03/08/2025
🟢 পর্ব ১: খাবার খাওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলা
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ قَالَ: بِسْمِ اللَّهِ، وَإِذَا نَسِيَ أَكَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ فَلْيُكْمِلْهُ ثُمَّ لْيُسَمِّ اللَّهَ فِي أَوَّلِهِ
رواه مسلم (2046)
বাংলা উচ্চারণ:
আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল (সা.) যখন খাবার খেতেন তখন “বিসমিল্লাহ” বলতেন। যদি ভুলে যেতেন, তাহলে খাওয়া শেষ করে “স্মরণ করো” বলতেন।
অর্থ:
খাবার শুরুতে “বিসমিল্লাহ” বলা সুন্নত। ভুলে গেলে খাওয়া শেষ করে স্মরণ করাও যথেষ্ট।
রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 2046
(ইমাম মুসলিম রহ.)
🟢 পর্ব ২: ডান হাত দিয়ে খাওয়া-দাওয়া শুরু করা
عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ بِالْيَمِينِ وَيَشْرَبُ بِالْيَمِينِ وَيَتَوَضَّأُ بِالْيَمِينِ
رواه البخاري (5370)، ومسلم (2023)
বাংলা উচ্চারণ:
আন আনাস (রাযি.) বলেন, রাসূল (সা.) ডান হাত দিয়ে খেতেন, পান করতেন এবং ওযু করতেন।
অর্থ:
দৈনন্দিন কাজের শুরুতে ডান হাত ব্যবহার করা সুন্নত এবং এতে বরকত আসে।
রেফারেন্স:
সহীহ বুখারী, হাদীস: 5370
সহীহ মুসলিম, হাদীস: 2023
(ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ.)
🟢 পর্ব ৩: খাবার খাওয়ার আগে ও পরে হাত ধোয়া
عَنْ عَائِشَةَ رضي الله عنها، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ، غَسَلَ يَدَيْهِ ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْكُلَ وَثَلَاثًا بَعْدَ أَنْ يَأْكُلَ
رواه مسلم (255)
বাংলা উচ্চারণ:
আয়েশা (রাযি.) বলেন, রাসূল (সা.) যখন খাবার খেতে যেতেন, তিনবার হাত ধুয়ে খেতেন এবং খাওয়ার পরও তিনবার হাত ধুয়ে নিতেন।
অর্থ:
খাবার আগে ও পরে হাত ধোয়া শরীর ও আত্মার পবিত্রতার জন্য জরুরি এবং সুন্নত।
রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 255
(ইমাম মুসলিম রহ.)
🟢 পর্ব ৪: পান করার সময় তিনবার শ্বাস নেওয়া
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلاَثًا، وَيَقُولُ: «إِنَّهُ أَرْوَى وَأَمْرَأُ وَأَبْرَأُ»
رواه مسلم (2028)، والبخاري (5631)
বাংলা উচ্চারণ:
আন আনাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সা.) পান করার সময় তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, “এটি অধিক তৃপ্তিদায়ক, স্বাস্থ্যকর এবং নিরাপদ।”
অর্থ:
পান করার সময় একবারে না গিলে তিনবারে পান করুন। এতে শরীর ভালো থাকে, আরাম মেলে এবং পানীয় নিরাপদ হয়।
রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 2028
সহীহ বুখারী, হাদীস: 5631
(ইমাম মুসলিম ও ইমাম বুখারী রহ.)
🟢 পর্ব ৫: খাবার খাওয়ার সময় আস্তে খাওয়া
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ بِالْيَمِينِ، وَيَشْرَبُ بِالْيَمِينِ، وَيَأْكُلُ مِمَّا يَأْتِي إِلَيْهِ، وَيَأْكُلُ بِالْيَمِينِ، وَيَأْكُلُ بِيَدِهِ، وَيَأْكُلُ بِأَصَابِعِهِ، وَيَأْكُلُ مِنْ شِمَالِهِ
رواه البخاري (5384)
বাংলা উচ্চারণ:
আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল (সা.) ডান হাতে খেতেন, আস্তে আস্তে এবং সম্মান দিয়ে খাবার গ্রহণ করতেন।
অর্থ:
খাবার দ্রুত না খেয়ে ধীরগতিতে এবং সম্মানের সঙ্গে খাওয়া সুন্নত।
রেফারেন্স:
সহীহ বুখারী, হাদীস: 5384
(ইমাম বুখারী রহ.)
✍️ ইনশাআল্লাহ চলবে.....
পরবর্তীতে ঘুম সম্পর্কে।