22/12/2025
মক্কার মুশরিকরা একদিন মক্কার একটি পাহাড়ে একদল মুসলিমকে নামাজ আদায় করতে দেখার পর তাদের ওপর হামলা করে। মুসলিমরা আত্মরক্ষার চেষ্টা করলে সংঘাত সৃষ্টি হয়। এ ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুসলিমদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
সার্বিক নিরাপত্তার কথা বিচেনা করে দ্বীনি শিক্ষা ও নামাজ আদায়ের স্থান হিসেবে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্রাহু তায়ালা আনহুর বাড়িকে নির্ধারণ করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই বাড়িটিকে ইসলামের দরসগাহ বা শিক্ষাগাররূপে ব্যবহার করতে শুরু করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।। নবদীক্ষিতরা এ বাড়িতে এসে ইসলামের শিক্ষা, তালিম নিতেন। এ বাড়িতে সবসময় মুসলমানদের ভিড় লেগে থাকতো। ইসলামের ইতিহাসে এটিই প্রথম শিক্ষাকেন্দ্র, যা ‘দারুল আরকাম’ নামে খ্যাত।
নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই সবাইকে ইসলামের শিক্ষা দিতেন এবং এখানেই সবাই মিলে নামাজ আদায় করতেন। দারুল আরকামে প্রধানত কোরআন ও ঈমানের পাঠদান করা হতো, আল্লাহর আদেশ ও নিষেধ উপস্থিত সাহাবিদের কাছে পৌঁছে দেওয়া হতো। এ ছাড়া তাদের আধ্যাত্মিকতা, চরিত্র, সমাজ, রাজনীতি ও দাওয়াতের কর্মকৌশল শেখানো হতো।
[ছবিঃ ইন্টারনেট থেকে সংগ্রহীত]