Rajaul karim

Rajaul karim Assalamualaikum, "Healing bodies touching souls. Medical knowledge meets Islamic ethics |
‘And when I am ill, it is He who cures me.’ (Qur’an 26:80)"
(14)

05/12/2025

টাকা—একটা অদ্ভুত বাস্তবতার নাম।

যে পরিবারের ছেলে বেশি আয় করে, সেই পরিবারের বউয়ের মর্যাদাও যেন আপনাতেই বেড়ে যায়।
আর যে পরিবারে আয়ের হিসাবটা কম—সেখানে সম্মানটাও ধীরে ধীরে কমতে থাকে।

টাকা থাকলে বন্ধুদের আড্ডায় আপনি থাকেন “প্রায়োরিটি লিস্টে”,
আত্মীয়দের কাছেও আচরণে থাকে আলাদা যত্ন, আলাদা গুরুত্ব।

আর যখন হাতে টাকা থাকে না—
দেখবেন অবহেলা আস্তে আস্তে চারদিক থেকে ভিড় করতে শুরু করে।
এমনকি খুব কাছের মানুষগুলোর চোখেও আপনি একসময় হয়ে উঠবেন…
“কম গুরুত্বপূর্ণ”।

এটাই নির্মম বাস্তবতা।

— মাহাদী

নিকোল মনে করে সে বিশ্ব সুন্দরী, তাই তাকে দেখার জন্য এই অনুষ্ঠান দেখে!  অথচ তাকে দেখার জন্য নয়, অনুষ্ঠানে আসা অতিথিদের বক...
05/12/2025

নিকোল মনে করে সে বিশ্ব সুন্দরী, তাই তাকে দেখার জন্য এই অনুষ্ঠান দেখে!
অথচ তাকে দেখার জন্য নয়, অনুষ্ঠানে আসা অতিথিদের বক্তব্য শুনতে মানুষ এই অনুষ্ঠান দেখে। অতিথিরা অপমানিত হওয়া মানে দর্শকদের অপমানিত করা।
নিকোন আপনি যদি মনে করেন আপনার কথা শুনতে দর্শকরা অনুষ্ঠান দেখে সেটা ভুল! অতিথিরা না আসলে কাউকে পয়সা দিলেও এমন অনুষ্ঠান দেখত না।
বিশ্বাস না হলে নিকোল একবার ট্রাই করতে পারে। অতিথি ছাড়া তার মহা মূল্যবান কথা নিয়ে এককভাবে একটি অনুষ্ঠান করে দেখতে পারে।

#নিকোল #অতিথি Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য

আসুন ভালো জিনিস শেয়ার করি 🖤কেউ কেউ হাজার কোটি টাকা লুট করে আবার কেউ মানুষের হৃদয় সততা দিয়ে লুট করে।
04/12/2025

আসুন ভালো জিনিস শেয়ার করি 🖤
কেউ কেউ হাজার কোটি টাকা লুট করে আবার কেউ মানুষের হৃদয় সততা দিয়ে লুট করে।

টঙ্গিতে দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় কলেজ শিক্ষার্থী তাফসিনের হাত। ১৪ ঘন্টার সার্জারির মাধ্যমে সে...
04/12/2025

টঙ্গিতে দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায় কলেজ শিক্ষার্থী তাফসিনের হাত। ১৪ ঘন্টার সার্জারির মাধ্যমে সেই হাত জোড়া দিয়ে বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানে মাইলফলক স্থাপন করে জাতীয় বার্ন ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

চিকিৎসা বিজ্ঞানে এটি 'রিপ্লান্টেশন সার্জারি' নামে পরিচিত। খুবই জটিল ও সময়-সাপেক্ষ প্রক্রিয়া এটি। এক্ষেত্রে কা*টা অঙ্গ ৬-১২ ঘন্টার মধ্যে আইস-ব্যাগে হাসপাতালে আনতে হয়। টিস্যু নষ্ট হওয়ার আগেই রক্তনালি, স্নায়ু, হাড় ও মাংসপেশি যুক্ত করতে হয়। ০.৫ থেকে ১ মিলিমিটার ব্যাসের রক্তনালি মাইক্রোস্কোপের নিচে সেলাই করতে হয়। বিশেষায়িত সার্জনদের ব্যপক দক্ষতার পরিচয় দিতে হয় এতে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রিপ্লান্টেশনের ঘটনা তাদের কাছে নতুন নয়। অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হলে অতিরিক্ত রক্তক্ষরণের আগেই দ্রুত জাতীয় বার্ন ইউনিটে আসার আহ্বান জানান তিনি। তথ্য: বিজ্ঞানপ্রিয়।

04/12/2025

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজকে স্মার্ট নাগরিক হতে হবে: ছাত্রশিবিরের সেক্রেটারি

04/12/2025

আগে ডিসেম্বর মানেই ছিলো আনন্দ! ইশকুল ছুটি, নানার বাড়িতে বেড়াতে যাওয়া। আর এখন শুধু কাজের চাপ। শৈশবের কোন স্মৃতি আপনার বেশি মনে পড়ে?

