26/05/2025
🛑হায়রে প্রবাসী 🥺
বাংলাদেশি ছেলে।
ঘটনা সূত্রে জানা যায় আমার এক প্রবাসী বাংলাদেশী ভাই মালয়েশিয়ায় চাকরি রত অবস্থায় যে বাসায় কাজ করতেন সেই বাসার মেয়ের দিকে কুদৃষ্টি পরে এবং তাকে নাকি রেপ করার চেষ্টা করেন! এবং সাথে সাথে উত্তেজিত হয়ে মেয়ের অভিভাবক প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে ঘটনা স্থলে ই ছেলেটিকে হত্যা করে! এই মৃত্যুর পিছনে রহস্য আসলে কতটুকু গভীর সত্যতা আমরা জানি না তবে যদি সত্য হয় তবে একজন অভিভাবকের উত্তেজিত রত অবস্থায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো অস্বাভাবিক কোন ঘটনা নয়, আবার অনেক সময় অনেক মিথ্যা আড়ালেও অনেক অজানা সত্য লুকায়িত থাকে, যেমন এই জাতীয় অনৈতিক কৃতকর্মের পিছনে উভয়ের সম্মতিও থেকে থাকে এবং সে ক্ষেত্রে অনেক সময় পিতা-মাতার দৃষ্টিতে নিজের সন্তানের দোষত্রুটি খুব একটা চোখে পড়ে না এখন বিচারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে থাকে যা অত্যন্ত নিন্দনীয়! আর যত উত্তেজিত হোক একটা ব্যক্তিকে হত্যার জন্য এতগুলো গুলির প্রয়োজন পড়ে না!
বিঃদ্রঃ সর্বোপরি যদি ঘটনা সত্য হয় তাহলে বলবো যথার্থ হয়েছে একজন পিতা তার সন্তানের জন্য এমন উত্তেজিত হতেই পারে। আর যদি ঘটনার মধ্যে কোন অসত্যতা থেকে থাকে তাহলে আল্লাহ এই অপরাধের জন্য যে বিচার যার জন্য যেটা প্রযোজ্য সেটাই যেন করেন। তারপরও নিজের স্বজাতি ভাই বলে কথা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যিই অপ্রত্যাশিত! সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য গল্প আমরা সবাই প্রবাসে আসি নিজেদের সচ্ছলতা ও পরিবারের তাগিদে তাই নিজেদেরকে যেন আমরা সংযত করি এবং এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর আমাদের মাঝে পুনরাবৃত্তি না হয়!
নোট:পোস্টটি বেশি বেশি শেয়ার করুন এবং বাংলাদেশ হাই কমিশনার দৃষ্টি আকর্ষণ করুন সুস্থ তদন্ত সাপেক্ষে আইনি বিচারের
আওতায় আনা হোক।
কপি পোস্ট