22/11/2025
আজকে আমার দেশ পত্রিকায় আমাকে নিয়ে কলাম লিখেছেন! সিনিয়র সাংবাদিক খোকন ভাই।
আগামীর বাংলাদেশ কেমন হবে তাঁর রূপরেখা আমরা দিয়ে রাখছি। খসরু ভাইয়ের ইন্টারন্যাশনাল পলিসি দেখতে পারবেন। বিদেশিদের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ সেখানে কোনো প্রভুত্ব বা দাসত্বের সম্পর্ক থাকবেনা।
আওয়ামী লীগ , বিএনপি , জামায়াতের কাছ থেকে সাধারণ মানুষ মুক্তি চায় তারাঁ নতুন কিছু চায়। কিছু কিছু গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সবাই খসরু ভাইকে দেখতে চায়। সবাই আস্থা রাখতে পারেন আমার জাস্টিস ফর দ্য পিপল পার্টিতে। আওয়ামী লীগ , বিএনপি , জামায়েত সবাইকে দেখা শেষ! সব সাপের একই বিষ! সময় কম ভোট বেশি , যোগদিন খসরু ভাইয়ের পিপল পার্টিতে।
ন্যাশনাল ক্রাইম পার্টিতে সবাইকে অভিনন্দন জানাচ্ছি!