিদেশ থেকে প্রবাসী ভারতীয়দের প্রত্যাবর্তনের নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলা হচ্ছে। কূটনীতিবিদসহ সকল বিদেশিদের লকড

মসজিদে তারাবির নামাজে থাকতে পারবেন ১২ জননিজস্ব প্রতিবেদক, ঢাকা২৪ এপ্রিল ২০২০, ০০:৫০আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ০১:০২  করোনাভ...
24/04/2020

মসজিদে তারাবির নামাজে থাকতে পারবেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৪ এপ্রিল ২০২০, ০০:৫০
আপডেট: ২৪ এপ্রিল ২০২০, ০১:০২



করোনাভাইরাসের সংক্রমণের কারণে রমজান মাসে মুসুল্লিদের বাসায় তারাবির নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছে। তবে ১০ জন মুসুল্লি ও দুজন হাফেজসহ মোট ১২ জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদগুলোতে তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে।

এ ছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনাসহ একটি সার্কুলার জারি করবে।

বৃহস্পতিবার সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয় মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে।

Address

Saudi Arab
Hafar Al Batin
131495

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Copy Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Copy Post:

Share

Category