17/09/2025
এই গল্পের মূল চরিত্র ছিল হাবিব। হাবিবের কাজ ছিল, মাঝেমধ্যে শহরে গিয়ে বরফ দিয়ে মাছ কিনে গ্রামে নিয়ে আসা। মাছগুলো গ্রামের হাটে বিক্রি করা হতো। প্রতিদিনের মতো সেদিনও সে যাচ্ছিল বরফ দিয়ে রাখা মাছ কিনতে। নৌকা করে নদী পার হয়ে পৌঁছালো শহরের ঘাটে। সেখান থেকে মাছের আড়তে গিয়ে অনেক ভালো দেখে দুটো বড় রুই মাছ কিনলো। এরপর বরফকুচি দিয়ে মাছ দুটি ঢেকে দিয়ে সে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। নৌকা করে আবার নদী পার হতে হবে।
নৌকা চলছে আপন গতিতে। কিন্তু মাঝপথে নৌকাতে ছিদ্র হয়ে নৌকাটা ডুবে গেল। হাবিব কোনোমতে সাঁতরে নদীর তীরে উঠলো। কিন্তু তার মাছের বাক্সটি আর খুঁজে পেলো না। অনেক খোঁজাখুঁজি করে হতাশ হয়ে সে নদীর তীরে বসে কাঁদতে লাগলো। তখন এক লোক সেখান দিয়ে যাচ্ছিল। সে হাবিবকে কাঁদতে দেখে তার কারণ জানতে চাইলো। হাবিব সব খুলে বলার পর সেই লোক বলল, "আরে ভাই, বরফ দিয়ে রাখা মাছের বাক্সটি তো নদীর স্রোতে ভেসে আমার বাড়ির উঠোনে চলে এসেছে। আমি তো এখন বরফ দিয়ে রাখা মাছ খাবো!"
এ কথা শুনে হাবিবের কান্না মুহূর্তেই থেমে গেল। সে আনন্দে চিৎকার করে উঠলো। লোকটিও অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, "আমি তোমার মাছ নিয়ে যাবো, তাতে তুমি এতো খুশি কেন?" হাবিব তখন বললো, "ভাই, আমি তো ভেবেছিলাম মাছগুলো নদীর গভীরে হারিয়ে গেছে। কিন্তু আপনার বাড়িতে আছে শুনে আমি আর দুশ্চিন্তা করছি না। আপনি মাছগুলো নিয়ে যান, কিন্তু মাছের সঙ্গে থাকা বরফটা আমাকে ফেরত দেবেন।"
লোকটি তো অবাক! "বরফ ফেরত দেবো কেন?" হাবিব উত্তর দিলো, "ভাই, মাছ তো বিক্রি করে টাকা পাবো। কিন্তু এই গরমে বরফ ছাড়া আমি বাঁচবো কী করে?"
এরপর লোকটি হাবিবের হাতে একটি আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, "যাও, এইটা খাও। গরম চলে যাবে।" হাবিব অবাক হয়ে আইসক্রিমটি খেলো। আর তার মাছের শোক চলে গেলো। পরের দিন গ্রামের হাটে সবাই অপেক্ষা করছে হাবিবের মাছ কেনার জন্য। কিন্তু হাবিব মাছের পরিবর্তে হাতে বরফের কুচি নিয়ে হাজির। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, "মাছ কোথায়?"
হাবিব মুচকি হেসে বলল, "আরে মাছের থেকে বরফ ভালো। বরফ না থাকলে মাছ পচে যেতো। তাই আমি বরফ বিক্রি করবো।"
এভাবেই হাবিবের বরফের ব্যবসা শুরু হলো। সে মাছ বিক্রি না করে বরফ বিক্রি করে আরও বেশি টাকা পেলো। আর গ্রামের সবাই অবাক হয়ে হাবিবের বুদ্ধি দেখে তার কাছে বরফ কিনতে আসতো। #গল্প