Nice Gift BD

Nice Gift BD ✍️প্রতিদিন নতুন কিছু স্বপ্ন পূরণ ফ্যামিলির জন্য...🫶

17/01/2026

আমি একা😢😢

16/01/2026

‘আলোর দিকে এক পা’ 🌅✨

নোমান বিন সাবিত (রহঃ) — ইমাম আবু হানিফানোমান বিন সাবিত (রহমাতুল্লাহি আলাইহি) ইতিহাসে বেশি পরিচিত ইমাম আবু হানিফা (রহঃ) ন...
16/01/2026

নোমান বিন সাবিত (রহঃ) — ইমাম আবু হানিফা
নোমান বিন সাবিত (রহমাতুল্লাহি আলাইহি) ইতিহাসে বেশি পরিচিত ইমাম আবু হানিফা (রহঃ) নামে।
তিনি ছিলেন ইসলামী ফিকহের এক উজ্জ্বল নক্ষত্র এবং হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা।
🔹 জন্ম: ৮০ হিজরি, কুফা (বর্তমান ইরাক)
🔹 পেশা: ব্যবসায়ী (অত্যন্ত সৎ ও আমানতদার)
🔹 খ্যাতি: গভীর জ্ঞান, তীক্ষ্ণ যুক্তি ও ইনসাফ
তিনি কুরআন ও সহিহ হাদিসের আলোকে
যুক্তি, কিয়াস ও ইজতিহাদের মাধ্যমে ইসলামী আইনকে সুসংগঠিত করেন।
তাঁর মাযহাব আজও বিশ্বের অধিকাংশ মুসলমান অনুসরণ করেন।
ইমাম আবু হানিফা (রহঃ) ছিলেন অত্যন্ত পরহেজগার।
তিনি জালিম শাসকের অন্যায় আদেশ মানতে অস্বীকার করায়
কারাবরণ ও নির্যাতনের শিকার হন—
কিন্তু সত্য থেকে একচুলও সরে যাননি।
তিনি আমাদের শিখিয়ে গেছেন—
জ্ঞান তখনই মূল্যবান, যখন তা ন্যায় ও আমলের সাথে যুক্ত হয়।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

কা’বার দরজায় হাত রেখে দোয়া করলেশুধু দু’টি হাত নয়—সমস্ত জীবনের ভারটাই তুলে ধরা হয়।এখানে চোখের জল ভাষা পায়,ভাঙা হৃদয়...
16/01/2026

কা’বার দরজায় হাত রেখে দোয়া করলে
শুধু দু’টি হাত নয়—সমস্ত জীবনের ভারটাই তুলে ধরা হয়।
এখানে চোখের জল ভাষা পায়,
ভাঙা হৃদয় আশ্রয় পায়,
আর নিঃশব্দ মিনতি পৌঁছে যায় আরশের দুয়ারে।
এই ঘর আল্লাহর ঘর—
যেখানে আশাহত কেউ খালি হাতে ফেরে না,
রহমতের ছায়ায় দোয়াগুলো একদিন না একদিন
কবুলিয়তের আলো হয়ে ফিরে আসে।
🤲 এখানে হাত রেখে দোয়া করলে দোয়া কবুল হয় 🤲

হযরত সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ) – ইসলামের সাহসী দৃষ্টান্তহযরত সা‘দ (রাদিয়াল্লাহু তা‘আলা আনহু) ছিলেন এক নীরব, কিন্তু ব...
15/01/2026

হযরত সা‘দ ইবন আবি ওয়াক্কাস (রাঃ) – ইসলামের সাহসী দৃষ্টান্ত
হযরত সা‘দ (রাদিয়াল্লাহু তা‘আলা আনহু) ছিলেন এক নীরব, কিন্তু বলিষ্ঠ সাহাবি।
তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা—যাদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
উহু ও বদর যুদ্ধে অবদান:
হযরত সা‘দ (রাঃ) ছিলেন বদরের একজন সাহসী যোদ্ধা।
উহুদের যুদ্ধে তিনি চরম সাহসিকতার পরিচয় দিয়ে প্রমাণ করেছিলেন—সত্যের জন্য লড়াই কখনো থেমে না।
তিনি ছিলেন রাসূল ﷺ–এর প্রিয় সাহাবি, আর আল্লাহর পথে ত্যাগ করতে কখনো পিছপা হননি।
হযরত সা‘দ (রাঃ) আমাদের শেখান—
ভয়কে পরাজিত করে, সাহসী হৃদয়ই জিততে পারে।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