সীমান্তে কাস্তে হাতে বিএসএফকে প্রতিরোধ চেষ্টা করা কৃষককে বিজিবির সংবর্ধনা! চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে...
04/12/2025

সীমান্তে কাস্তে হাতে বিএসএফকে প্রতিরোধ চেষ্টা করা কৃষককে বিজিবির সংবর্ধনা!

চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সময় জিরো লাইনের কাছে বিজিবির সাথে কাস্তে হাতে অস্ত্রধারী বিএসএফকে প্রতিরোধ করেন কৃষক বাবুল আলী।

এবার সেই কৃষককে তার সাহসিকতা ও দেশপ্রেমের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। বাবুল আলীকে বিজিবির এই সংবর্ধনা স্হানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। তারাও ভবিষ্যতে বিজিবির সাথে যে কোন সংকটময় মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার ব্যাক্ত করেছে।
#বাংলাদেশ

লিটন মাহমুদুল্লাহ সোহান থেকে রংপুরের অধিনায়ক হিসেবে কাকে চান রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিন।
04/12/2025

লিটন মাহমুদুল্লাহ সোহান থেকে রংপুরের অধিনায়ক হিসেবে কাকে চান রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিন।

04/12/2025

বর্তমানে সবাই AI যুগের ছেলে মেয়ে,আসল নকল চেনা বড় মুশকিল।তাই ছবি দেখে প্রেমে পড়া বা বিয়ে করা থেকে সাব*ধান।😀

নাক ডাকা আপনার পিছন ছাড়ছে না?আপনার নাক ডাকার কারণে ঘরে অন্যদের ঘুমও নষ্ট হচ্ছে! চলুন জেনে নিই এর সমাধান।নাক ডাকা কমানোর...
03/12/2025

নাক ডাকা আপনার পিছন ছাড়ছে না?
আপনার নাক ডাকার কারণে ঘরে অন্যদের ঘুমও নষ্ট হচ্ছে! চলুন জেনে নিই এর সমাধান।

নাক ডাকা কমানোর কিছু ঘরোয়া উপায়-

একটা ছোট খেলনা… আর হারিয়ে গেল মাত্র চার বছরের একটি জীবন। ⚠Odisha-র Kandhamal জেলার এই হৃদয়বিদারক ঘটনা আবারও সতর্ক করল—...
03/12/2025

একটা ছোট খেলনা… আর হারিয়ে গেল মাত্র চার বছরের একটি জীবন। ⚠

Odisha-র Kandhamal জেলার এই হৃদয়বিদারক ঘটনা আবারও সতর্ক করল—

Snack packet-এর ভিতরের ছোট Toy কোনো খেলনা নয়, এটা Potential Danger।

একটি chips packet খুলে খেলনার অংশ গলাধঃকরণ করল একটি শিশু।
সেকেন্ডের মধ্যেই শ্বাসনালি ব্লক হয়ে যায়।
বাবা-মা চোখের সামনে সব ঘটে গেল—কিছু করার সময়ই পেলেন না।
৩০ কিলোমিটার দূরের হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না।

একটি প্যাকেট।
একটি ছোট প্লাস্টিকের part।
একটি অসতর্ক মুহূর্ত।
আর চিরদিনের অন্ধকারে ঢেকে গেল একটি পরিবারের জীবন।

🧑‍⚕️ Pediatrician হিসেবে আমার বার্তা:

Snack packet-এর ভিতরের Toys = Extreme Choking Hazard
৩–৫ বছরের শিশু যেকোনো ছোট জিনিস মুখে নিয়ে ফেলার প্রবণতা রাখে—
এগুলো মারাত্মক বিপজ্জনক এবং জীবনঘাতী।

📍 Parents কী করবেন?

• নিজে snack packet খুলুন
• ভিতরে toy বা ছোট object আছে কিনা আগে দেখে নিন
• ছোট জিনিস কখনোই হাতের নাগালে রাখবেন না
• খাওয়ার সময় সবসময় নজরদারি রাখুন
• Choking হলে কী করতে হয়—এটা এখনই শিখে নিন

একটা ছোট ভুল কখনো কখনো জীবনকে ক্ষমা করে না।
সতর্ক থাকুন, শিশুকে নিরাপদ রাখুন।

🚨এই চার ওপেনারের মধ্যে কাকে কিনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দল মালিক!? নাঈম শেখ - ৳১.১০ কোটি (চট্টগ্রাম রয়্যালস) 🤯হাবিবুর ...
03/12/2025

🚨এই চার ওপেনারের মধ্যে কাকে কিনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে দল মালিক!?

নাঈম শেখ - ৳১.১০ কোটি (চট্টগ্রাম রয়্যালস) 🤯
হাবিবুর রহমান - ৳৫০ লাখ (নোয়াখালী এক্সপ্রেস)🔥
পারভেজ ইমন - ৳৩৫ লাখ (সিলেট টাইটান্স)💪
জিসান আলম - ৳১৮ লাখ (রাজশাহী ওয়ারিয়র্স)👊

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajaul karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajaul karim:

Share