কুয়াকাটা হুজুরের ওয়াজ ভান্ডার

কুয়াকাটা হুজুরের ওয়াজ ভান্ডার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুয়াকাটা হুজুরের ওয়াজ ভান্ডার, Video Creator, Al Qunfudhah.
(1)

আসসালামু আলাইকুম,কুয়াকাটা হুজুরের নিজস্ব কোন ফেসবুক আইডি নেই। আমি হুজুরকে মহব্বত করে হুজুরকে নিয়ে কাজ করে যাচ্ছি অনেক বছর।কুয়াকাটা হুজুরের সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন। জাজাকাল্লাহ খাইরান।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ছোঁয়া আয়োজন ৩ আগস্ট ২০২৫, রবিবার, বাদ আসর থেকেকেলাং জায়া বাংলাদেশী মস...
28/07/2025

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ছোঁয়া আয়োজন ৩ আগস্ট ২০২৫, রবিবার, বাদ আসর থেকে
কেলাং জায়া বাংলাদেশী মসজিদ, মালয়েশিয়া।

বাদ মাগরিব বয়ান পেশ করবেন শায়েখে চরমোনাই হাফিঃ

কুমিল্লা মহানগর আসছে কুয়াকাটা হুজুর।
28/07/2025

কুমিল্লা মহানগর আসছে কুয়াকাটা হুজুর।

মালয়েশিয়ায় পৌঁছেছেন শায়েখ চরমোনাইআজ ২৮ জুলাই ২০২৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহ...
28/07/2025

মালয়েশিয়ায় পৌঁছেছেন শায়েখ চরমোনাই

আজ ২৮ জুলাই ২০২৫ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) মালয়েশিয়ায় অবতরণ করেন। এসময় বিমানবন্দরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম-এর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মী তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

অবশ্যই ইসলামী রাজনীতিতে সকল আলেম ওলামাদের অংশগ্রহণ জরুরী। ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে অবশ্যই সবাইকে একাজে পুরোপুরি জড়িত ...
28/07/2025

অবশ্যই ইসলামী রাজনীতিতে সকল আলেম ওলামাদের অংশগ্রহণ জরুরী। ইসলাম,দেশ ও মানবতার কল্যাণে অবশ্যই সবাইকে একাজে পুরোপুরি জড়িত হতে হবে।নইলে আলেম ওলামাদের পরিপূর্ণ দায়িত্ব সম্পন্ন হবে না।ইসলামী রাজনীতিতে আলেম ওলামাদের অংশগ্রহণে ইসলামের বিজয় এনে দেবে ইনশাআল্লাহ।

মুহাম্মদ শেখ সাদী খাঁন

27/07/2025

🛑LIVE🛑২৭ জুলাই ২০২৫ ইং মানহাল ইসলামি রিসার্চ সেন্টার মাদ্রাসার ইসলাহী মাহফিল থেকে সরাসরি লাইভ।
আলোচনা করছেন: মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ
যোগাযোগ: 01626083330

26/07/2025

আজ ২৭ জুলাই যশোর সদরে জঈলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বয়ান পেশ করবেন
পীর সাহেব চরমোনাই।

হেফাজতে ইসলাম এবং ড.ইউনুস।এই বৈঠক থেকে আসুক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুছে যাক ইসলামবিরোধী সকল পদক্ষেপ।যদি এক্ষেত্রে হেফাজ...
26/07/2025

হেফাজতে ইসলাম এবং ড.ইউনুস।এই বৈঠক থেকে আসুক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মুছে যাক ইসলামবিরোধী সকল পদক্ষেপ।
যদি এক্ষেত্রে হেফাজত সফল হতেপারে এবং ইসলাম বিরোধী
পশ্চিমা*দের সকল পদক্ষেপ ধূলি*সাৎ করতে পারে,তাহলে এ প্রজন্মের নিকট হেফাজতই হবে আসল হিরো।

26/07/2025

আগামী ০৬ আগস্ট ২০২৫ নরসিংদী পশ্চিম ব্রাক্ষন্দী মঞ্জিলখোলা মাঠে বয়ান পেশ করবেন কুয়াকাটা হুজুর।

জাতীয় নেতা পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ। কথাটা বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনে ভালো লাগছে।অবশ্...
26/07/2025

জাতীয় নেতা পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ।
কথাটা বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনে ভালো লাগছে।অবশ্যই এখানে ভালো লাগার বিষয় আছে।কিছু বিষয় আছে যেটা মুখ ফসকেও সত্যটা বের হয়ে যায়।

পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহ অনেক আগে থেকেই আমাদের জাতীয় নেতা।ইসলামপন্থীদের জাতীয় নেতা।ইসলামী রাজনৈতিক দলগুলোর ও জাতীয় নেতা।
জাতীর জন্য উনি অনেক আগে থেকেই বাংলার মাটিতে রাজনীতি করছেন।অর্জন করেছেন কোটি কোটি মানুষের আস্থা এবং বিশ্বাস। ফলে বৃদ্ধি পেয়েছে জনশক্তি এবং রাজনৈতিক অগ্রযাত্রার গতি।

জাতীয় নেতা এই উপাধি অনেক আগেই বড়বড় আলেম ওলামাদের পক্ষ থেকেও পেয়েছেন।তৃণমূল নেতাকর্মীরা সুস্পষ্টভাবে এটাই ধারণ করেন।আমাদের জন্য এটা নতুন না।তবে কারো বলা না বলায় কিছুই যায় আসেনা। আকর্ষণ লাগে কেবল কিছু নেতারা যখন অকাতরে এটা বলে এবং স্বীকার করে।

মুহাম্মদ শেখ সাদী খাঁন

25/07/2025

সৌদি, কাতার ও দুবাইয়ে হাজার হাজার প্রবাসী এখন কর্মহীন। যারা দেশে আছেন, দালালের কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা খরচ করে ভিসা কিনে নিজের বিপদ ডেকে আনবেন না।

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শন এবং আ*হত নি*হত সবার জন্য দোয়া করলেন কুয়াকাটা হুজুর।
25/07/2025

মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শন এবং আ*হত নি*হত সবার জন্য দোয়া করলেন কুয়াকাটা হুজুর।

দি: ল্লী না ঢাকা?ওয়া শিংটন না ঢাকা?
25/07/2025

দি: ল্লী না ঢাকা?
ওয়া শিংটন না ঢাকা?

Address

Al Qunfudhah

Alerts

Be the first to know and let us send you an email when কুয়াকাটা হুজুরের ওয়াজ ভান্ডার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুয়াকাটা হুজুরের ওয়াজ ভান্ডার:

Share

Category