Saudi Arabia Probashi

Saudi Arabia Probashi "Dedication , hard work all the time, and belief."

03/07/2025

One of the best all time shoulder builder (middle delt) exercises- old school “Upright Row!” Age is just a number! Say no to steroids/drugs- go natural!

আমি বডি সোহাগ দৈনিক ১২টা ডিম সিদ্ধ করে খাই! দুধ-খেজুর অলটাইম চলে আমার এখানে সব জেনুইন প্রোটিন খাবার কোনো ভেজাল জিনিস নাই।খেলা হবে রেডি থাইকো ভাইয়ারা।খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে! বডি সোহাগের পরিবর্তন দেখে ভয় পেয়ো না।

বডি সোহাগ
সৌদি আরব প্রবাসী।

ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির দরজার পাকা নিয়া ব্যাস্ত এইদিকে আমরা এলাকাবাসী প্রধান সড়ক নিয়ে চরম দুর্ভোগে বলছি  #সেয়ানিবাড়ি সাম...
27/06/2025

ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির দরজার পাকা নিয়া ব্যাস্ত এইদিকে আমরা এলাকাবাসী প্রধান সড়ক নিয়ে চরম দুর্ভোগে বলছি #সেয়ানিবাড়ি সামনের থেকে #সাতেরদিঘীরপাড় প্রধান সড়কের কথা📌

গ্রামের ভেতর দিয়ে যাওয়া এই রাস্তার অবস্থা ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, কাদায় পরিণত হয় পুরো পথ। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তাটি, যার ফলে স্থানীয় মানুষ—বিশেষ করে স্কুলগামী শিশু, বৃদ্ধ এবং রোগী—প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েন।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার গর্তজুড়ে জমে আছে ময়লা পানির আস্ত আস্ত পুকুর।এর ফলে পথচারীদের পা ভিজিয়ে বা গা ছুয়ে যেতে হয়। বিশেষ করে মোটরসাইকেল, সাইকেল বা রিকশাচালকদের জন্য এটি হয়ে দাঁড়িয়েছে মৃত্যুফাঁদ।বর্ষাকালে তো এই রাস্তা প্রায় অচল।

অভিযোগ, বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।সঠিক পাকা করণের অভাবে এই রাস্তাটি আজ এই অবস্থায়।

এলাকাবাসীর জোর দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার করে পাকা করা হোক, যাতে তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন এবং জনদুর্ভোগ কিছুটা হলেও লাঘব হয়।

বাঙালি যে সব ভাই-ব্রাদার সৌদিতে আছেন এইগুলা বেশি করে খান এমনিতেই আরবিরা বলে বাঙালি সব আদা মরা এগুলো মনে হয় কিছুই খায় নাই...
26/06/2025

বাঙালি যে সব ভাই-ব্রাদার সৌদিতে আছেন এইগুলা বেশি করে খান এমনিতেই আরবিরা বলে বাঙালি সব আদা মরা এগুলো মনে হয় কিছুই খায় নাই দেশে। সব মনে হয় হার্ডের রোগী তাই এগুলো খাই শক্তি করুন আর কাজে ঝাঁপিয়ে পড়ুন। বাঙালির নাকি কোনো সাইজ নাই এটা নাকি আনলিমিটেড সাইজ।

আজেবাজে সফট ড্রিংকস না খেয়ে ফলের ভালো জুস আছে সেগুলো খান mossy খান আনারসের, আপেলের! দেশে যাইতে বস্তা ভরে নিয়ে যাইয়েন।

শফিক , জেদ্দা
সৌদি আরব প্রবাসী।

আমার কফিল আমাকে সবচেয়ে বেশী ভালোবাসে উনি যতবারই সফর শেষ করে আসেন ততবারই আমার জন্য  এই মালটা নিয়ে আসেন। সব বাঙালিদের উনি...
26/06/2025

আমার কফিল আমাকে সবচেয়ে বেশী ভালোবাসে উনি যতবারই সফর শেষ করে আসেন ততবারই আমার জন্য এই মালটা নিয়ে আসেন। সব বাঙালিদের উনি সবচেয়ে বেশী আমাকে স্নেহ করেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের অন্য যারা বাঙালী ভাইয়েরা আছেন উনারা সেটা কোনো ভাবেই সহ্য করতে পারেন না উনাদের অনেক হিংসা অনেক জ্বালা কফিল কেনো আমাকে এতো বেশী ভালবাসে। আমার নামে সারাদিন মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলেন কিন্তু তাতেও আমার ক্ষতি কোনো করতে পারে না কারণ কফিল আমাকে ভালো করেই জানেন, চিনেন। তাই আমরা অনেকেই একটা কথা বলি বিদেশে বাঙালী বাঙালিকে পো***নোর জন্য সেরা রে! এক বাঙালী আরেক বাঙালির ভালো দেখতে পারে না। কেউ কাউকে সহযোগিতা করতে চায় না।

