VKU ভালো কিছু আপলোড

VKU ভালো কিছু আপলোড এই পেইজ থেকে প্রতিদিন নতুন কিছু শেখা যায়,ভালো কিছু দেখা যায়। 💗💗অনুপ্রেরণামূলক উক্তি, সুন্দর পিকচার, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, ভিডিও, রিলস, ইত্যাদি🌹

দোয়া চাই। নতুন পেইজ
26/08/2025

দোয়া চাই। নতুন পেইজ

0 Followers, 0 Following, 2 Posts - See Instagram photos and videos from ভালো কিছু উপহার 2.0 (.0)

24/08/2025

আলহামদুলিল্লাহ

22/08/2025

হৃদয় মাঝে যখন আল্লাহর নাম জেগে ওঠে,
তখন দুনিয়ার সব শূন্যতা ভরে যায় প্রশান্তিতে।

মুমিনের ডাক – “ইয়া আল্লাহ, শুধু তোমাকেই চাই।”
এই ডাকেই থাকে সব সান্ত্বনা, সব ভালোবাসা।

যেখানে মানুষ হারায় নিরাশা,
সেখানে মুমিন খুঁজে পায় তাওয়াক্কুলের আলো।

✨ অনুভব:
হৃদয়ের প্রতিটি স্পন্দন হোক আল্লাহর যিকিরে ভরা—
এটাই মুমিনের প্রকৃত ডাক।

17/08/2025

আমরাও মানুষ #আমরাওমানুষmoment

With আমরাও মানুষ স্বপ্না খাতুন – I just got recognized as one of their top fans! 🎉
08/08/2025

With আমরাও মানুষ স্বপ্না খাতুন – I just got recognized as one of their top fans! 🎉

With আমরাও মানুষ – I just got recognized as one of their top fans! 🎉
08/08/2025

With আমরাও মানুষ – I just got recognized as one of their top fans! 🎉

With Helpless Life story – I just got recognized as one of their top fans! 🎉
05/08/2025

With Helpless Life story – I just got recognized as one of their top fans! 🎉

03/08/2025

🟢 পর্ব ১: খাবার খাওয়ার আগে ‘বিসমিল্লাহ’ বলা

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ قَالَ: بِسْمِ اللَّهِ، وَإِذَا نَسِيَ أَكَلَ فَلَمْ يَذْكُرِ اللَّهَ فَلْيُكْمِلْهُ ثُمَّ لْيُسَمِّ اللَّهَ فِي أَوَّلِهِ
رواه مسلم (2046)

বাংলা উচ্চারণ:
আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল (সা.) যখন খাবার খেতেন তখন “বিসমিল্লাহ” বলতেন। যদি ভুলে যেতেন, তাহলে খাওয়া শেষ করে “স্মরণ করো” বলতেন।

অর্থ:
খাবার শুরুতে “বিসমিল্লাহ” বলা সুন্নত। ভুলে গেলে খাওয়া শেষ করে স্মরণ করাও যথেষ্ট।

রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 2046
(ইমাম মুসলিম রহ.)

🟢 পর্ব ২: ডান হাত দিয়ে খাওয়া-দাওয়া শুরু করা

عَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ بِالْيَمِينِ وَيَشْرَبُ بِالْيَمِينِ وَيَتَوَضَّأُ بِالْيَمِينِ
رواه البخاري (5370)، ومسلم (2023)

বাংলা উচ্চারণ:
আন আনাস (রাযি.) বলেন, রাসূল (সা.) ডান হাত দিয়ে খেতেন, পান করতেন এবং ওযু করতেন।

অর্থ:
দৈনন্দিন কাজের শুরুতে ডান হাত ব্যবহার করা সুন্নত এবং এতে বরকত আসে।

রেফারেন্স:
সহীহ বুখারী, হাদীস: 5370
সহীহ মুসলিম, হাদীস: 2023
(ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ.)

