Rajaul karim

Rajaul karim Assalamualaikum, "Healing bodies touching souls. Medical knowledge meets Islamic ethics |
‘And when I am ill, it is He who cures me.’ (Qur’an 26:80)"
(14)

বউ এমন হলে ভিক্ষা করে  ডি'ভো'র্স দিব!'❤️
16/07/2025

বউ এমন হলে ভিক্ষা করে ডি'ভো'র্স দিব!'❤️

কোন সাপের বিষ কি রকম দেখে নিন।
05/07/2025

কোন সাপের বিষ কি রকম দেখে নিন।

ইইজি স্ক্যান চলাকালীন মারা যান পেশেন্ট।পেশেন্টের বয়স ৮৭ বছর। মৃগী রোগে আক্রান্ত। চলছিল ইলেকট্রো-এন-সেফালোগ্রাফি বা ইইজি।...
04/07/2025

ইইজি স্ক্যান চলাকালীন মারা যান পেশেন্ট।

পেশেন্টের বয়স ৮৭ বছর। মৃগী রোগে আক্রান্ত। চলছিল ইলেকট্রো-এন-সেফালোগ্রাফি বা ইইজি। স্ক্যান চলা অবস্থায়ই হার্ট-অ্যাটাক করেন পেশেন্ট। মৃত্যু হয় তার। ৯০০ সেকেন্ড ইইজি স্ক্যানিং চলে। তবে মস্তিষ্কের উল্লেখযোগ্য আচরণ দেখা যায় হৃদযন্ত্র বন্ধ হওয়ার ৩০ সেকেন্ড আগে থেকে পরবর্তী ৩০ সেকেন্ড পর্যন্ত।

দেখা যায়, মৃত্যুর ঠিক আগে ও পড়ে মস্তিষ্কে গামা তরঙ্গ বেড়ে যাচ্ছে। আমরা যখন স্বপ্ন দেখি, পুরনো স্মৃতি মনে করি কিংবা গভীর মনযোগ দিয়ে কিছু পড়ি বা নামাজ পড়ি, সে সময় মস্তিষ্কে ৩০-১০০ হার্জের বিদ্যুৎ তরঙ্গ তৈরি হয়। এই তরঙ্গকে গামা তরঙ্গ বলে। এটিকে আবার ফিজিক্সের গামা রশ্মি ভাববেন না। ইইজি পরীক্ষায় গামা তরঙ্গ ধরা পড়ে।

পরীক্ষাটির নেতৃত্বে ছিলেন লুইভিল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন ড. আজমাল জিমার। গবেষণাপত্রটি ফ্রন্টায়ার্স ইন এজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত হয়। তথ্য: বিজ্ঞানপ্রিয়।


এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে? চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে...
03/07/2025

এই ছবিটা চ্যাটজিপিটিকে দিয়ে জিজ্ঞেস করছিলাম এই ট্রাকে আনুমানিক কয়টা ডাব আছে?

চ্যাট জিপিটি হিসাব নিকাশ করে কইলো ২১০০ থেকে ২১৫০ টার মতো হবে।

এরপর ট্রাকের মালিককে জিজ্ঞেস করলাম, মালিক তার খাতা দেখে কইলো মোট ২১৭৫ টা।

দুনিয়া কই চলে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কতো এগিয়ে যাচ্ছে, ভাবা যায় !©️

তুমি শুধু অবিশ্বাস করো না নিজেকে।যেদিন নিজের উপর বিশ্বাস রাখতে পারবে, সেদিন থেকেই শুরু হবে তোমার সফলতার পথচলা।🔸 পরিশ্রম ...
29/06/2025

তুমি শুধু অবিশ্বাস করো না নিজেকে।
যেদিন নিজের উপর বিশ্বাস রাখতে পারবে, সেদিন থেকেই শুরু হবে তোমার সফলতার পথচলা।

🔸 পরিশ্রম করো
🔸 ধৈর্য ধরো
🔸 আল্লাহর উপর ভরসা রাখো

সফলতা তোমার দরজায় কড়া নাড়বেই ইনশাআল্লাহ।

28/06/2025

এই হাদীসটি আকাশ পরিমাণ স্বস্তি দেয়,

"যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নেয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না....

(শুআবুল ঈমান হাদিস:৪৫২৮)

28/06/2025

মানসিক রোগের কিছু লক্ষণঃ-

১. অনিয়মিত ঘুম
২. দিনের বেলা শরীর ক্লান্ত লাগা
৩. খাবারে অরুচি
৪. অল্পতেই রেগে যাওয়া
৫. বেশির ভাগ সময়ই মন খারাপ থাকা
৬. কাজে অনাগ্রহী
৭. বিষন্নতা বা হতাশাগ্রস্থ হওয়া
৮. হঠাৎ বুক ধরফর করা
৯. নেতিবাচক চিন্তা বেশী হওয়া
১০. অমনোযোগী ও সিদ্ধান্তহীনতায় ভোগা

_ তাহলে কি আপনি মানসিক রোগে আক্রান্ত??

28/06/2025

ইদানিং দেখছি বাচ্চাদের জ্বর আসলে সেটা খুব খারাপ রুপ নিচ্ছে, সহজে জ্বর নামছেনা।
কেন এমন হচ্ছে জানেন?

ফার্ম মুরগি আর দেশি মুরগি 🐸
28/06/2025

ফার্ম মুরগি আর দেশি মুরগি 🐸

"বাগিনা আর বাগনি মানেই জীবন ভরে ওঠা ভালোবাসা।ওদের একটা হাসি, একটা ডাক—সব ক্লান্তি ভুলিয়ে দেয়।আমার জীবনের সবচেয়ে সুন্দর উ...
28/06/2025

"বাগিনা আর বাগনি মানেই জীবন ভরে ওঠা ভালোবাসা।
ওদের একটা হাসি, একটা ডাক—সব ক্লান্তি ভুলিয়ে দেয়।
আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার ওরাই।
আল্লাহ যেন ওদের হিফাজত করেন, সুস্থ রাখেন সবসময়।
#বাগিনা_বাগনি #ভালোবাসা #দোয়া_আছে_তোমাদের_জন্য"

“যদি কেয়ামত আসার সময়ও তোমার হাতে একটি গাছের চারা থাকে, তাহলে সেটি রোপণ করে ফেলো।”— (হাদিস, সহীহ বুখারী)আলহামদুলিল্লাহ্...
27/06/2025

“যদি কেয়ামত আসার সময়ও তোমার হাতে একটি গাছের চারা থাকে, তাহলে সেটি রোপণ করে ফেলো।”
— (হাদিস, সহীহ বুখারী)

আলহামদুলিল্লাহ্‌ আজকে ৫টি নারকেল গাছ রোপন করলাম🌴

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টেকনাফ তথা কক্সবাজারের জ্বর, গিরা ফুলে ব্যথা করা ও লাল রেশ মিলে অজ্ঞাত ভাইরাস বলে যে...
27/06/2025

অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) টেকনাফ তথা কক্সবাজারের জ্বর, গিরা ফুলে ব্যথা করা ও লাল রেশ মিলে অজ্ঞাত ভাইরাস বলে যেটা পরিচিত ছিল তার একটা রিপোর্ট এই সপ্তাহে দিল। এই রোগের এই মাসের ৮২% কারণ হচ্ছে চিকুনগুনিয়া,,, কিছু কিছু ক্ষেত্রে জিকা বা অন্যান্য ভাইরাস আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে,,

ডা. শাহজাহান নাজির
সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ।

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajaul karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajaul karim:

Share