SA Rana Hamid

SA Rana Hamid SA Rana Hamid official Page

গভীর শোকাহত... আজকে সারাদিন মনটা ভার হয়ে আছে।খবরটা যখন প্রথম শুনি, তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না…একটা স্কুল, যেখানে শিশুরা ...
21/07/2025

গভীর শোকাহত...
আজকে সারাদিন মনটা ভার হয়ে আছে।
খবরটা যখন প্রথম শুনি, তখনও ঠিক বিশ্বাস হচ্ছিল না…
একটা স্কুল, যেখানে শিশুরা স্বপ্ন দেখে, প্রতিদিন হাসে, বন্ধুদের সঙ্গে গল্প করে – সেই জায়গা যে এক মুহূর্তে এতটা নীরব হয়ে যাবে, তা ভাবতেই পারিনি।
আমরা যারা সন্তানদের স্কুলে পাঠাই, প্রতিদিন নিশ্চিন্তে ভাবি—ওরা নিরাপদে আছে।
আজ সেই বিশ্বাসটাই যেন ভেঙে চুরমার হয়ে গেলো।
মাইলস্টোন স্কুলে যা ঘটেছে, তা শুধু দুর্ঘটনা নয় —
এটা একেকটা পরিবারের জীবনভেঙে পড়ার গল্প, একেকটা স্বপ্নের হঠাৎ থেমে যাওয়ার নাম।
আমি বাকরুদ্ধ।
🌑 এই ব্যথা কোনো ভাষায় বোঝানো যায় না।
শুধু বলতে চাই — আমরা যারা বেঁচে আছি, তারা যেন দায়িত্ব নিই আরও সচেতন হওয়ার, আরও মানবিক হওয়ার, যেন এমন আর কখনও না ঘটে।
প্রার্থনা করি —
যারা চিরতরে চলে গেলো, তারা শান্তিতে থাকুক।
আর যারা কষ্টে আছে, তারা ফিরে পাক শক্তি আর সাহস।
---

অনিশ্চিয়তার দুনিয়া.....নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্রই আপনি মূল্যহীন! গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো। টাকার অ...
05/07/2025

অনিশ্চিয়তার দুনিয়া.....
নিঃশ্বাস বন্ধ হওয়া মাত্রই আপনি মূল্যহীন!
গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা!
আর আজকে? শূণ্য।
দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃ-ত্যু আমাদের কত সন্নিকটে। আমাদেরও একদিন এভাবে চলে যেতে হবে। বয়স কম হলেই অনেকদিন বাঁচবো এই ধারণাতো ধোঁকা মাত্র।
(কপি পোস্ট)

সৌদি আরবে ম্যাকডোনাল্ডে আজকে একজন অসহায় প্রবাসীকে চাকরি দিয়েছি....আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড স্যালারি ভালো, লোকটাও আ...
26/06/2025

সৌদি আরবে ম্যাকডোনাল্ডে আজকে একজন অসহায় প্রবাসীকে চাকরি দিয়েছি....
আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড স্যালারি ভালো, লোকটাও আমেরিকান, নিজের দেশের কোম্পানিতে চাকরি পেয়ে খুশী।

15/06/2025
15/06/2025
08/06/2025
কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।যে কষ্টগুলো ...
01/06/2025

কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন?
খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!
তবে নিজেকেও একটু তৈরী রাখবেন ভবিষ্যতের জন্য।
যে কষ্টগুলো আপনি দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে যে!
গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরেফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে, হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাফও চাইতে পারবেন না!

সবারই মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস — সামনে এগোতে গেলে শিকলের মত পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে "Revenge of Nature" বলে। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভুলে না! সময়ের ব্যবধান মাত্র!!

কেউ নিজে দোষ করে উল্টা আপনাকে অপবাদ দিয়েছে, নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখাল, আপনার শ্রম-সফলতার স্বীকৃতি দিল না, ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিস্যা থেকে আপনাকে বঞ্চিত করেছে, কথার বাণে আপনাকে করেছে ক্ষত-বিক্ষত! করুক না!! জরুরি না যে সবকিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে! কিছু উত্তর সময়ের উপর ছেড়ে দেন না! দেখেনই না কি হয়?