🟢 পর্ব ৩: খাবার খাওয়ার আগে ও পরে হাত ধোয়া

عَنْ عَائِشَةَ رضي الله عنها، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَأْكُلَ، غَسَلَ يَدَيْهِ ثَلَاثًا قَبْلَ أَنْ يَأْكُلَ وَثَلَاثًا بَعْدَ أَنْ يَأْكُلَ
رواه مسلم (255)

বাংলা উচ্চারণ:
আয়েশা (রাযি.) বলেন, রাসূল (সা.) যখন খাবার খেতে যেতেন, তিনবার হাত ধুয়ে খেতেন এবং খাওয়ার পরও তিনবার হাত ধুয়ে নিতেন।

অর্থ:
খাবার আগে ও পরে হাত ধোয়া শরীর ও আত্মার পবিত্রতার জন্য জরুরি এবং সুন্নত।

রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 255
(ইমাম মুসলিম রহ.)

🟢 পর্ব ৪: পান করার সময় তিনবার শ্বাস নেওয়া

عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلاَثًا، وَيَقُولُ: «إِنَّهُ أَرْوَى وَأَمْرَأُ وَأَبْرَأُ»
رواه مسلم (2028)، والبخاري (5631)

বাংলা উচ্চারণ:
আন আনাস (রাযি.) বলেন, রাসূলুল্লাহ (সা.) পান করার সময় তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, “এটি অধিক তৃপ্তিদায়ক, স্বাস্থ্যকর এবং নিরাপদ।”

অর্থ:
পান করার সময় একবারে না গিলে তিনবারে পান করুন। এতে শরীর ভালো থাকে, আরাম মেলে এবং পানীয় নিরাপদ হয়।

রেফারেন্স:
সহীহ মুসলিম, হাদীস: 2028
সহীহ বুখারী, হাদীস: 5631
(ইমাম মুসলিম ও ইমাম বুখারী রহ.)

🟢 পর্ব ৫: খাবার খাওয়ার সময় আস্তে খাওয়া

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَأْكُلُ بِالْيَمِينِ، وَيَشْرَبُ بِالْيَمِينِ، وَيَأْكُلُ مِمَّا يَأْتِي إِلَيْهِ، وَيَأْكُلُ بِالْيَمِينِ، وَيَأْكُلُ بِيَدِهِ، وَيَأْكُلُ بِأَصَابِعِهِ، وَيَأْكُلُ مِنْ شِمَالِهِ
رواه البخاري (5384)

বাংলা উচ্চারণ:
আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল (সা.) ডান হাতে খেতেন, আস্তে আস্তে এবং সম্মান দিয়ে খাবার গ্রহণ করতেন।

অর্থ:
খাবার দ্রুত না খেয়ে ধীরগতিতে এবং সম্মানের সঙ্গে খাওয়া সুন্নত।

রেফারেন্স:
সহীহ বুখারী, হাদীস: 5384
(ইমাম বুখারী রহ.)

✍️ ইনশাআল্লাহ চলবে.....
পরবর্তীতে ঘুম সম্পর্কে।

02/08/2025

🌤 শুভ সকাল মানেই নতুন সম্ভাবনার শুরু...
ঘুম ভাঙার সাথে সাথে নতুন এক জীবন পেয়েছেন আপনি।
আল্লাহ্‌র প্রতি কৃতজ্ঞ হোন —
কারণ অনেকেই চেয়েও আর একটি সকাল দেখতে পারেনি।

🕊️ আজকে নিজেকে বদলানোর প্রথম দিন হতে পারে।
হতে পারে ক্ষমা করার দিন।
হতে পারে কারও পাশে দাঁড়ানোর দিন।
আর হতে পারে, এক নতুন জীবন শুরুর দিন!

📿 "فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ"
– তোমরা তোমাদের প্রভুর কোন্ কোন্ অনুগ্রহকে অস্বীকার করবে?

সকালটা হোক দোয়ায়, কৃতজ্ঞতায়, ও ভালো কিছু করার প্রতিশ্রুতিতে ভরা। 🌸
শুভ সকাল।

---

01/08/2025

Address

Jeddah Islamic Port

Alerts

Be the first to know and let us send you an email when VKU ভালো কিছু আপলোড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share