22/11/2025
ওরে চান্দু আমি নাকি তাদের ওপর হামলা করছি। এখন কথা হলো আমি এতো বড় হয়ছি সাদা শার্ট পরিহিত লোকটাকে আমি কখনো দেখি নাই বা উনার এলাকায় অনেক আসা যাওয়া হইছে কখনো দেখি নাই ওনাকে। সম্ভবত উনি এলাকার বাহিরে থাকেন অনেক বছর যাবত।
কি সুন্দর বয়ানগুলো দিছে।
আচ্চা ৪০ লাখ টাকার কাট কত গুলা থাকে হেই কি এইগুলো ডিম পারাইতো।
আমি থাকি বিদেশে কাট নিলাম কেমনে । ওরে বাটপার
দেইলগাও গ্রাম তথা দুর্গাপুর ইউনিয়ন থেকে তাদের বরকট করা হোক।।
প্রবাসী রক্ত পানি ওই টাকা দিয়া দেশ স্তাবর অস্থাবর নির্মাণ করেন।
অন্য টাকা জমিন লুট করে না।
আমরা কেমন তা রানীগঞ্জ ততা দুর্গাপুর ইউনিয়ন সবাই জানে।