04/12/2025
সময় তো কারো জন্য থেমে থাকে না,
সে নিজের গতিতেই চলে — দ্রুত, নীরব, অদৃশ্য এক স্রোতের মতো।
কিন্তু জীবনের কিছু অংশ থাকে,
যেখানে সময় থেমে যায় অনুভবে, স্মৃতিতে, অনুভূতিপ্রবাহে।
সেইখান থেকেই আবার শুরু করতে ইচ্ছে করে,
যেখানটায় হারিয়ে ছিলাম, যেখানটায় ছিল কিছু না বলা কথা,
কিছু অসম্পূর্ণ স্বপ্ন, কিছু আবেগের ছায়া।
হয়তো সব শুরু নতুনভাবে সম্ভব নয়,
তবুও মন চায় — একবার ফিরে যাই সেখানেই,
যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই হোক আবার শুরু...
#সময় #ভালোবাসা #জীবনেরছোঁয়া