
21/07/2025
গভীর শোকাহত...
আজকে সারাদিন মনটা ভার হয়ে আছে।
খবরটা যখন প্রথম শুনি, তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না…
একটা স্কুল, যেখানে শিশুরা স্বপ্ন দেখে, প্রতিদিন হাসে, বন্ধুদের সঙ্গে গল্প করে – সেই জায়গা যে এক মুহূর্তে এতটা নীরব হয়ে যাবে, তা ভাবতেই পারিনি।
আমরা যারা সন্তানদের স্কুলে পাঠাই, প্রতিদিন নিশ্চিন্তে ভাবি—ওরা নিরাপদে আছে।
আজ সেই বিশ্বাসটাই যেন ভেঙে চুরমার হয়ে গেলো।
মাইলস্টোন স্কুলে যা ঘটেছে, তা শুধু দুর্ঘটনা নয় —
এটা একেকটা পরিবারের জীবনভেঙে পড়ার গল্প, একেকটা স্বপ্নের হঠাৎ থেমে যাওয়ার নাম।
আমি বাকরুদ্ধ।
🌑 এই ব্যথা কোনো ভাষায় বোঝানো যায় না।
শুধু বলতে চাই — আমরা যারা বেঁচে আছি, তারা যেন দায়িত্ব নিই আরও সচেতন হওয়ার, আরও মানবিক হওয়ার, যেন এমন আর কখনও না ঘটে।
প্রার্থনা করি —
যারা চিরতরে চলে গেলো, তারা শান্তিতে থাকুক।
আর যারা কষ্টে আছে, তারা ফিরে পাক শক্তি আর সাহস।
---