20/12/2025
আমাকে একটু কথা পাঠাবেন…? আমার খুব শুনতে ইচ্ছা করছে। ভালোবাসা পাঠাতে হবে না। ভালো যে বাসেন না, সেটাই বলে পাঠান। আমাকে আপনার অপছন্দ এইটুকু বলেও পাঠান, তবুও একটু কথা পাঠান। আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছা করছে। শুনতে মানে খুব, খুব, ভীষণ শিশুর মতো। আমাকে একটু কথা পাঠাবেন?