21/10/2024
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
ঠিকমতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় কারীকে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করবেন।
যথা:
১. জীবিকার কষ্ট দূর করবেন।
২. কবরের আযাব থেকে মুক্তি দিবেন।
৩. ডান হাতে আমলনামা দিবেন।
৪. পুলসিরাত বিজলির ন্যায় পার করাবেন।
৫. বিনা হিসেবে বেহেশতে প্রবেশ করাবেন।
মহান আল্লাহ তা'আলা আমাদের সবাইকে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমীন।