ব্যাস্ত সময়

ব্যাস্ত সময় {كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ}
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে
(49)

09/10/2025

তোমার সূচনাই হচ্ছে দূর্গন্ধময় বীর্য থেকে আর গলিত দেহ হচ্ছে তোমার সমাপ্তি।

মাঝখানে

একটা মূল্যবিহীন দেহ ছাড়া তুমি কিছুইনা।

তাহলে কিসের এতো অহংকার তোমার?

বিয়ের জন্য কেমন নারীকে বাছাই করবেন।১.পাকা দ্বীনদার, নামাজ কখনো কাযা করেনি।আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে।নিয়মিত কোরআন তিল...
08/10/2025

বিয়ের জন্য কেমন নারীকে বাছাই করবেন।

১.পাকা দ্বীনদার, নামাজ কখনো কাযা করেনি।
আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করবে।
নিয়মিত কোরআন তিলাওয়াত করবে, বিয়ের আগে থেকেই।

২.মেয়ের মা,নানী অনেক ভালো ভদ্র হতে হবে।
মাতব্বর হবে শ্বশুর।
শ্বাশুড়ি ডেইজি, দজ্জাল হলে ফ্রি দিলেও বিয়ে করবেন না।
বিয়ে করলে ডিভোর্স শুধু সময়ের ব্যাপার।
ডিভোর্স না হলেও সারাজীবন জ্বলতে ই থাকবেন।

৩.কারও খাওয়া বা এঁটে মেয়ে মানে বিয়ের আগে অন্য পুরুষকে সব দিয়ে দিছে তার থেকে ১০০ হাত দূরে থাকবেন,এধরনের মেয়েরা সুযোগ পেলে বিয়ের পর ও আপনাকে ফাঁকি দিবে।

৪.লোভী নারী সংসারে কোন বরকত আনে না,অভিযোগ কারি নারী পেলে আপনাকে আর কষ্টের জন্য চিন্তা করতে হবেনা।
বিয়ের পর কষ্ট আপনার বন্ধু হয়ে যাবে,দম বন্ধ হয়ে যাবে।

৫.অনেক অনেক লাজুক মেয়ে কে খুঁজে বের করুন,বেহায়া মেয়ে থেকে পলায়ন করুন।
শান্তি পাবেন।

৬.আপনাকে কাজে সহযোগিতা করবে,উৎসাহ দিবে এমন নারী উত্তম,
গোনাহ থেকে বিরত রাখবে।

৭.স্বামীর মা বাবাকে সম্মান দিবে,অহংকার করবে না।
৮.সমতা বা কুফু বজায় রেখে বিয়ে করুন।

৯.স্বামীর হক আদায় আপ্রান চেষ্টা করবে।
১০.স্বামীর জন্য সাজ সজ্জা করবে,পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে।

মেয়েদের মধ্যে কোন গুণটা সবচেয়ে জরুরি বলে মনে করেন?
দ্বীনদার না সুন্দরী?” — আপনি কাকে বেছে নেবেন?

08/10/2025

জীবনটাকে 'আলহামদুলিল্লাহ' এর উপর প্রতিষ্ঠা করেন। আল্লাহর প্রজ্ঞার উপর ইয়াক্বিনরাখেন। কেননা আপনার জন্য কোনটা উওর তা আল্লাহ ভালো জানেন।

07/10/2025
03/10/2025

আমার বসের - AI নিয়ে প্রশ্ন শুনে - আমি উত্তর দিতে পারিনি! |

ডঃ জাকির নায়েক #𝐋𝐢𝐤𝐞

03/10/2025

বুঝতে ছিনা আমি কোন কোয়ালিটির গরীব #বুঝতে #আমি #কোন #কোয়ালিটি #গরীব

03/09/2025

F***y

31/08/2025

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সুন্দর জেলা কোনটি বলতে পারবে?

#ব্রাহ্মণবাড়িয়া

05/08/2025

একমাত্র রব ছাড়া জাগতিক সকল মানুষ আপনাকে স্বার্থের জন্য আগলে রাখেন!🥲🤲

02/08/2025

যে অবাক করা তথ্য দিলেন জামায়াত আমিরের ডাক্তার জাহাঙ্গীর কবির? #ডাক্তার #জাহাঙ্গীর #কবির #জামাত #আমির

Address

Hafar Al Batin
Hafar Al Batin

Telephone

+966566433786

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাস্ত সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাস্ত সময়:

Share