হযরত হামজা (রাঃ) – ইসলামের বজ্রকণ্ঠহযরত হামজা (রাঃ) ছিলেন সাহস আর ঈমানের অনন্য প্রতীক।তিনি রাসূলুল্লাহ ﷺ–এর প্রিয় চাচা ...
15/01/2026

হযরত হামজা (রাঃ) – ইসলামের বজ্রকণ্ঠ
হযরত হামজা (রাঃ) ছিলেন সাহস আর ঈমানের অনন্য প্রতীক।
তিনি রাসূলুল্লাহ ﷺ–এর প্রিয় চাচা এবং “আসাদুল্লাহ” অর্থাৎ আল্লাহর সিংহ” খ্যাত।
শহীদ হওয়া:
উহুদের যুদ্ধে তিনি শহীদ হন হিন্দু কাফেরদের দ্বারা বিষ খেয়ে—
তাঁর অসাধারণ সাহস এবং ঈমানের জন্যই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
বদর ও উহুদের ময়দানে তিনি প্রমাণ করেছিলেন—
সত্যের পথে দাঁড়ালে একজন মানুষই হয়ে ওঠে পুরো এক বাহিনী।
হযরত হামজা (রাঃ) আমাদের শেখান—
জুলুমের সামনে নীরব হওয়া নয়,
সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানোই আসল বিজয়।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।

15/01/2026

'চোখের পলকে জীবন'💧

তিনি শিখিয়েছেন—ক্ষমতা নয়, চরিত্রই আসল মর্যাদা;প্রতিশোধ নয়, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি।শত্রুর প্রতিও ছিলেন দয়ালু,অসহায়...
15/01/2026

তিনি শিখিয়েছেন—ক্ষমতা নয়, চরিত্রই আসল মর্যাদা;
প্রতিশোধ নয়, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি।
শত্রুর প্রতিও ছিলেন দয়ালু,
অসহায়ের কাছে ছিলেন ছায়ার মতো নিরাপদ।
দরুদ ও সালাম হোক সেই মহান রাসূলের প্রতি,
যাঁর আগমনে পৃথিবী পেয়েছে সত্যিকারের শান্তির পথ।

হযরত তালহা (রাঃ) কে নিয়ে হৃদয়ছোঁয়া কথাহযরত তালহা ইবন উবাইদুল্লাহ (রাদিয়াল্লাহু তা‘আলা আনহু) ছিলেন ঈমান, ত্যাগ ও সাহস...
14/01/2026

হযরত তালহা (রাঃ) কে নিয়ে হৃদয়ছোঁয়া কথা
হযরত তালহা ইবন উবাইদুল্লাহ (রাদিয়াল্লাহু তা‘আলা আনহু) ছিলেন ঈমান, ত্যাগ ও সাহসের উজ্জ্বল নক্ষত্র।
তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা—যাঁদেরকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ ﷺ–কে রক্ষা করতে গিয়ে
নিজের শরীর ঢাল বানিয়েছিলেন—
এক হাতে আঘাত লেগে আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়,
তবু মুখে ছিল না কোনো আফসোস।
রাসূল ﷺ বলেছিলেন—
“যে ব্যক্তি চলমান শহীদ দেখতে চায়, সে যেন তালহা (রাঃ)-কে দেখে।”
দানশীলতায় তিনি ছিলেন অতুলনীয়,
গোপনে দান করতেন—যেন বাম হাতও না জানে ডান হাত কী দিল।
হযরত তালহা (রাঃ) আমাদের শিখিয়ে গেছেন—
সত্যের পাশে দাঁড়াতে হলে শরীর ক্ষতবিক্ষত হতে পারে,
কিন্তু ঈমান অটুট থাকলেই সেটাই প্রকৃত বিজয়।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

