
18/09/2025
মুদির উইকেট পড়তে শুরু করেছে
বিহারে সেনা পথে নেমেছেন। সরকারের ব্যর্থতা রুখতে সেনা জওয়ান আওয়াজ তুলেছেন। মোদি সরকারের অসনি সংকেত। সারা ভারত জুড়ে যদি সেনা পথে নেমে যান তাহলে কি হতে পারে? সেনা জওয়ানরাই হলেন সব চেয়ে বেশি দেশপ্রেমিক। যাঁরা জীবন দিয়েও দেশ কে রক্ষা করেন। তাঁদের উপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যত। কেন তাদের পথে নামতে হল এর জওয়াব সরকারকে দিতেই হবে। বর্তমান সর্বনাশা পরিস্থিতির হাত থেকে দেশ কে রক্ষা করতে পারে সেনা জওয়ানরাই। ব্রিটিশ দালালরাই কেবল সেনাদের বিরোধিতা করতে পারে।
#সব #ভারত #এর