News international 24

News international 24 First of all the latest news

08/04/2025

গাজায় বোমা হামলায় ইসরায়েলকে এআই সহায়তা দেয়ার জেরে কর্মীদের তোপের মুখে টেক জায়ান্ট মাইক্রোসফট

17/11/2024
14/11/2024

ইসরাইল গাজা নিউজ

13/11/2024
18/10/2024
18/10/2024

আমার নেতা ইয়াহিয়া ইয়াসিনের কে হত্যার দাবি করেছে ইজরাইল

আনোয়ারুল হত্যাকাণ্ডবিতর্কিতদের নিয়ে প্রশ্ন উঠছে আওয়ামী লীগেসংসদ সদস্য আনোয়ারুল আজীমের (আনার) কলকাতায় খুন হওয়ার পর প্রায় ...
03/06/2024

আনোয়ারুল হত্যাকাণ্ড
বিতর্কিতদের নিয়ে প্রশ্ন উঠছে আওয়ামী লীগে

সংসদ সদস্য আনোয়ারুল আজীমের (আনার) কলকাতায় খুন হওয়ার পর প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে। দেশের ইতিহাসে চলমান সংসদের একজন সদস্যের ভিন দেশে খুন হওয়া এবং মরদেহ খুঁজে না পাওয়ার ঘটনা নজিরবিহীন। তবে ঝিনাইদহের টানা তিনবারের এই সংসদ সদস্যের খুনের ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে আলোচিত হচ্ছে তাঁর বিতর্কিত কর্মকাণ্ড। ফলে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে থাকা এই ঘটনায় বিব্রত আওয়ামী লীগ দলগতভাবে কোনো অবস্থান নিতে পারছে না।

তবে আনোয়ারুল আজীম ছাড়াও বর্তমান সংসদে আওয়ামী লীগের এমন বিতর্কিত অনেক সদস্য রয়েছেন বলে দলের মধ্যেও আলোচনা আছে। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলে নানা প্রক্রিয়া থাকলেও বিতর্কিত ব্যক্তিরা কীভাবে মনোনয়ন পান, দলটির ভেতরেই এই প্রশ্ন উঠছে। বিতর্কিতদের ব্যাপারে এখনই সতর্ক হওয়া প্রয়োজন বলে আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ বলছেন। তবে এসব বিষয় শেষ পর্যন্ত দল কতটা গুরুত্ব দেবে, এই সন্দেহও রয়েছে তাঁদের। গত কয়েক দিনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। কেউ কেউ আনোয়ারুলের খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই বলছেন, তাঁরা বিব্রত। কারণ, সংসদ সদস্যের খুনের চেয়ে তাঁর বিরুদ্ধে ওঠা সোনা চোরাচালান, হুন্ডি ব্যবসা, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগই বেশি আলোচিত হচ্ছে।

এমন প্রেক্ষাপটে এখন পর্যন্ত এই সংসদ সদস্যের খুনের সুষ্ঠু বিচার ও তদন্ত চেয়ে আওয়ামী লীগ কিংবা জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিবৃতি দেয়নি। দলটির সূত্র জানায়, এই খুনের ঘটনার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কোনো বৈঠক করেনি। ১৪-দলীয় জোটের একটি বৈঠক হলেও সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। জাতীয় সংসদের অধিবেশন এখন নেই। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়–সংক্রান্ত সংসদীয় কমিটির একাধিক বৈঠক হয়েছে। এসব বৈঠকেও আনোয়ারুল আজীমের বিষয়টি আলোচনায় আসেনি। দলটির নেতাদের অনেকে বলছেন, আনোয়ারুল আজীম ছাড়াও বর্তমান সংসদে আওয়ামী লীগের এমন অনেক সদস্য রয়েছেন, যাঁদের অতীত-বর্তমান কোনোটাই সুখকর নয়। বিশেষ করে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দুই ডজনের বেশি বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন। তাঁদের কেউ কেউ পরে বাদ পড়েছেন। কেউ কেউ এখনো রয়ে গেছেন। আর ২০১৮ ও সর্বশেষ জাতীয় নির্বাচনে নানা দুর্নীতি ও অপকর্মের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বেশি প্রাধান্য পেয়েছেন।