হযরত হুসাইন (রাঃ) কে নিয়ে হৃদয়ছোঁয়া কথাহযরত হুসাইন (রাঃ) ছিলেন সত্য ও ইনসাফের অমর প্রতীক।তিনি রাসূলুল্লাহ ﷺ–এর প্রিয়...
14/01/2026

হযরত হুসাইন (রাঃ) কে নিয়ে হৃদয়ছোঁয়া কথা
হযরত হুসাইন (রাঃ) ছিলেন সত্য ও ইনসাফের অমর প্রতীক।
তিনি রাসূলুল্লাহ ﷺ–এর প্রিয় দৌহিত্র, জান্নাতের যুবকদের নেতা।
কারবালার প্রান্তরে তিনি শিক্ষা দিয়ে গেছেন—
জুলুমের সাথে আপস নয়,
সত্যের পথে শহীদ হওয়াই সম্মান।
অল্প সঙ্গী, সীমাহীন ত্যাগ—
তবু মাথা নত করেননি অন্যায়ের কাছে।
তার রক্তে লেখা হলো এক অনন্ত বার্তা:
ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরঞ্জীব।
হযরত হুসাইন (রাঃ) আজও আমাদের শেখান—
ইমান বাঁচাতে হলে কখনো কখনো সবকিছু ছেড়ে দিতে হয়,
কিন্তু সত্যকে ছাড়া যায় না।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে সর্বোচ্চ মর্যাদা দান করুন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Akh Rocky Ahmed, Iftekhar Anik, Arun Kumar, Lakshan Harsh...
14/01/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Akh Rocky Ahmed, Iftekhar Anik, Arun Kumar, Lakshan Harshana, Leopold Bigirimana, Vijay Kumar, Nurul Alam, टीम अमन सैनी, Cmrajput Chandra Mohan, Padam Angdembe, পল্লী বঙ্গঁ ফার্মেসী, Muktar Ali, Raj Wali, Mijanur Rahaman, Alok Kumar, Sangita Khatiwada, Rakesh Kumar Kushwaha, Rh Rakib, Babu Ahmed, Shrif Khan, Rabin Sarkar, Md Toufikul Islam, Main Uddin Khan, MD Uzzal Khan, Nirmal Tailor, Md Sorif Hossain, Kanai Roy, Harlal Saini, Ali Akber Bepare, Priyanka Kumari, Jeetu Raj Kusawah, বন্ধু বিনোদন, Md Amran, মোঃ শরীফ হোসেন, MD Anamul Islam, Paolush Dhanowar, Surendra Vinayak, Mamun Ahnab Farabi, Prince Ariyan Shuvo, Johan Lugun Johan Lugun, Jasmin Akter, Shibam Pal, Debasish Vlogs, MD TiTu Hâsan, Bajrangi Nisahd, Tahera's Future, S A Khan, Vishal Kumar, Sadir Sk, Israt Nur

হযরত আলী (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য নাম—জ্ঞান, সাহস, ন্যায় ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি।তিনি ছিলেনরাসূলুল্লাহ...
14/01/2026

হযরত আলী (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য নাম—
জ্ঞান, সাহস, ন্যায় ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি।
তিনি ছিলেন
রাসূলুল্লাহ ﷺ–এর চাচাতো ভাই,
জামাতা (হযরত ফাতিমা রাঃ–এর স্বামী),
এবং শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী।
যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সিংহসম সাহসী,
আর বিচার ও জ্ঞানের ক্ষেত্রে ছিলেন অতুলনীয় প্রজ্ঞাবান।
তাই তাঁকে বলা হতো—
“বাবুল ইলম” (জ্ঞান নগরীর দরজা)।
খিলাফতের সময় তিনি শিখিয়েছেন—
ক্ষমতা নয়, ইনসাফই শাসনের আসল সৌন্দর্য।
নিজে অভাবী থেকেও কখনো অন্যায়ের সাথে আপস করেননি।
হযরত আলী (রাঃ) প্রমাণ করে গেছেন—
সত্যের পথে হাঁটতে হলে শক্ত হৃদয় ও নরম আত্মা দুটোই দরকার।
🕊️ আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন।

Address

Jeddah Islamic Port

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nice Gift BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share