বেশীরভাগ বাঙালির মধ্যে হিংসা , অহংকার বেশি কেউ কারো ভালো সহ্য করতে পারে না। কেউ কাউকে উপরের লেভেলে দেখতে চায়না। বিশ্বাস করেন বিদেশে অনেক সংগ্রাম করে টিকে থাকা লাগে। আরবিদের সাথে একরকম আবার নিজ দেশের মানুষের সাথে যুদ্ধ করা লাগে। তাই আপনারা যারা প্রবাসী আছেন কিছু করতে পারেন আর না পারেন তবুও অন্যের সফলতায় জ্বলবেন না হিংসা করবেন না তাঁকে সহযোগিতা করুন একে অপরের বিপদে পাশে থাকুন।প্রতিহিংসা নয় প্রতিযোগিতা করুন দেখবেন একদিন আপনিও অনেক উপরে চলে যাবেন। নতুন যারা আসবে তাদেরকে ভালো কিছু শিখান , ভালো পরামর্শ দিন ভয় দেখাবেন না।কফিলকে ভালবাসি নিজের শাশুড়ির চেয়েও বেশী।

রিমন , জেদ্দা
সৌদি আরব প্রবাসী।

26/06/2025

এই যে কান্নাকাটি শুরু হইছৈ! কতো করে বুঝাইলাম শেখের বেটিরে বিয়ে করিস না হাতে ধইরা নিজের রাজার হালের জীবনটা শেষ কইরা দিলি। সৌদি আরবে প্রবাসী যারা আছেন রিয়ালের গরম বেশিদিন দেখাইয়ো না পরে কিন্তু শেখ সোলাইমান সোহাগের মতো পরিণতি হবে।

সুন্দরী বউ রাইখা বিদেশে যাবেন না কেউ প্লিজ না হয় শেখ সোহাগের মতো কান্নাকাটি করতে হবে।সবাই দোয়া করবেন শেখ সোলাইমান সোহাগ ভাইয়ের জন্য।

শেখ সোলাইমান সোহাগ
সৌদি আরব প্রবাসী।

26/06/2025

এমন কেউ নাই যে কাজী বাড়ির আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলে নাই! আমাদের সময়ে এলাকার সবচেয়ে জনপ্রিয় মাঠ ছিল কাজী বাড়ির দরজা। সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবার পছন্দের গ্রাউন্ড ছিল কাজী বাড়ির স্টেডিয়াম।

বলার শুভ কে ছয় মাইরা পোলার ক্যারিয়ার শেষ কইরা দিছে।যেভাবে যুবরাজ ২০০৭ টি-টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট বর্ডের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দিসে।জিদ কইরা পোলা অবসর নিয়ে এখন সৌদি আরব প্রবাসী হয়ে গেছে।

25/06/2025

কাকা একদম আগুন লাগাই দিসে!🔥

25/06/2025

জাস্ট এ জায়গায় আমার নেতা খসরু ভাইকে একবার চিন্তা করুন উনি যখন প্রথম বারের মতো প্লেনে উঠবেন কি অঘটন টা নাই ঘটাবেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে জুলাইয়ের ১৭ তারিখে খসরু ভাইয়ের ফ্লাইট বাংলাদেশ বিমানে এয়ারলাইন্সে। সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে রওনা দিবেন দেখা হবে কথা হবে! ভরপুর চিল হবে। আড্ডা দিতে চাইলে দাম্মামে চলে আসুন।

খসরু ভাইয়ের বিদেশ যাত্রা শুভ হোক আর ভয় পাওয়ার কোনো কারণ নাই আর ভুলেও প্লেনের ধুমপান কইরেন না। বিমানের বাথরুমে গেলে সাবধানে দরজা বন্ধ কইরেন আবার এমনভাবে বন্ধ কইরেন না পরে যেনো দরজা ভেঙ্গে বের করা লাগে। অনেকে আছে প্লেনের বাথরুমের ভিতর ঘুমিয়ে পড়ে দেইখেন আপনি এরকম কোনো দুর্ঘটনায় ঘটাবেন না।সুন্দরী বিমানবালাদেরকে দেখে আবার উত্তেজিত হয়ে যায়েন না। নিজেকে কন্ট্রোল কইরেন প্লেনের সিট বেল্ট ঠিকভাবে লাগাবেন। সর্বশেষ খসরু ভাইয়ের জন্য সবাই দোয়া কইরেন।

সৌদি আরব প্রবাসী
মতিন, দাম্মাম।

24/06/2025

Happy birthday ghuru! 🥰🎉🎊🎁

Address

Hafar Al Batin

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Arabia Probashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saudi Arabia Probashi:

Share