Tanjintisha

Tanjintisha আসসালামু আলাইকুম।
আমি মরা মানুষকে ভয় পাই না,
জীবিত মানুষকে ভয় পাই

কখন যে এতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি, সময় কত দ্রুত চলে যায়, এইতো কয়েক বছর আগেই ছোট থেকে বড় হলাম, আর এখন বড় থেকে...
02/07/2025

কখন যে এতটা বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি, সময় কত দ্রুত চলে যায়, এইতো কয়েক বছর আগেই ছোট থেকে বড় হলাম, আর এখন বড় থেকে মুরুব্বী হয়ে উঠছি 🥰 সময়কে যেমন আটকে রাখা যায় না, তেমন বয়স কেউ ধরে রাখা যায় না, তবুও আমি যে বয়সে যেমন, সে বয়সে আমি আমার কাছে অনেক প্রিয়

একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার। ভালো পরিবার বলতে শুধু অর্থ থাকলে হয় না, গাড়ি বাড়ি টাকা পয়সা এসব কিছ...
01/07/2025

একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করা ভাগ্যের ব্যাপার। ভালো পরিবার বলতে শুধু অর্থ থাকলে হয় না, গাড়ি বাড়ি টাকা পয়সা এসব কিছু বেশি থাকলেই ভালো পরিবার তাকে বলা যায় না। একটা ভালো পরিবার হলো সহজ-সরল জীবন যাপন। যে পরিবারে মনের ব্যথা চাওয়া পাওয়া কখনো মুখে বলে বোঝাতে হয় না, ভালোবাসার টানেই একে অন্যের হৃদয়ের কথাগুলো গুলো বুঝতে পারে। অনেক মানুষ আছে পরিবারের মধ্যে থাকে কিন্তু পরিবারের থেকে বাইরের মানুষ বন্ধু-বান্ধব ইত্যাদি কে বেশি সময় দেয় বলতে গেলে গুরুত্ব দেয়। আবার কিছু মানুষ আছে পরিবারের মানুষগুলো তো ভালোবাসা ঠিকই কিন্তু নিজের দায়িত্ব কর্তব্য গুলি সম্পর্কে অবগত থাকে না। একটা পরিবার তখনই সুন্দর হয়ে ওঠে যখন সবার মাঝেই সবার প্রতি আন্তরিকতা থাকে। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার হলো ভালোবাসার শক্ত বন্ধন। যে বন্ধন ছাড়া মানুষের বেঁচে থাকা না বেঁচে থাকার মতই হয়ে ওঠে। নিজের পরিবারকে ভালবাসুন। নিজের পরিবারের মানুষগুলোকে যতনে আগলে রাখুন। নিজের পরিবারের মানুষগুলোকে সময় দিন। আপনার পরিবারের মানুষগুলোর সাথে কাটানোর সময় গুলোকে সুন্দর করে তুলুন। বন্ধু-বান্ধবের সাথে চায়ের কাপে আড্ডা দেয়ার পাশাপাশি নিজের পরিবারের সাথেও চায়ের কাপের আড্ডার পরিবেশ তৈরি করুন।

স্বামী হল মেয়েদের মাথার তাজ ❤️ মেয়েদের আস্থা, নিরাপত্তা, বিশ্বাসের জায়গা । একজন আদর্শবান দায়িত্ববান স্বামী পাওয়া ভা...
30/06/2025

স্বামী হল মেয়েদের মাথার তাজ ❤️ মেয়েদের আস্থা, নিরাপত্তা, বিশ্বাসের জায়গা । একজন আদর্শবান দায়িত্ববান স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। যার স্বামীর যত টাকা সে তত বেশি সুখী এই কথাটা একেবারেই ভুল। টাকা কম বেশি সবারই থাকে, টাকা আজ আছে কাল নাও থাকতে পারে বা আজকে নেই কালকে হতেও পারে। কিন্তু স্বামীর প্রকৃত ভালোবাসা সে সব নারীরাই পায় যে পুরুষগুলো এক নারীতে আসক্ত থাকে। স্বামীর ভালোবাসা বারবার ভালোবাসি বলায় প্রকাশ পায় না, বিলাসিতাই প্রকাশ পায় না, স্বামীর ভালোবাসা এক অন্যরকম অনুভূতি, যা কাউকে বোঝানোর মত কোন ভাষা নেই, এটা শুধুমাত্র স্বামীর যত্নে সম্মানে ব্যবহারে প্রকাশ পায়। কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তার স্ত্রী অবশ্যই সে ভালোবাসা গভীর ভাবে বুঝতে পারে। স্বামীর অবস্থা যাই হোক না কেন, তাকে মন থেকে ভালোবাসা, সম্মান করা প্রত্যেকটা মেয়েরই কর্তব্য। যে ফোন করে স্বামীকে অবহেলা করেন তারা একবার হলেও বিধবাদের সাথে কথা বলে দেখবেন জীবনে স্বামী থাকাটা কত বড় ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে একমাত্র স্বামী একজন মানুষ, যে পৃথিবী ছেড়ে চলে গেলে আপনার কি হবে, সে কথা বেঁচে থাকতে চিন্তা করে 🥰🥰🥰

28/06/2025

Koi sobai

Ei pic er taka diye chocolate kinbo 🍭
20/06/2025

Ei pic er taka diye chocolate kinbo 🍭

06/05/2025

সবাই আমাকে এতো ভালোবাসে যে, আমি ম*রার পরে আবার চোখ মেলে তাকালে সবাই পা*লাবে 🥺

দুপুর তিনটায় লাইভে আসবো
10/04/2025

দুপুর তিনটায় লাইভে আসবো

Address

Jeddah

Telephone

+966573392678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanjintisha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanjintisha:

Share

Category