BS TV 71

BS TV 71 10/05/1985

16/05/2025
01/05/2025

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আশায় যারা অনলাইন-অফলাইনে দিন রাত কামলা দিচ্ছে তাদেরকে জানাই মহান মে দিবসের শুভেচ্ছা!🙂

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো...
28/04/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।
শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মূ'র্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে।
আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, মোটিভেশনাল বই পড়ুন, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, সেলাই করুন, পুজো করুন, মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।
একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।
বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।
একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

#মনিষীদের বাণী #

ভারতে হাজারের বেশি বাংলাদেশি আটক! ধারণা করা হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী, মানবতা আজ কোথায়? আওয়ামী লীগ এখন ভারত...
26/04/2025

ভারতে হাজারের বেশি বাংলাদেশি আটক! ধারণা করা হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগের নেতা-কর্মী, মানবতা আজ কোথায়? আওয়ামী লীগ এখন ভারতেও অনিরাপদ..🐸

জুলাই গণুভ্যুত্থানের আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছে বিএনপি। রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্যাতন, মিথ্যা মামলা, জেল-জুলুম ও নিপীড়নের মুখেও বিএনপি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে লড়াই চালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এই দীর্ঘ সময়ে দলের হাইকমান্ড থেকে তৃণমূলের ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। হামলা-মামলা, খুন-গুম, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ও তালাবদ্ধ রাখাসহ এমন নির্যাতন নেই, যা করা হয়নি। হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রায় এক লাখ ৪৩ হাজার মামলায় প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়। হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় ৪ হাজার ৭৭১ নেতাকর্মীকে। গুম করা হয় ১ হাজার ২০৪ জনকে। গত বছরের জুলাই বিপ্লবেই নিহত হয়েছেন ৪২২ নেতাকর্মী। খালেদা জিয়ার নামে মামলা ছিল ৩৬টি এবং তারেক রহমানের বিরুদ্ধে ১৩৫টি।

আমার দেশ/ এপ্রিল ২৬, ২০২৫
সংশ্লিষ্ট সংবাদের লিঙ্ক কমেন্ট‌ সেকশনে দেখুন —


25/04/2025

পাকিস্তান ও ভারত যদি যু^দ্ধের মুখোমুখি হয়
তাহলে বাংলাদেশী হিসেবে আপনি কোন দেশকে সমর্থন করবেন.?

25/04/2025

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব শওকত মাহমুদ

রতনে রতন চেনে শু'করে চেনে কচু! 🤣
25/04/2025

রতনে রতন চেনে
শু'করে চেনে কচু! 🤣

18/04/2025

অটোরিকশা চালকের ছ'দ্মবে'শে ২০ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী রাজধানীতে, দলীয় সিদ্ধা'ন্তে ঢাকায় নৈরা'জ্যের পরিক'ল্পনা।

18/04/2025

হাসিনা-রেহানা-টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

18/04/2025

৩০ লক্ষ সৌদি প্রবাসীর স্বার্থ আগে নাকি মেঘনার মত বে-*** আগে।
মেঘনা কোন মাদ্রাসা পড়া হাফেজার মত প*-র্দাশীল না*রী নন যে,তাকে শতভাগ স* তী -*ত্বের সার্টিফিকেট দিবেন।
তাদের জগত নিয়ে নতুন কিছু না বলে,শুধু বলবো তার চ*- রিত্র তার লাইভ ভিডিওতে দেখা গেছে।
৩০ লক্ষ সৌদি প্রবাসীর স্বার্থের কথা চিন্তা করে মেঘনার সঠিক বি* চার করা জোর দাবি জানাচ্ছি!অবশ্যই তার কঠিন শা*স্তি হওয়া উচিত।
🟢সৌদি আরবের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ক,এই সম্পর্কে নষ্ট করার পিছনে যারা কাজ করছে,তাদের সবাইকে আ*-ইনের আওতায় আনতে হবে।
শুধু মেঘনা নয় তার সাথে যারা জড়িত সবাইকে আ*-টক করতে হবে।
মেঘনারা কখনোই ভালো হবে না!তাই একজন মেঘনার জন্য অযথা ভুলভাল প্রচার করে সৌদি প্রবাসীদের ক্ষতি করবেন না।

নর্তকী মেঘনাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হউক তার এই ষড়যন্ত্রের পিছনের নায়কটি কে??

13/04/2025

সৌদিয়ান বর্তমান সংস্কৃতি

ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের প্রত্যয় নিয়ে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা। নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনুক ...
13/04/2025

ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের প্রত্যয় নিয়ে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভেচ্ছা। নতুন বছর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই। মহান সৃষ্টিকর্তা আমার সহায় হউন।

মোঃ আব্দুল মঈন
সৌদি আরব প্রবাসী
আহবায়ক জাতীয়তাবাদী শ্রমিকদল
৭ নং উবাহাটা ইউনিয়ন পরিষদ।
১৪/৪/২০২৫ ইংরেজি

Address

Jeddah

Website

Alerts

Be the first to know and let us send you an email when BS TV 71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category