22/08/2025
জুয়া খেলা
এস.আর.সজিব
জুয়া খেলা আগুন খেলা,দগ্ধ করে প্রাণ
মুহূর্তে দেয় স্বপ্ন মিথ্যে,মুহূর্তেই অবসান।
প্রথমে মিলে আনন্দ বেশ,মনে বাজে ঢাক
কিছুদিন পর ভেঙে পড়ে,চারদিকে শুধু ফাঁক।
লোভের নেশায় ভাসতে ভাসতে,ভাঙে সংসার-ঘর
টাকা হারা খেলোয়াড় শেষে,হয় যে নিঃস্ব পর।
বন্ধু ভাঙে,পরিবার ভাঙে,ভেঙে পড়ে মন
সব হারিয়ে কাঁদতে থাকে,অনুতাপের ক্ষণ।
জুয়ার ঘরে নেই তো আলো,কেবল অশান্তি
যত খেলো ততই বাড়ে,বিষাদ ভরা ক্লান্তি।
শয়তানের এই নেশাখেলা,করে মানুষ ধ্বংস
ভালো পথে ফিরলেই তবে,হবে জীবনের স্পন্দন।
তাই বলি,ছাড়ো মানুষ,এই অন্ধকার জাল
সততার পথেই লুকিয়ে আছে,সুখ-শান্তির খেয়াল।
S R Sajib