30/06/2025
স্বামী হল মেয়েদের মাথার তাজ ❤️ মেয়েদের আস্থা, নিরাপত্তা, বিশ্বাসের জায়গা । একজন আদর্শবান দায়িত্ববান স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। যার স্বামীর যত টাকা সে তত বেশি সুখী এই কথাটা একেবারেই ভুল। টাকা কম বেশি সবারই থাকে, টাকা আজ আছে কাল নাও থাকতে পারে বা আজকে নেই কালকে হতেও পারে। কিন্তু স্বামীর প্রকৃত ভালোবাসা সে সব নারীরাই পায় যে পুরুষগুলো এক নারীতে আসক্ত থাকে। স্বামীর ভালোবাসা বারবার ভালোবাসি বলায় প্রকাশ পায় না, বিলাসিতাই প্রকাশ পায় না, স্বামীর ভালোবাসা এক অন্যরকম অনুভূতি, যা কাউকে বোঝানোর মত কোন ভাষা নেই, এটা শুধুমাত্র স্বামীর যত্নে সম্মানে ব্যবহারে প্রকাশ পায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তার স্ত্রী অবশ্যই সে ভালোবাসা গভীর ভাবে বুঝতে পারে। স্বামীর অবস্থা যাই হোক না কেন, তাকে মন থেকে ভালোবাসা, সম্মান করা প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। যে ফোন করে স্বামীকে অবহেলা করেন তারা একবার হলেও বিধবাদের সাথে কথা বলে দেখবেন জীবনে স্বামী থাকাটা কত বড় ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে একমাত্র স্বামী একজন মানুষ, যে পৃথিবী ছেড়ে চলে গেলে আপনার কি হবে, সে কথা বেঁচে থাকতে চিন্তা করে 🥰🥰🥰