13/11/2025
#প্রবাসি
দেশে ফেলে গেছে হাসি,
প্রবাসে কাটে দিন ভাসি।
ঘামের বিনিময়ে পাঠায় টাকা,
তবু মন থাকে দেশের দিকে ঝাঁকা।
মায়ের ডাক শোনে না কানে,
মনে বাজে শুধু দূর তানে।
প্রবাসী মানে ত্যাগের নাম,
দেশ গড়ার এক নীরব প্রণাম।