২০১৪ সালের নির্বাচনে প্রথমবার সংসদে আসা আলোচিতদের মধ্যে আরও ছিলেন ফেনীর নিজাম উদ্দিন হাজারী, নাটোরের শফিকুল ইসলাম (শিমুল), খুলনার মিজানুর রহমান, বরিশালের পঙ্কজ নাথ। এর আগের সংসদে আলোচিত হন কক্সবাজারের আবদুর রহমান ওরফে বদি, পিরোজপুরে এ কে এম এ আউয়াল, টাঙ্গাইলের আমানুর রহমান খান (রানা), ভোলার নুরুন্নবী চৌধুরী (শাওন), ঢাকার আসলামুল হক (মারা গেছেন), ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রমুখ।

গাজায় ইসরায়েলের যুদ্ধ  ক্লান্ত ফিলিস্তিনিদের জন্য 'অপ্রতিরোধ্য দুঃস্বপ্ন'নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞা সহ - নিষ্পত্...
31/05/2024

গাজায় ইসরায়েলের যুদ্ধ ক্লান্ত ফিলিস্তিনিদের জন্য 'অপ্রতিরোধ্য দুঃস্বপ্ন'

নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞা সহ - নিষ্পত্তিমূলক আন্তর্জাতিক পদক্ষেপ" - দক্ষিণ গাজার রাফাহ শহরে ব্যাপকভাবে নিন্দা করা হামলার জন্য ইসরায়েলের উপর অবশ্যই আরোপ করা উচিত, জাতিসংঘের কয়েক ডজন বিশেষজ্ঞের দাবি।
রাফাহতে ইসরায়েলের আক্রমণ একটি "বড় অভিযান" নয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যদিও হাজার হাজার সৈন্য ওই এলাকায় রয়েছে, কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে, এবং এক মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা রাইসির জানাজায় নামাজের ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প...
22/05/2024

ইরানের সর্বোচ্চ নেতা রাইসির জানাজায় নামাজের ইমামতি করেন
ইরানের সর্বোচ্চ নেতা রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রয়াত রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্যদের জানাজায় সভাপতিত্ব করেছেন।
আয়াতুল্লাহ আলি খামেনি তেহরান বিশ্ববিদ্যালয়ে প্রার্থনার নেতৃত্ব দেন, যেখানে মৃতদের বহনকারী ক্যাসকেটগুলি ইরানের পতাকায় আঁকা হয়েছিল।
আজারবাইজানের সীমান্তের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং ছয়জনের সাথে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন।
কর্তৃপক্ষ অনলাইনে পোস্ট করা অন্ত্যেষ্টিক্রিয়া এবং অপমানের বিরুদ্ধে বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছিল।
"হে আল্লাহ, আমরা তার কাছ থেকে ভালো কিছু দেখতে পাইনি," আয়াতুল্লাহ খামেনি আরবীতে মৃতদের জন্য প্রমিত প্রার্থনায় বলেছিলেন।
ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মোহাম্মদ মোখবার, কাছাকাছি দাঁড়িয়েছিলেন এবং সেবার সময় প্রকাশ্যে কেঁদেছিলেন।
লোকেরা তখন তাদের কাঁধে কফিন নিয়ে যায়, বাইরে "আমেরিকার মৃত্যু" স্লোগান শোনা যায়।
তারা তেহরানের কেন্দ্রস্থল থেকে আজাদি স্কোয়ারে মিছিলের জন্য একটি ট্রেলারে তাদের লোড করেছিল, যেখানে রাইসি অতীতে বক্তৃতা দিয়েছিলেন।
উপস্থিত ছিলেন ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের শীর্ষ নেতারা, দেশের অন্যতম প্রধান শক্তিকেন্দ্র।

Palestinian displacement: More than 900,000 people, or about 40% of Gaza's population, have been displaced in the past t...
21/05/2024

Palestinian displacement: More than 900,000 people, or about 40% of Gaza's population, have been displaced in the past two weeks as Israeli bombardment continues across much of the enclave, UN spokesperson Stephane Dujarric said.

Nearly 570 tons of aid delivered across temporary pier to Gaza, US Central Command saysNearly 570 metric tons of humanit...
21/05/2024

Nearly 570 tons of aid delivered across temporary pier to Gaza, US Central Command says
Nearly 570 metric tons of humanitarian aid has been delivered across the temporary pier to Gaza so far, according to the US Central Command.

The aid will be distributed by humanitarian partners, CENTCOM said in a statement.

“The United States, United Kingdom, UAE, European Union, and many other partners have donated this humanitarian assistance,” the statemeant said.
The pier was anchored to a beach in Gaza last week to funnel aid from various countries into the enclave, with most border crossings closed and a catastrophic humanitarian disaster unfolding inside.

Address

King Abdullah Road-Western المبرز
Hofuf
36421

Website

Alerts

Be the first to know and let us send you an email when News international 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share