ব্যাস্ত সময়

ব্যাস্ত সময় {كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ}
প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে
(49)

তুমিই একমাত্র আশ্রয়স্থল, একমাত্র ইলাহ।
26/05/2025

তুমিই একমাত্র আশ্রয়স্থল, একমাত্র ইলাহ।

26/05/2025

অনেকদিন ধরে আমি শুধু বেঁচে আছি,
জীবনটা যাপন নয়,
শুধু একটা বোঝা টেনে চলা।

আমি আর কারো মতো হাসতে পারি না,
ভালোবাসার নামে কাউকে বিশ্বাসও করতে পারি না।
প্রতিদিন মনে হয়-
আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি,
কিন্তু কেউ তা টের পায় না।

ভেতরে যে আমি ছিলাম,
সে অনেক আগেই মরে গেছে-
শুধু শরীরটা রয়ে গেছে অভ্যেসে।

তাই যদি কখনো শুনতে পাও-
আমি আর নেই,
তবে কবর দিতে দেরি করো না।
কারণ আমি অনেক আগেই মরে গেছি,
শুধু কেউ সেটা চোখে দেখেনি।

❐ আমাকে কবর দিতে দেরি করো না

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে ❤️যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ...
26/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে ❤️

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।❤️

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

26/05/2025

হারাম প্রেম শুরু হয় মিষ্টি দিয়ে, শেষ হয় অশ্রুতে।
যারা সিঙ্গেল তারাই প্রকৃত সুখি।
যদিও তাদের বুঝ আসেনা। আপনি কোন অবস্থায় আছেন?

মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?: সারজিস
22/05/2025

মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?: সারজিস

চাচা মনে হয় ভুল করে চাচীর জুতা পরে আসছে😊
20/05/2025

চাচা মনে হয় ভুল করে চাচীর জুতা পরে আসছে😊

20/05/2025

বঙ্গোপসাগরে মাছ ধরার দৃশ্য #মাছ #মাছধরা #মাছধরারভিডিও

18/05/2025

মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। সামান্য স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।🥰🥰

16/05/2025

জীবন দু'দিনের। একদিন তোমার পক্ষের, অন্যদিন বিপক্ষের। তাই যেদিনটি তোমার পক্ষের, সেদিন দম্ভে বেপরোয়া হয়ো না। আর যেদিনটি বিপক্ষের, সেদিন

ধৈর্যহারা হয়ো না।

কেননা দু'দিনই তোমার জন্য এক ধরনের পরীক্ষা।

হযরত আলী (রা.)

Address

Hafar Al Batin
Hafar Al Batin

Telephone

+966566433786

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাস্ত সময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্যাস্ত সময়:

Share

Category