25/09/2025
প্রিয় আপনি,
শরতের মিষ্টি সকালে চা খেতে খেতে ভোরে মুগ্ধ হয়ে কাঁশফুল দেখা এখনো বাকি। জীবনে খারাপ সময় আসবে চলেও যাবে,এই সময় টাই আমি সারাক্ষণ তোমার হাত ধরে থাকতে চাই,শক্ত করে।বেশি কিছু না,,,
এই বর্ষায় চিঠি দিও... চিঠিতে তোমার স্পর্শ দিও...ভুল করে হলেও লিখে দিও,,
ভালোবাসি...! 🖤
ইতি
অভাগী