
13/02/2025
কবরস্থান বড় আশ্চর্য জায়গা! ধীরে ধীরে কত মানুষের সম্মিলনস্থল হয়ে ওঠে এটি, কিন্তু কোথাও কোনো রা থাকে না।
কোলাহল কলরবে একটা আস্ত জীবন পার করে দেওয়া মানুষটার কবরে নেমে আসে নিঃসীম নীরবতা,
অহংকার আর দাম্ভিকতায় যারা ডুবে ছিল আজীবন,
তাদের কবরের ওপরেও জন্মায় আগাছা এবং নামবিহীন কোনো ঘাস।
তারা এমন এক দুনিয়ায় চলে যায় যেখান থেকে কাউকে শাসানো যায় না, চোখ রাঙানো যায় না। চিৎকার করে কাউকে যে ডাকবে, সেই সুযোগটুকুও বরাদ্দ নেই।
আহা, কী আশ্চর্য শক্তিহীনতা!!
২৪/১২/২০২৪ আব্বার কবর জিয়ারাত করতে গিয়ে ছিলাম।