
13/09/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন
আজকের কাপাসিয়ার এই ঘটনা তা সত্যি অনেক দুক্ষজনক,
উনি চোর উনি অপরাধী এই বিষয়ে আমার কোন দ্বিমত নেই,কিন্তু একই এলাকার একই গ্রামের ধরতে গেলে পাশের বাড়ির দুরে অন্য একটা গ্রামে হলেও মানা যেত যে চিনতে পারে নাই বলে এইভাবে মেরে রক্তাক্ত করেছে,চোর ধরে মারে এটা স্বাভাবিক কিন্তু এইভাবে একবারে একটা তাজা প্রান কেড়ে নেয়া এইটা ত সবকিছু কে ছাপিয়ে গেছে,সে অপরাধী কিন্তু তাই বলে এইভাবে মেরে মেরে মৃত্যুর কুলে ঠেলে দেয়ার অধিকার কারো নেই।
আল্লাহ উনার ভুলত্রুটি গুলি ক্ষমা করে জান্নাতবাসী করুন আমিন।
বি:দ্র:-আমার কথার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে কিন্তু একজন বিবেকবান মানুষ হিসেবে আমার এই কথাগুলো বলা।