সবসময় আমরা বুঝে উঠতে পারি না, ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি৷ কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাঁদিয়ে, কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা, কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না!

এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নিবে। কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না। তিনি কারোর একার না। তিনি সবার।

স্মৃতিচারণ Four Pieces of Childhood.Year: 1998Items: Stickers
29/05/2025

স্মৃতিচারণ
Four Pieces of Childhood.
Year: 1998
Items: Stickers

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জে...
28/05/2025

ব্যর্থ সমাজ চিনবেন কিভাবে? ১২ টি লক্ষণ আছে যা দেখে আপনি ব্যর্থ সমাজ চিনতে পারবেন:

১. ব্যর্থ সমাজে মানুষ জ্ঞান-বিজ্ঞানে জেগে ওঠে না, জেগে ওঠে হুজুগে। সেখানে বই পড়া, মুক্তচিন্তা, বিজ্ঞানচর্চার অভ্যাস কম থাকে।

২. ব্যর্থ সমাজে মানুষ অর্থহীন সস্তা বিনোদনের পিছনে ছোটে। ফলে সস্তা বিনোদন দিয়েও এক শ্রেণীর মানুষ রাতারাতি প্রচুর জনপ্রিয়তা পায়।

৩. ব্যর্থ সমাজে দুর্নীতিবাজদের সবচেয়ে সফল মানুষ হিসেবে গণ্য করা হয়। লোকের চোখে তারাই রোল মডেল।

৪. ব্যর্থ সমাজে অশিক্ষিতরা আপনার ভাগ্য নির্ধারণ করার দায়িত্ব নেয়। মানুষ শিক্ষাকে কম, টাকা আর ক্ষমতাকে বেশি মূল্যায়ন করে।

৫. ব্যর্থ সমাজে প্রতিটি চিন্তাশীল মানুষের বিপরীতে হাজার হাজার বোকার হদ্দ থাকে এবং প্রতিটি সচেতন শব্দের বিপরীতে থাকে শত শত পচনশীল শব্দ।

৬. ব্যর্থ সমাজে উদ্যোক্তার চেয়ে চাকরিজীবীর দাম বেশি হয়। সেখানে উদ্যোক্তাদের কেউ সম্মান করে না।

৭. ব্যর্থ সমাজে চিন্তাশীল ব্যক্তির মূল্য বা ওজন কেউ বোঝে না। যে কঠিন সত্য বলে বাস্তবতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে তাকে কেউ গ্রহণ করে না।

৮. ব্যর্থ সমাজে তরুণ প্রজন্মের সামনে মহৎ কোনো লক্ষ্য থাকে না। যুবসমাজ সেখানে শর্টকাটে বড়লোক হবার রাস্তা খোঁজে।

৯. ব্যর্থ সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ হয় নির্বোধ। সমাজের তুচ্ছ বিষয় নিয়ে মানুষ আলোচনায় মেতে থাকে, মূল টপিকগুলো হারিয়ে যায়।

১০. ব্যর্থ সমাজে অর্থহীন তত্ত্ব দিয়ে মানুষকে দিনের পর দিন নেশাগ্রস্ত করে রাখা হয়। লোকজন এই নেশা কাটিয়ে উঠে সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে পারে না।

১১. ব্যর্থ সমাজে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবার একটি করে মতামত থাকে, কারণ সবাই সেখানে সবজান্তা!

১২. ব্যর্থ সমাজে মানুষ সমস্যার উপর দিয়ে ভেসে বেড়ায়, কিন্তু গভীরে প্রবেশ করতে পারে না। সমস্যা সমাধানের চেয়ে অন্যের ঘাড়ে দোষ চাপাতে সবাই বেশি সিদ্ধহস্ত হয়।

আমি খুব সাধারণ জীবন যাপন পছন্দ করি।
28/05/2025

আমি খুব সাধারণ জীবন যাপন পছন্দ করি।

12/03/2025

Address

Hafar Al Batin

Telephone

+966550479547

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Rana Hamid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Rana Hamid:

Share

Category